দার্জিলিং ভ্রমণ গাইড

লেখা শুরুর প্রথমেই বলি আজ কোনো ঘোরার গল্প করবো না, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য যে জিনিসটা সবাই সর্বপ্রথম খোঁজেন সেই আস্তানা আর পেটপুজোর সুলুক সন্ধান নিয়েই আজ মূলত কথা বলবো। আর দার্জিলিং (Darjeeling) যখন, তখন টয়ট্রেন কে বাদ দিই কি করে, আর তার সাথে থাকলো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য পারমিটের খবরও।

বাঙালীর ‘দী-পু-দা’ -র ‘দা মানে দার্জিলিং’- আমাদের অতিপরিচিত হলেও আমি আমার বন্ধু বান্ধব বা পরিচিত মানুষদের কিংবা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম -এও, ঠিক ঘুরতে যাওয়ার আগে ফোন করে বা পোস্ট করে দার্জিলিং ম্যাল আর কাছে কি হোটেল আছে বল / বলুন না… সাথে বৃদ্ধ বাবা মা আছেন- বেশি হাঁটাহাটি যাতে করতে না হয় এমন কিছু বলো বা হানিমুনের জন্য দার্জিলিং চুজ করা বান্ধবীর আবদার ‘রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এরকম কিছু দেখ না প্লিজ, একটু বাজেট টাও দেখিস…. অনেককেই আবার বলতে শোনা যায়, তৃতীয় ব্যক্তির মাধ্যমে বুকিং করে গিয়ে আশানুরূপ ঘর পাননি। অনলাইন বুকিং এও ফেস করতে হয়েছে অনেক প্রবলেম। আমার অনেক অবাঙালি বন্ধুরাই অনেক সময়ই এইসব সমস্যার সম্মুখীন হয়েছেন। তাছাড়াও অনেক সোলো মহিলা বা গার্লস গ্রুপ খোঁজ করে মেসেজ করেন দার্জিলিং ম্যাল বা তার কাছাকাছি কোনো হোমস্টের, তাদের মতে হোমস্টে ঘরোয়া এবং অপেক্ষাকৃত সুরক্ষিত। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা। সোলো ট্রাভেলিং শুরুর পর থেকে হোটেলের অ্যাডভান্স বুকিং বিষয়টা এখন আর আমার ডিকশনারিতে নেই, কিন্তু তার আগে আমি নিজেও একটা সময় ঘুরতে যাওয়ার আগে হোটেল বুকিং এর বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতাম।

Darjeeling Clock Tower

এই সব পরিস্থিতিগুলোই আমার আপনার সকলের জিজ্ঞাসা, ক্লিশে হলেও কমন প্রশ্ন। তাই গত দু’বারের ট্রিপ সেরে ফেরার পথে কখনো নিজে ঘুরে ঘুরে বা নিজেরা থেকে অভিজ্ঞতা হয়েছে এমন বন্ধুদের থেকে দার্জিলিং- এর এমন কিছু হোটেল আর হোমস্টের খোঁজ খবর কালেক্ট করার চেষ্টা করেছি যেটা আশাকরি সবার জন্য হেল্পফুল হবে, থার্ড পার্টি হেল্প ছাড়াই আপনারা নিজেরাই সরাসরি যোগাযোগ করে নিজের বুকিং নিজেই করতে পারবেন। চেষ্টা করেছি মিলিয়ে মিশিয়ে বেশ কিছু পকেট ফ্রেন্ডলি,কাঞ্চনজঙ্ঘা ভিউ, মাউন্টেন ভিউ, নিয়ার টু ম্যাল হোটেলস আর ভালো হোমস্টের ডিটেইল ইনফর্মমেশন সবার সাথে শেয়ার করার। আমার দেওয়া এই তথ্য যদি কারো কোনো কাজে লাগে তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। শুধু একটা অনুরোধ, অনেক সময়ই সময়ের ব্যবধানে যেকোনো নির্দিষ্ট হোটেল বা হোমস্টের পরিষেবার হেরফের ঘটে, বা বেশ কিছু বিষয় উভয়পক্ষের পারস্পরিক ব্যবহারের ওপরও তা নির্ভর করে। তাই বলবো, যেকোনো জায়গায় যাওয়ার আগে ফোন নম্বরে কথা বলে নিজের রিকোয়ার্ড ইনফর্মেশনস ভালোভাবে নিজে যাচাই করে নেবেন এবং ইন্টারনেটে সার্চ করে নিজের সুবিধার্থে ছবি, লোকেশন্স ইত্যাদি সবসময় আগে থেকে চেক করে নেবেন। ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে যত টা সম্ভব এওয়ার রাখুন, যা আপনার ঘোরা বেড়ানোকে করবে আরও সহজ ও সরল। So keep travelling and be happy…

