সিকিম ভ্রমণ – কিছু পরামর্শ এবং আমার খরচের হিসাব

সিকিম সে তো স্বর্গের আরেক নাম। আর সেই সিকিম (Sikkim) থেকে ঘুরে আসলাম ২০১৯ সালের মার্চের ২৪ থেকে ১ তারিখ পর্যন্ত। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি যা আপনার সিকিম ট্যুরে কাজে আসবে। এরপর আমাদের ট্যুরের সকল বৃত্তান্ত খরচসহ শেয়ার করছি।

সিকিম ভ্রমণে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

  • বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি মাত্র ১২ কি.মি রাস্তা। সুতরাং ভিসার সময় পোর্ট সেলেক্ট করে রাখুন ফুলবাড়ি-বাংলাবান্ধা।
  • যাদের ফুলবাড়ি পোর্ট দেয়া নাই তারা ৩০০/- খরচ করে নতুন দুইটা পোর্ট খুব সহজেই এড করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ভিসার মেয়াদ থাকতে হবে মিনিমাম ৩ মাস।
  • বাংলাবান্ধা পোর্টে স্পিড মানি দিতে হবে ১৫০-২০০/- আর ইন্ডিয়ায় ১০০/-। অনেক সময় টাকার চেয়ে সময়ের দাম বেশি। তাই চলুন নিজেই জিনিসটা বিবেচনা করি।
  • পোর্টের ঝামেলা মিটিয়েই ডলার এক্সচেঞ্জ করে রুপি করে নিন। সাথে সাথে একটা সিম কিনে নিন। ডলারের রেট পাবেন ৭০-৭১ টাকা। আর সিম নিবে ২৫০-৩৫০/-
  • ফুলবাড়ি পোর্ট থেকে শিলিগুড়ি জাংশন বা গ্যাংটক এর গাড়ি স্ট্যান্ড পর্যন্ত রিজার্ভ অটোতে ১৫০-২০০/- নিবে। আর পোর্ট থেকে জনপ্রতি অটোতে ১০/- ফুলবাড়ি মোড় পর্যন্ত, ওখান থেকে শিলিগুড়ি জাংশনের জনপ্রতি বাসভাড়া ১০/-। সময় লাগবে মাত্র ২৫ মিনিট।
  • শিলিগুড়ি থেকে ৪ সিটের ওয়াগন গাড়ি গ্যাংটক পর্যন্ত ভাড়া নিবে ১৫০০-১৮০০/- আর বড় গাড়ি (মহেন্দ্র বলেরু) রিজার্ভ নিবে ২২০০-২৫০০/- বড় গাড়িতে ৮-১০ জন বসতে পারবেন। তবে রিলাক্সে বসা যায় ৭ জন। আর সিকিম ট্যুরে ৭ জনের গ্রুপ হলে আপনি পুরা ট্যুরে রিলাক্স ও পাবেন আবার সস্তায় ও পাবেন সবকিছু। এছাড়া কেউ চাইলে শেয়ার্ড জিপে যেতে পারেন। জনপ্রতি ভাড়া পরবে ২৫০/-
  • ড্রাইভারকে বলে রাখবেন গাড়ি যেন সিকিমে ঢোকার মুখে রাংপো চেজপোস্টে দাঁড়ায়। ২০-২৫ মিনিট সময় লাগবে। ড্রাউভার ওয়েটিং চার্জ করে বসতে পারে ৩০০/- তাই আগেই বলে রাখবেন। এই চার্জ এভয়েড করার জন্য। আর গাড়ি ঠিক করবেন এম.জি. মার্গ পর্যন্ত। নাহলে যে স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দিবে, ওখান থেকে এম. জি. মার্গ আসতে আপনার রিজার্ভ গাড়িতে খরচ পরে যাবে এক্সট্রা ৩০০/-
  • রাংপো চেকপোস্টে ইনার লাইন পারমিটের জন্য ভিসা, পাসপোর্ট এর জেরক্স কপি ও আপনার পিপি ছবি লাগবে। তাই সব ডকুমেন্ট রেডি করে রাখুন। পুরা টিমের সবগুলো পাসপোর্ট একসাথে করে ডকুমেন্ট সহ একজন জমা দিলেই হবে। সবার দোতালায় ওঠার কোন দরকার নাই।
  • শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে সময় লাগবে ৪ ঘন্টার মত। নেমেই এম.জি. মার্গের আশে পাশে হোটেল খুজুন। ৭০০-১০০০/- এর ভেতর ভাল মানের কাপল বেড পাবেন। আর গ্রুপ করে ৩-৪ জন থাকলে খরচ পরবে ১০০০-১৫০০/- এর মত।
  • সিকিম সাইট সিন করুন। গাড়ির সিট ভেদে ভাড়া ১২০০-২০০০/- লাগতে পারে। এখানেই এজেন্সির কাছে সাঙুলেক অথবা ইয়াংথাম ভ্যালি (লাচুং) যাবার জন্য ভিসা, পাসপোর্ট আর পিপি ছবি দিয়ে রাখুন পার্মিশন এর জন্য। ইনার লাইন পারমিট কপিও জমা দিতে হবে এখানে।
  • সাঙ্গুলেক এর গাড়ি ভাড়া পরবে ৩৫০০-৪৫০০/- এর মত আর ইয়াংথাম ভ্যালি প্যাকেজ পরবে ১১,০০০-১৩৫০০/- এর মত। এখানে আবার থাকা খাওয়া সব ইনক্লুডেড।
  • ইয়াংথাম ভ্যালি থেকে ওয়েদার ভাল থাকলে কাটাও চলে যান ড্রাইভারকে এক্সট্রা ২০০০-২৫০০/- দিয়ে।
  • শীতের পর্যাপ্ত কাপড়, হাত মোজা, কানটুপি মাস্ট নিবেন। যাদের শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই সাথে প্রয়োজনীয় ওষুধ সাথে রাখবেন।
  • লাচুং (Lachung) এ আপনাকে অবশ্যই রুম হিটার এক্সট্রাভাবে নিতে হবে। খরচ পরবে ৩০০/- এর মত। কিন্তু বিদ্যুতের ক্নডিশন খুবই খারাপ।
  • লাচুং এ ঢোকার আগে নাগা ফলস থেকে প্লাস্টিক বোতল যা আছে সরিয়ে ফেলুন। এখানে বোতল পাইলে জরিমানা গুনতে হবে পুরো ৫০০০/-
  • ১০ কপি করে পাসপোর্ট, ভিসা, ইনারলাইন পারমিটের জেরক্স কপি সবসময় সাথে রাখুন।
  • বমি, মাথা ব্যাথা, গ্যাস্ট্রিকের ওষুধ, রেইন কোট, ছাতা এগুলো সাথেই রাখুন।
লাচুং থেকে কাটাও

