দার্জিলিং ভ্রমণ – আমার ট্যুরের খরচের আদ্যোপান্ত

দার্জিলিং এ যাওয়া -আসা, হোটেলে থাকা, ঘোরাঘুরি মিলিয়ে ৫ দিনের ট্যুরে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে মাত্র ৫৮৫০ (খাওয়া এবং ভিসা খরচ বাদ দিয়ে) টাকা আমার। প্রতি এক জনের খরচ এবং এটা শুধুমাত্র ঘোরার খরচ। ৪ জন গিয়েছিলাম আমরা।  গত বুধবার ( ১৭/০৮/২০১৬ ) বাংলাদেশের কুমিল্লা থেকে রওয়ানা দিয়ে দার্জিলিং ঘুরে গতকাল সোমবার ( ২২/০৮/১৬ ) আবার কুমিল্লা এসে পৌছালাম।

এখানে গাড়ি ভাড়া, দার্জিলিং এবং কালিম্পং ঘোরাঘুরি, হোটেলে থাকার খরচ নিয়ে আলোচনা করবো। ভিসা করা, খাওয়া খরচ ও শপিং খরচ নিজের উপর। মিনিমাম ৪ জন যাওয়ার চেষ্টা করবেন। ৬/৮/১০ জনের গ্রুপ করে গেলে খরচ আরো কমবে। খাওয়া খরচ বাংলাদেশের মতনই। অফ সিজনে গিয়েছিলাম আমরা। অন সিজনে খরচ আরো বাড়বে। কেউ যদি যেতে চান তাহলে অফ সিজনেই যান। অন সিজনে ২০-২৫% খরচ বাড়বে

ভিসাঃ ভিসা ফর্ম পূরণের সময় পোর্ট দিবেন চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি। মাল্টিপল ভিসা নিবেন যদি আরো একবার যান 🙂 মেয়াদ পাবেন ৬ মাস। ভিসা করাতে দালাল খরচ ২০০০ – ৩০০০ টাকা এবং ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা।

এখানে শুধু একজনের খরচের বিস্তারিত দেয়া হলোঃ ( প্রতি এক জনের খরচ, এটা শুধুমাত্র ঘোরার)

? ট্রাভেল ট্যাক্স – ৫০০ টাকা ( সোনালী ব্যাংক )
কুমিল্লা টু ঢাকা (গুলিস্তান থেকে )- ১৬০ + ২০ + ১৫ = ১৯৫ টাকা (বাই বাস)
? গুলিস্তান টু গাবতলী – ৩০ টাকা ( বিআরটিসি বাস )
? গাবতলী টু বুড়িমারি – ৪৮০ টাকা ( নাবিল পরিবহন – বাসের মূল ভাড়া ৬০০/৬৫০/৭০০ টাকা বাসভেদে, আমরা সহজ.কম এর মাধ্যমে আগে টিকেট কাটার ফলে কিছু টাকা ছাড় পেয়েছিলাম )
✄ বুড়িমারি বাংলাদেশ বর্ডার খরচ – ১৫০ টাকা
✄ চ্যাংড়াবান্ধা ইন্ডিয়ান বর্ডার খরচ – ১০০ টাকা

? ইন্ডিয়ান বর্ডারে এসে টাকা বা ডলার ঐ দিনের রেট অনুযায়ি রুপিতে পরিবর্তন করে নিবেন। আমরা ১০০ টাকায় ৮২ রুপি পেয়েছিলাম। বর্ডারে এসে আরো ২ জনের সাথে দেখা হল, তারা ও শিলিগুড়ি যাবে। ৬ জনে টেক্সি নিলাম।

