ফুকেট

ব্যাংকক থেকে প্রায় ৮৬০ কিলো দূরে থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকুল দেশের বৃহত্তম দ্বীপ ফুকেট। পাতায়ার মতো ফুকেটেরও খ্যাতি এর অসামান্য সমুদ্র সৈকতের জন্য। কারন, কাটা কমলা পাতঙ্গ ইত্যাদি নামের পৃথিবী বিখ্যাত সমুদ্র সৈকতগুলি সবই ফুকেট দ্বীপে। পাতঙ্গ সমুদ্র সৈকতটি সবচেয়ে জনবহুল। হোটেল রেস্তোরাঁ ডিপার্টমেন্টাল স্টোর ট্র্যাভেল এজেন্টের অফিস পোশাক- আশাক আর হস্তশিল্পের দোকান ম্যাসাজ পার্লার ইত্যাদিতে। সারাক্ষন জমজমাট বিচ রোড।

ফুকেটে (Phuket) প্রথমদিন সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে কাটিয়ে দেওয়া ভালো। দ্বিতীয়দিন একটা সারাদিনের প্যাকেজ ট্যুর মোটর চালিত লংটেল বোট যাওয়া যায় ফা নং বে। আন্দামান সাগরের এই জায়গাই সমুদ্র। থেকে মাথা তুলেছে অনেক চুনাপাথরের পাহাড়। যেমন বৈচিত্রময় সেসব পাহাড়ের গড়ন তেমনই। হলিউডের সিনোমার শুটিং-এর দৌলতে একটি দ্বীপের নাম হয়ে গিয়েছে জেমস বন্ড আইল্যান্ড। সেই দ্বীপ সফরও এই প্যাকেজ ট্যুারের অন্তর্গত।

লাঞ্চসহ একদিনের এই ট্যুরের খরচ মোটামুটি দুই হাজার বাট। তৃতীয় দিন যেতে হবে ফিফি ডন আর ফিফি লে এই দুটি দ্বীপ নিয়ে ফিফি আইল্যান্ডে। আন্দামান সাগরের মধ্যে ফিফি ডন আর ফিফি লে এই দুটি দ্বীপ নিয়ে ফিফি আইল্যান্ড সবুজ রঙের সমুদ্রর মাঝে পাহাড় জঙ্গল ভরা ছোট ছোট নির্জন দ্বীপ তার বেলাভুমি। আর মাথার ওপার ঝকঝকে নীল আকাশ পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। ফিফি ডনে আছে হোটেল রিসর্ট বাজার রেস্তোরাঁ জনবতি সব ফিফি লে কিন্তু জনবসতিবিহীন আরও খাড়া কিছু উঁচু-নিচু পাহাড়ের সমষ্টি।

তার আনাচে কানাচে লুকিয়ে আছে কয়েকটা ছোট-বড় অপূর্ব সমুদ্র সৈকত কিছু গা ছমছমে গুহা ইত্যাদি করার সুবিধা। যদিও একদিনের প্যাকেজ ট্যুর ঘুরে নেওয়া যায় তবু ফিফি আইল্যান্ডের প্রকৃতিকে বুঝতে হলে অন্তত এক-দু রাত ফিফি ডন-এ কাটাতে হবে সেভাবেই ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলে নেওয়া উচিত বুফে লাঞ্চ সহ একদিনের প্যাকেজ ট্যুরের খরচ প্রায় বাইশ শত বাট। ফিফি ডনে থাকার জন্য নানা বাজেটের হোটেল আছে। বাজেট হোটেল ফিফি কাসিতার শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল বেডের ভাড়া আঠারশো বাটের মতো।

ফুকেট এর খাও ল্যাক ঘুরে আসতে পারেন একবার। এখানকার বীচগুলি সুদূরবিস্তৃত, সুন্দর এবং পেছনে গাছগাছালিতে ভরা পাহাড়ের রয়েছে – সব মিলিয়ে বেশ আদুরে পরিবেশ। পাথুরে জায়গা, দ্বীপ এবং ঝাঙ্ঘালের ভেতর জলপ্রপাতগুলি অসাধারণ। বিশ্বের বৃহত্তম একক ফুল রাফ্লেসিয়া দেখতে পাবেন খাও ল্যাক থেকে কয়েক কিলোমিটার দূরে খাও সক ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কটিতে বেশ কম খরচেই আপনি এই রেইন ফরেস্টের ভেতর গেস্টহাউসে রাত কাটাতে পারবেন। খাও ল্যাক থেকে খাও সক পর্যন্ত যাওয়ার রাস্তাটিও ভীষণ সুন্দর।

কিভাবে যাবেন

ব্যাংকক থেকে ট্রেনে, বাসে বা বিমানে ফুকেট পোঁছনো যায়। বাসে গেলে ১২ ঘন্টা আর ট্রেনে গেলে ১৪ ঘন্টা।

কোথায় থাকবেন

নির্জনতা পছন্দ করলে অন্যান্য সমুদ্র সৈকতগুলির কাছাকাছি থাকা ভালো। সাফারি বিচ হোটেল এর ডাবল বেডের ভাড়া ২৮,০০ বাত থেকে শুরু, ওয়েবসাট পাটং প্রিমিয়ার হোটেল এর ডাবল বেডের ভাড়া ১৪,০০ বাত থেকে শুরু।

Leave a Comment
Share
ট্যাগঃ beachislandphuketthailand