সিকিম ট্যুরের খরচের হিসেব

১ রাত/০ দিন
ঢাকা- পঞ্চগড় (এনা হুন্দাই) ভাড়া ১৬০০/- নন এসি বাসের ভাড়া ৬৫০/- কেউ চাইলে ট্রেনেও যেতে পারেন।
খরচঃ ১৬০০ * ৪= ৬৪০০/-

১ম দিন
সকালের নাস্তাঃ ৪০ * ৪= ১৬০/- (পরোটা, ডিম, সবজি)
পঞ্চগড় টু বাংলা বান্ধা (লোকাল বাস)ঃ ৭০ * ৪ = ২৮০/-
ভ্রমণ ট্যাক্সঃ ৫১০ * ৪= ২০৪০/-
বিডি স্পিড মানিঃ ২৫০ * ৪= ১০০০/- 
ইন্ডিয়া স্পিড মানিঃ ১০০ * ৪= ৪০০/-
ফুলবাড়ি পোর্ট টু ফুলবাড়ি মোড়ঃ ১০ * ৪= ৪০ রুপি
এয়ারটেল সিমঃ ৫৯৫ রুপি (পাওয়ার ও নেট সহ, যদিও ঠকছি ২০০ রুপির মত)
ফুলবাড়ি টু শিলিগুড়ি জংশনঃ ১০ * ৪= ৪০ রুপি
দুপুরের খাবারঃ ১১০ * ৪= ৪৪০ রুপি (ভাত, সবজি, ভর্তা, কলিজা)
শিলিগুড়ি টু গ্যাংটকঃ ১৯০০ রুপি ( ৪ সিটের ওয়াগন গাড়ি, এম.জি. মার্গ পর্যন্ত)
নাইট স্টেঃ ১৪০০ রুপি (হোটেল প্রতিজ্ঞা রেসিডেন্সি, দুইটা কিং সাইজের বেড, ১ রুমেই ৪ জন)
রাতের খাবারঃ ১২০ * ৪ = ৪৮০/- (পাঞ্জাবি রুটি, ডাল মাখানি, মিস্টি, সবজি)
খরচঃ 
টাকা- ১৬০+২৮০+২০৪০+১০০০+৪০০= ৩৮৮০/- 
রুপি- ৪০+৫৯৫+৪০+৪৪০+১৯০০+১৪০০+৪৮০= ৪৮৫৫/-