? চ্যাংড়াবান্ধা টু শিলিগুড়ি – ১৫০ রুপি /১৮৩ টাকা ( টেক্সি করে গিয়েছিলাম, কেউ বাসে গেলে লাগবে ৬০ রুপি/ ৭৩ টাকা , তবে দেরি হবে অনেক)
শিলিগুড়ি টু দার্জিলিং – ২০০ রুপি / ২৪৪ টাকা ( জীপে গিয়েছিলাম আমরা, ৪ জনে জীপ নিছিলাম, পরে ড্রাইভার রাস্তায় আরো লোক উঠিয়েছিলো। আমরা যদিও কিছু বলি নাই কারন গাড়িতে জায়গা ছিল, কিন্তু এরকম হবে জানলে ১৫০ রুপি করে যেতে পারতাম।)
? হোটেল ভাড়া (দার্জিলিং) – ২৭৫ রুপি + ২৭৫ রুপি + ১৬৭ রুপি / টোটাল ৮৭৪ টাকা রুম ভাড়া (৪ জনে বড় রুম নিইয়েছিলাম ১১০০ রুপি দিয়ে – ২ রাত থেকেছি ওখানে, পরে আরো ২ জন বাংলাদেশি ভাই পাওয়াতে, আমরা ৬ জন অন্য আরেকটা হোটেলে চলে যাই। ওখানে রুম নেই ১০০০ রুপি দিয়ে। আসার আগের রাতে ওখানেই ছিলাম। ৩ রাতের হোটেল ভাড়া দিলাম ৮৭৪ টাকা। হোটেলের নাম – হোটেল সোনালি, হোটেল রওনক)
? দার্জিলিং টু কালিম্পং সাইট সিয়িং – ৬০০ রুপী/ ৭৩২ টাকা ( জীপ নিয়েছিলাম, ৪ জনে ২৪০০ রুপি দিয়ে সারাদিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছিলাম, এখানে খরচ আরো কমানো যেত, যদি লোক আরো বেশি থাকতাম)
? দার্জিলিং এর সাইট সিয়িং খরচ – ৩৩৫ রুপী / ৪০৬ টাকা ( ৬ জনে ২০০০ রুপি দিয়ে গাড়ি ভাড়া করেছিলাম, আমরা ৪ জন +২ বড় ভাই )

এবার ফেরার খরচ

? দার্জিলিং টু শিলিগুড়ি – ১৩০ রুপী / ১৫৮ টাকা (জীপে)
? শিলিগুড়ি টু চ্যাংড়াবান্ধা – ৩০০ রুপী / ৩৬৫ টাকা (ট্যাক্সিতে, ৪ জনে মিলে ১২০০ রুপি দিয়ে রিজার্ভ করছিলাম, এখানে খরচ কমানো যেত যদি লোক বেশি থাকতো। ১০০০ রুপি দিয়েও পারতাম, ক্লান্ত ছিলাম তাই আর তর্কাতর্কি বা আরো গাড়ি খোজাখুজি করিনি, রাজি হয়ে গিয়েছিলাম। কারন শিলিগুড়িতে অনেক গরম পড়েছিল)
✄ চ্যাংড়াবান্ধা ইন্ডিয়ান বর্ডার খরচ – ১০০ রুপী / ১২২ টাকা
✄ বুড়িমারি বাংলাদেশ বর্ডার খরচ – ২০০ টাকা ( এখানে ৫০ টাকা বেশি নিছে, এখানে যত তর্ক করবেন খরচ তত কমবে, আমাদের কারুরই তর্ক করার মুড ছিল না)
? বুড়িমারি টু গাবতলী, ঢাকা – ৬০০ টাকা (নাবিল পরিবহন)
? গাবতলী টু গুলিস্তান- ২৫ টাকা (ওয়েলকাম বাস)
? সায়েদাবাদ টু কুমিল্লা( আমার বাসা পর্যন্ত ) = ১৫০ + ২০ + ১৫ = ১৮৫ টাকা

নোটঃ দার্জিলিং এবং কালিম্পং এ সাইট সিয়িং এর সময় বিভিন্ন পার্ক এবং জাদুঘর এ ঢুকতে আমার ২৫০ রুপি বা ৩০০ টাকার মতন খরচ হয়েছে টোটাল প্রতি জনে। এটা আপনার উপর। ঢুকলে খরচ, নইলে নাই। খাওয়া দাওয়া বাইরে করছি। মুসলিম হোটেল আছে আবার ভেজিটেরিয়ান হোটেলও আছে। তবে ভাতের খরচ একটু বেশি। তবে খাওয়া নিয়ে কষ্ট নাই, সবই পাবেন। যে হোটেলে থাকবেন সেই হোটেলে খাবেন না, খরচ বেশি রাখবে, বাইরে খাবেন। আর খরচের কথা হোটেল মালিকের সাথে কথা বলে একবারে ভেংগে নিবেন। All india airtel সিম কিনবেন একটা। কিনে ৩৬ রুপি রিচার্জ করবেন। এটাকে পাওয়ার রিচার্জ বলে। করলে বাংলাদেশে মিনিটে ২ রুপি দিয়ে কথা বলতে পারবেন। নইলে মিনিটে ১২ রুপি কাটবে।

বাংলাদেশী টাকায় সর্বমোট খরচ = ৫৮৫০ টাকা (খাওয়া এবং ভিসা খরচ বাদে)

আসলে ঘুরতে গেলে খরচ অনেক। বাদ দিন। ঘুরতে গেলে এত চিন্তা করলে হয় না। বেরিয়ে পড়ুন। ১০ জন যান একসাথে। খরচ অনেক কমবে ইনশাআল্লাহ।

Leave a Comment
Share
ট্যাগঃ Darjeelingexpensetourtravel