কন্যাম

পূর্ব নেপালের সূর্যদয়া পৌরসভার অন্তর্গত ইলম/এলাম জেলার ছােট্ট পাহাড়ি শহর হল কন্যাম। হিমালয়ের সুন্দরী তন্বী যেন কন্যাম (Kanyam) যেখানে রয়েছে চা-বাগিচার অপরূপ সৌন্দর্য। হিমশীতল ঠান্ডায় প্রকৃতির খুব কাছাকাছি কয়েকটা দিন কাটানোর জন্যে কন্যামের রিপ্লেসমেন্ট খুব কমই রয়েছে। ময়ূরের নীল সবুজ ডানার মতাে প্রাকৃতিক সৌন্দর্যে কুঁদ হয়ে যান কয়েক দিন। এখানে পর্যটকদের দেখার জন্য অপেক্ষাতে রয়েছে কন্যাম টি গার্ডেনের মনােলােভা সৌন্দর্য। রােডওয়ে থেকে পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে মনােলােভা চা-বাগিচা। কন্যাম চা-বাগান এবং পিকনিক স্পটের জন্য খ্যাতি অর্জন করেছে।

প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট কন্যামে হাজির হন এর মনোলোভা সৌন্দর্য্য উপভোগ করার জন্যে। কন্যামে প্রকৃতির রূপলাবণ্যে যেন কোনও জীবন রসিক ক্ষণিকের শান্তি পেতে পারে। ট্যুরিস্টরা প্রতি বছর কন্যামের চিলিং ক্লাইমেট এবং হেভেনলি টি গার্ডেনের মাধুর্য অবলােকন করতে দলে দলে ছুটে আসে। শীতকালে কনকনে ঠান্ডা হলেও গ্রীষ্ম ঋতুতে শীত শীত ভাব থাকে। নির্জন শ্যামলিমায় কাপলদের সেরা ডেস্টিনেশন হল কন্যাম। সমৃদ্ধ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য কন্যামের আকর্ষণের চাবিকাঠি। এখানে যেমন রয়েছ হর্স রাইডিং অ্যাডভেঞ্চারের সুযােগ, তেমনই আঞ্চলিক নেপালি পােশাক পরে ছবি তুলতে পারেন মন ভরে। বিবশ পতঙ্গের ডানায় এখানে থমকে যায় সময়। প্রেমিকার শীতল হাতের স্পর্শের মতাে মেঘ ছুঁয়ে যাবে আপনাকে।

কন্যাম থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে ছিমছাম জেলা শহর ইলাম। ইলামকে (Ilam) কেন্দ্র করেও বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। যেমন প্রাচীন চা-বাগান লাভধারা টি গার্ডেন। স্থানীয় বাসিন্দারা এটিকে লাভার্স পয়েন্টও বলে। সত্যি, এ যেন ভালােবাসার স্বর্গ। এছাড়া ইলামকে কেন্দ্র করে রয়েছ মাইপুখুরি লেক, জোড়পুখুরি লেক এবং দুর্লভ ঝাউগাছের সারি। কন্যাম থেকে সংগ্রহ করতে পারেন অরগ্যানিক তাজা শাকসবজি এবং কন্যাম বাগানের সতেজ চা পাতা। ঘরের কাছে পূর্ব নেপালের ছােট্ট পাহাড়ি স্টেশন কন্যাম ঘােরার প্ল্যান করতে পারেন সহজেই।

কিভাবে যাবেন

ট্রেনে বা ফ্লাইটে এনজেপি স্টেশন। সেখান থেকে গাড়িতে পানিট্যাঙ্কি হয়ে নেপালের কন্যাম। দুরত্ব ৮৬ কিমি। শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি ভায়া হয়ে যেতে গেলে দূরত্ব প্রায় ৭২ কিমি। সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়াও মিরিক থেকে কন্যামের দূরত্ব ৩২ কিমি। সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট। থাকবার জন্য রয়েছে প্রচুর হােটেল। একদিন ঘুরে শিলিগুড়ি ফিরে আসা যায় সন্ধ্যায়।

Leave a Comment
Share
ট্যাগঃ kanyamnepal