২য় দিন
সকালের নাস্তাঃ ৪ * ৪= ২০০ রুপি (লুচি, সবজি, ডাল)
দুপুরের খাবারঃ ১২০ * ৪= ৪৮০ রুপি ( লোকাল থালি ভেজ)
রাতের খাবারঃ ২২০ * ৪= ৮৮০ রুপি ( আলু পরটা, ডাল মাখানি, ছোলা বাটোরা, মিস্টি)
সাইট সিনের জন্য আমরা আলাদা গাড়ি নেই নি। আমাদের মেইন উদ্দেশ্য ছিলো বরফ দেখা। তাই আর মনেস্ট্রি আর পার্ক দেখার জন্য আলাদা গাড়ি নেই নি। পুরা শহরটা পায়ে হেঁটে ঘুরেছি, লোকাল জীবন যাত্রা দেখেছি, লোকাল ফুড খেয়েছি, মানুষজনের সাথে গল্প করেছি।
নাইট স্টেঃ ১৪০০ রুপি
খরচঃ ২০০+৪৮০+৮৮০+১৪০০= ২৯৬০ রুপি

সিকিম এর রেস্ট্রিকটেড এরিয়া কোনগুলো এবং অনুমতি পাবার উপায় জেনে নিন

৩য় দিন
সকালের নাস্তাঃ ২১০*৪= ৮৪০ রুপি (লোকাল ভেজ থালি+ ফিস)
লাচেং-ইয়াংথাম ভ্যালি-কাটাও প্যাকেজঃ ৬৪০০/- (আমরা আরো ৪ জনের বাংলাদেশী গ্রুপের সাথে এড হই। টোটাল প্যাকেজ ছিলো ১২৮০০/-)
রুম হিটারঃ ৩০০/-
(বরফ দেখার পাশাপাশি আমরা আল্লাহর অশেষ রহমতে স্নো ফল পেয়েছি, তাই সাঙু লেক এ আর যাই নি ইচ্ছা করে)
খরচঃ ৮৪০+৬৪০০+৩০০= ৭৫৪০ রুপি

৪র্থ দিন
বিকালের নাস্তাঃ ২২০ রুপি
গ্যাংটক টু শিলিগুড়িঃ ১১৫০ রুপি
রাতের খাবারঃ ২৪০ * ৪= ৯৬০ রুপি ( খানা খাজানাতে ভাত, মাছ, মুরগি)
নাইট স্টেঃ ১২০০ রুপি
খরচঃ ২২০+১১৫০+৯৬০+১২০০= ৩৫৩০ রুপি

৫ম দিন
সকালের নাস্তাঃ ১১০ * ৪ = ৪৪০ (শের ই পাঞ্জাবে রুটি, ডাল মাখানি, মিক্স ভেজিটেবল) 
শিলিগুড়ি টু সিটি সেন্টারঃ ১৫ * ৪= ৬০ রুপি
সিটি সেন্টার টু হংকং মার্কেটঃ ২৫ * ৪= ১০০ রুপি
শিলিগুড়ি টু ফুলবাড়ি বর্ডারঃ ১৫০ রুপি
ইন্ডিয়া পোর্টঃ ১০০ * ৪= ৪০০/-
বিডি পোর্টঃ ২৫০ * ৪= ১০০০/-
দুপুরের খাবারঃ ১০০ * ৪= ৪০০/-
বাংলাবান্ধা টু পঞ্চগড়ঃ ২৫০/- (৪ জন)
পঞ্চগড় টু ঢাকাঃ ১৬০০ * ৪= ৬৪০০/- (এনা হুন্দাই)
রাতের খাবারঃ ১০০ * ৪= ৪০০/- 
খরচঃ
রুপিঃ ৪৪০+৬০+১০০+১৫০=৭৫০
টাকাঃ ৪০০+১০০০+৪০০+২৫০+৬৪০০+৪০০=৮৮৫০/-

স্নোফলের পরে লাচুং

টোটাল খরচ

টাকাঃ ৬৪০০+৩৮৮০+৮৮৫০= ১৯১৩০/-
রুপিঃ ৪৮৫৫+২৯৬০+৭৫৪০+৩৫৩০+৭৫০=১৯৬৩৫। 
(১৯৬৩৫ * ১.২০= ২৩৫৬২/-)
৪ জনের টোটাল খরচঃ ৪২৬৯২/-
জন প্রতি খরচঃ ১০৬৭৩/-

  • এসি গাড়ি এভয়েড করলে আমাদের জনপ্রতি আরো ১০০০/- করে কমে আসতো 😎
  • অতিরিক্ত চা খোর হওয়ায় ৫ দিনের টোটাল চায়ের খরচ যোগ করিনি। তাহলে জনপ্রতি আবার ৫০০ টাকা বেড়ে যেত 😂
  • যে যেখানেই থাকি নিজ নিজ জায়গা থেকে আসুন পরিবেশ নোংরা না করি 👍
Leave a Comment
Share