দার্জিলিং ম্যালের কাছে কিছু হোটেলের খোঁজ

  • Hotel Peak to Peak (5 min from Mall, 2 min from Keventers & Glenary’s/ Kanchanzongha view rooms/ Budget friendly hotel) – Contact: 9023121977 Tariff: 1000 onwards
  • Chalet Hotel (Just besides Mall/ mountain view rooms) – Contact: 7001441426 / 03542254027. Tariff- 1600-2100 onwards
  • Crown Villa (7/8 min from Mall/ Kanchanzongha view rooms) – Contact: 7478572742. Tariff- 1200-1700 onwards
  • Hotel Sangri-La (2 min from Mall) – Contact: 0354-2254149
  • Classic Guesthouse (2 min from Mall) – Contact: 9733430980/ 6295470674
  • Wind Horse (5-7 min from Mall/ Have mountain view rooms) – Contact: 98331237611/ 03542251070 -1500-2000
  • Himalayan Gateway Residency- (5-7 min from Mall/ Kanchanzongha view rooms) – 7872807197- 1500 onwards
  • Hotel Sonali (2 min from Mall/ mountain view rooms / good for senior citizens) – Contact: 7439181827/ 8240314716. Tariff- 1000- 2000-2500
  • Hotel Mount Royal (5-7 min from Mall/ mountain view rooms) – Contact: 8250709032/7076272639. Tariff- 1500-2000
  • Hotel Shivam (2 min from Mall) – Contact: 9434811134/ 8116600872
  • Singalila (budget hotel/ mountain view) – Contact: 9831955464/7699738561. Tariff- 800 onwards
  • Hotel Moon (2 min from Mall/ mountain view rooms) – 9835269343/ 7602912239. Tariff- 1000

দার্জিলিং এর কিছু হোমস্টের খোঁজ

  • Nestle Homestay- Contact: 9434209954
  • Himsikha Homestay- Contact: 9749518440
  • Blessings Homestay- Contact: 9749944040
  • Heyagriva Homestay- Contact: 9382475168/ 7550931344
  • Komal Homestay- Contact: 7063553770/ 9002344213. Tariff- 1000
  • Labanya Homestay – Contact- 9832044247/ 7430928094. Tariff- 1500

আস্তানার খোঁজ তো হলো, আমি জানি, এর ঠিক পরের এবং ভাইটাল প্রশ্নটাই হলো ভালো রেঁস্তোরা বল, ক্যাফেটা কোন গলিতে, কোথায় লোকাল খাবার পাবো, তুই গেলে কোথায় খাস ….. হাজারটা জিজ্ঞাসা চিহ্ন। আমি নিজে ফুডি নই কিন্তু যে কোনো নতুন জায়গায় গিয়ে অনেকেরই মতো সেখানকার কিছু লোকাল বা স্পেশাল খাবার টেস্ট করাটা আমার ট্রাভেলিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট এবং যেটা খুব স্বাভাবিক বলেই আমি মনে করি। কিন্তু তার জন্য দরকার নিজের ট্রিপ প্লানের একটু আগে থেকে সেই জায়গা কে জানা। বিশেষ করে যারা বাইরের রাজ্য থেকে আমাদের দার্জিলিং ঘুরতে আসছেন। তাই আজ সবার হয়ে তার কিছুটা রিসার্চ আমি করে দেওয়ার চেষ্টা করলাম আমার এই লেখায়। কেভেন্টার্স আর গ্লেনারিজ ছাড়াও থাকলো কিছু ভালো ফুড জয়েন্ট -এর খোঁজ। যাওয়ার আগে লোকেশন্স গুগুল এ সার্চ করে নেবেন।

