বান্দরবান

সাকা হাফং পর্বত

সাকা হাফং পর্বত (Saka Haphong) বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে, কেওক্রাডং বা তাজিংডং নয়। সাকা হাফং, মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। প্রাচীন ম্যাপে একে লিখেছে মদল তং আবার কেউ বলে এটা হবে মদক ত্লং। স্থানীয় অধিবাসী মুরংরা একে বলে বর্ডার হুম। বোমরা একে বলে ক্ল্যাংময়, অনেক গাইডরাও এই নামেই বেশী বলে। ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থ, ভ্রমণ বাংলাদেশ, অ্যাডভেঞ্চার বিডিসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রিডিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকহাফংই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মাপজোকের হিসাব অনুসারে ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট (জরিপ করা হয় ১২ ডিসেম্বর ২০১৪)।

জিপিএস কোর্ডিনেট

সাকা হাফং এর অবস্থানের কোর্ডিনেট –21.7864° N, 92.6100° E

সাকা হাফং যাওয়ার উপায়

সাকা হাফং যেতে চাইলে প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। বিভিন্ন পরিবহনের বাসে ঢাকা/চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবানে যাওয়া যায়। বান্দরবান যাওয়ার সেরা রুট হলো ঢাকা থেকে সরাসরি বাসযোগে যাওয়া। ঢাকা টু বান্দরবান রুটে ঢাকার বিভিন্ন স্থান থেকে এস. আলম, সৌদিয়া, ইউনিক, হানিফ, শ্যামলি, সেন্টমার্টিন পরিবহন, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি ও ননএসি জনপ্রতি এসব বাসের ভাড়া ৫৫০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ঢাকা থেকে চট্রগ্রাম এসে তারপর চট্রগ্রামের বিআরটিসি টার্মিনাল বা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০০-৩০০ টাকায় বাস ভাড়ায় বান্দরবন আসা যায়। চট্রগ্রাম থেকে প্রাইভেট কারে ২৫০০-৩৫০০ টাকায় বান্দরবন যাওয়া যায়।

বান্দরবানে পৌঁছানোর পরে তিন দিক সাকাহাফং থেকে যাওয়া যায় – থানচি, রুমা বাজার ও রেমাক্রি বাজার দিয়ে। বান্দরবান থেকে সারাদিন থানচি এবং রুমা পর্যন্ত বাস চলাচল করে। বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে থানচি যাওয়া যায় দুইভাবে; বাসে কিংবা রিজার্ভ জীপে। বান্দরবানের থানচি বাস স্ট্যান্ড থেকে এক ঘণ্টা পর পর লোকাল বাস থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া ২০০ টাকা, সময় লাগবে ৪-৫ ঘন্টা। রিজার্ভ জীপ/চান্দের গাড়িতে গেলে খরচ হবে ৫৫০০-৬০০০ টাকা, আর সেক্ষেত্রে সময় লাগবে ৩-৩.৫ ঘন্টা। এক গাড়িতে ১২-১৪ জন অনায়াসে যাওয়া যায়। থানচি যাওয়ার সময় পথে পরবে মিলনছড়ি, চিম্বুক ও নীলগিরি

থানচি থেকে সাকা হাফং যাওয়ার রুট

  • থানচি – বোর্ডিং পাড়া – শেরকর পাড়া – তাজিংডং – সিম্পাম্পি পাড়া -হান্জরাই পাড়া – নেফিউ পাড়া – সামিট। শেরকর পাড়া থেকে তাজিং ডং না গিয়ে দো তং পাড়া হয়ে সাজাই পাড়া দিয়েও যাওয়া যাবে, তবে শেরকর থেকে দোতং পাড়া ট্রেইল নেই জংগল আর ঝোপ-ঝার কেটে যেতে হবে। ( উঠা নামা বেশী, পানি ছায়া কম )
  • থানচি – বোর্ডিং পাড়া – জিরি পথে কাইতং পাড়া -জিরি ধরে আগানো – সিম্পাম্পি পাড়া উঠা -হান্জরাই পাড়া – নেফিউ পাড়া – সামিট।

