কাগে

কাগে (Kagay) কালিম্পং জেলার কাগে খসমহলের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম। কালিম্পং শহর থেকে কাগের দুরত্ত প্রায় ২৬ কিলোমিটার এবং শিলিগুড়ি ও এনজেপি থেকে এর দূরত্ব প্রায় ৯৩ কিলোমিটার। এই কাগে জায়গাটির মূল আকর্ষণ হলো এখানকার হোমস্টের অবস্থান। পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত এই হোমস্টে থেকে দারুন সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত এবং মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন। এমনকি আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টের ভিউ পয়েন্ট থেকে দূরে সিকিম এর রেহনক ও ঋষি শহরও দেখতে পাবেন। যারা শান্ত নিরিবিলি পাহাড়ী গ্রামে বসে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চান তারা অবশ্যই কাগেতে আসতে পারেন। শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউই নয়, সাথে পেয়ে যাবেন পাহাড়ী উপত্যকার দারুন সব ভিউ।

এখান থেকে ঘুরে নেয়া যায় লাভা, লোলেগাঁও, কোলাখামরিশপ, সিলেরি গাঁও, পেডং ও ঋষিখোলা। আর একটু দূরে গেলেই ডুয়ার্স। ট্রেকিংয়ের জন্য বিশেষ আকর্ষণীয় কাগে। নেচার স্টাডির জন্যও বটে। প্রচুর বিরল জাতের গাছগাছালি রয়েছে জঙ্গলে। আর আছে পাখি ও প্রজাপতি, বন্যজন্তুর মধ্যে লেপার্ড।

কাগে ভ্রমণের সেরা সময়

পরিষ্কার আকাশ ও কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য অক্টোবর থেকে মার্চ এই সময় পর্যন্ত কাগে ভ্রমণের সেরা সময়। তবে গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হয়ে একটু খানি প্রশান্তির খোঁজে ঘর থেকে বের হলে চোখ বন্ধ করে কাগে চলে যেতে পারেন।

কাগে যাওয়ার উপায়

নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগড়া এয়ারপোর্ট, শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতে চেপে যেতে পারবেন। তেনজিং নোরগে থেকে বাসও পাবেন। কালিম্পং থেকে পেডং হয়ে কাগে। সরাসরি গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, সেই অপশন তো সব সময়ের জন্যেই খোলা রয়েছে। তাতে খরচ একটু বেশি পড়ে, এই আরকি।

এছাড়া কাগে যাওয়ার জন্য সব থেকে কাছের রেলস্টেশন হল নিউ মাল জংশন। এখান থেকে কাগের দুরত্ত হল প্রায় ৮০ কিমি। এই নিউ মাল জংশন থেকে সরসরি গাড়ি ভাড়া করে কাগে যাওয়া যাবে।

হোমস্টে এর সাথে কথা বলে নিবেন, তাহলে তাঁরা কালিম্পং থেকে পিকআপের ব্যবস্থা করবেন। এছাড়া ট্রেকিং, লোকাল সাইট সিয়িংয়ের জন্য গ্রামে গাইড পাওয়া যায়।

কোথায় থাকবেন

কাগেতে থাকার জন্য ভালো হোমস্টে হল হানিকম্ব হোমস্টে। পাহাড়ের একটি চূড়া জুড়ে এই হোমস্টেটি অবস্থিত যার চারিদিক সবুজ জঙ্গলে ঘেরা। হোমস্টের প্রতিটি রুম থেকে কাঞ্চনজঙ্ঘার দারুন ভিউ পাওয়া যায়। হোমস্টে এর খরচ প্রায় ১২০০ রুপী প্রতিজন থাকা-খাওয়া মিলিয়ে।

Kagey Honeycomb Homestay – 9002774685

Leave a Comment
Share