দার্জিলিং এ খাওয়া-দাওয়ার খোঁজ

নিচে দেওয়া মোটামুটি সব রেস্তোরাঁতে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার দু’জনের জন্য মোটামুটি খরচ ৫৩০- ২৬০০ টাকা মতো।

  • Keventer’s
  • Glenary’s
  • Kunga Restaurant
  • Nathmulls tea and sunset lounge
  • Sonam’s Citchen
  • Orchid dining room
  • Mohan’s (Napali thali)
  • Park Restaurant (Thai food)
  • Hotel Sangri-La (Multi cuisine Restaurant)
  • Revolver Restaurant (Napali & Naga food)
  • Boney’s Snack bar (Sandwich special- Tuna sandwich)
  • Mahakaal Restaurant (Multi cuisine Restaurant)
  • Lunar Restaurant
  • Penang Restaurant
  • Frank Ross Cafe

টাইগার হিল পারমিট

অনেকেই হয়তো জানেন যে টাইগার হিল যেতে পারমিট লাগে, যার ব্যবস্থা গাড়ির চালকরাই করে দেন। কখনও কখনও আধার কার্ড গ্রাহ্য হলেও সঙ্গে দু’কপি ফোটো এবং ভােটার কার্ড বা পাসপাের্ট রাখবেন।

প্রসঙ্গত বলে রাখি, যে গাড়িতে (ভাড়া ১,৫০০-১,৮০০ টাকা) টাইগার হিল যাবেন, সেই গাড়িটি শুধুমাত্র টাইগার হিল দর্শন করিয়েই আপনাকে দার্জিলিং ফিরিয়ে আনবে। একই সাথে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ ইত্যাদি সাইটসিয়িং করতে পারবেন না। তার জন্য পরে আলাদা গাড়ীর ব্যবস্থা করতে হবে।

পোস্ট কোভিড টয়ট্রেন জয়রাইড টাইম টেবিল

কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার দার্জিলিংয়ে টয়ট্রেনে জয়রাইড শুরু হয়েছে।

  • জয়রাইড ডিজেল দার্জিলিং থেকে বেলা ১২টায় ছেড়ে ঘুম পৌঁছয় বেলা ১২টা ৪০ মিনিটে। ৩০ মিনিট বিরতির পর ঘুম থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছয় দুপুর ১টা ৪০ মিনিটে।
  • জয়রাইড ডিজেল দার্জিলিং থেকে দুপুর ২টো ২০ মিনিটে ছেড়ে ঘুম পৌঁছয় দুপুর ৩টে। ২৫ মিনিট বিরতির পর দুপুর ৩টে ২৫ মিনিটে ঘুম থেকে ছেড়ে দার্জিলিং পৌঁছয় বিকেল ৪টে।
  • জয়রাইড স্টিম দার্জিলিং থেকে সকাল ১০টায় ছেড়ে ঘুম পৌঁছয় সকাল ১০টা ৫০ মিনিটে। ২৫ মিনিট বিরতির পর বেলা ১১টা ১৫ মিনিটে ঘুম থেকে ছেড়ে দার্জিলিং পৌঁছয় বেলা ১১টা ৫৫ মিনিটে।
  • জয়রাইড স্টিম দার্জিলিং থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছেড়ে ঘুম পৌঁছয় দুপুর ২টো ৪০ মিনিটে। ২৫ মিনিট বিরতির পর ঘুম থেকে দুপুর ৩টে ৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছয় বিকেল ৩টে ৪৫ মিনিটে।

মার্চ মাসের আপডেট অনুযায়ী সকাল ৯.২০ মিনিটের জয় রাইডও শুরু হয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রেনের টাইম টেবিল চেঞ্জ হতে পারে, এমনকি বন্ধও হতে পারে। তাই বের হবার আগে বর্তমানের খোঁজখবর নিয়ে নেবেন।

Darjeeling Himalayan Railway Website – www.dhr.in.net

Leave a Comment
Share
ট্যাগঃ Darjeelinginformationstour plan