রুমা থেকে সাকা হাফং যাওয়ার রুট

  • বগা লেক – কেওক্রাডং – থাইক্যাং পাড়া – ( নতুন বোম পাড়া হয়ে ) দুলাচরণ পাড়া – হান্জরাই পাড়া – নিফিউ পাড়া – সামিট। প্রথম দিকের দলগুলো অবশ্য দুলাচরণ পাড়া থেকে শালুকিয়া পাড়া উঠে যেতো, এর পর নেফি্উ হয়ে সামিট। এখন আর শলুকিয়া খুব একটা যাওয়া হয় না।
  • বগা লেক – কেওক্রাডং – থাইক্যাং পাড়া না ঢুকে কবরস্হান থেকে ডানে মোড় নিয়ে তাম্ল পাড়ার নীচ দিয়ে রেমাক্রি খাল – নতুন বোম পাড়া -খাল ধরে দুলাচরণ পাড়া – এরপর নেফি্উ পাড়া – সামিট।
  • বর্ষাকালে খাল ধরে যাওয়া কঠিন বলে অনেক সময় থাইক্যাং পাড়া- তাম্ল পাড়া – হয়ে হান্জরাই পাড়া – নেফিউ – সামিট। ( তবে তাম্ল বা নতুন তাম্ল দিয়ে পথ অনেকটা ঘুর পথ, উঠা নামাও বেশী )
  • বগা লেক – কেওক্রাডং – বাকলাই – সিম্পাম্পি – ( তাজিংডং সামিট বাড়তি) তারপর রেমাক্রি খাল নেমে হান্জরাই – নেফিউ – সামিট ( ঘুরপথ, পানির সমস্যা আছে, তবে তাজিং ডং বোনাস )

রেমাক্রি থেকে সাকা হাফং যাওয়ার রুট

  • নাফাখুম – দুলা পাড়া – সাজাই পাড়া – নেফিউ পাড়া সামিট।
  • নাফাখুম – জিন্নাহ্ পাড়া – আমিয়াখুম – সাতভাইখুম হয়ে হান্জরাই পাড়া – সামিট
  • নাফাখুম – জিন্নাহ পাড়া – আমিয়াখুম – হয়ে সাজাই পাড়া – সামিট

কোথায় থাকবেন

বান্দরবানের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা আছে। ক্যাম্পিং করার ইচ্ছে থাকলে তাবু নিয়ে যেতে পারেন।

যেসব প্রয়োজনীয় বিষয় মাথায় রাখতে হবে

  • সাকাহাফং এর পথ বেশ দুর্গম তাই প্রস্তুতিও নিতে হবে সেভাবে। সবচেয়ে ভালো হবে যদি ট্রেকিং সু নিয়ে যান। আর ট্রেকিং জুতা সম্ভব না হলে ভালো গ্রিপের প্ল্যাস্টিকের জুতা নিতে পারেন।
  • প্রয়োজনীয় ওষুধ, মশা এবং পোকামাকরের হাত থেকে বাঁচার জন্যে ওডোমাস ক্রিম, ফাস্ট এইড, পযার্প্ত শুকনো খাবার, স্যালাইন এবং ট্রেকিংয়ে রান্না করতে চাইলে প্রয়োজনীয় উপকরণ নিজেদের সঙ্গে করে নিতে হবে।
  • কাঁধের জন্যে ভালো মানের ব্যাকপ্যাক ব্যবহার করবেন। আর ব্যাকপ্যাক কখনোই ভারী হওয়া যাবে না।
  • থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামুলক। যাওয়ার পথে থানচি ক্যাম্পে নিজেদের নাম-ঠিকানা অন্তর্ভুক্ত করে নিতে হবে।
Leave a Comment
Share