পেডং

পেডং (Pedong), পশ্চিমবঙ্গের মাথার কাছে ৪০৮০ ফুট উচ্চতায় এক ছোট্ট জনপদ। কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। নগরের কোলাহল থেকে দূরে নিরিবিলি ছুটি কাটানোর আদর্শ জায়গা পেডং। ওক, পাইন, বার্চ গাছের ঘন ছায়ায় শুধুই স্নিগ্ধতা। সুদীর্ঘ পাহাড়ি গাছের কোলে রয়েছে পেডং এর ক্রস হিল। এখান থেকে দেখে নিন কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, পান্ডিম। পাহাড়ের খাঁজ দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে তিস্তা। চারদিকে চা বাগানের শান্ত বিস্তার।

পেডং এর অবশ্য দ্রষ্টব্য এর তালিকায় রয়েছে রিমিতে ভিউ পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, ফরাসিদের গড়া সেক্রেট হার্ট গির্জা, দামাসং ফোর্ট (১৮৬৪ খ্রিস্টাব্দে অংলো ভুটানিজ যুদ্ধের দামসং ফোর্ট ধ্বংস হয়ে যায়) এবং সাংচেন দোরজি গুম্ফা (Sangchen Dorjee Gompa) যেটি ১৭০৬ সালে তৈরি। গুম্ফার ভেতরে দেওয়ালে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের চিত্র অসাধারণ। প্রতিবছর গুম্ফা চত্বরে গুম্ফা চত্বরে মুখোশ নৃত্য ‘ছাম’ অনুষ্ঠিত হয়।

এই গুমফা ভুটানের ধর্মরাজ সবড্রাং রিম্পছের কর্মক্ষেত্র ছিল। বছর কয়েক আগে তার মৃত্যুর পর তাকে সমাধিস্থ করে সেখানে “চোতেন্” গড়া হয়।ভুটানি এবং বৌদ্ধ ধর্ম ড্রুকপা খারগু সম্প্রদায়ের কাছে এই গুম্ফা গুরুত্ব অপরিসীম। পেডং থেকেই বেরিয়ে নিতে পারেন কার্শিয়াং, দলাপ, কাগে, আপার লোয়ার মঞ্জু সহ আরও কয়েকটি স্পট।

কিভাবে যাবেন

পেডং যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি। হাওড়া ও শিয়ালদহ থেকে এনজেপি যায় অনেক ট্রেন। নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে শেয়ার জিপে বা গাড়িতে আপনাকে পৌঁছতে হবে কালিম্পং। সেখান থেকে ২২ কিলোমিটার দূরে ছবির মতো জায়গা পেডং।

কোথায় থাকবেন

পেডংয়ে থাকার জায়গার অভাব নেই। রয়েছে

  • জেলেপ লা ভিলেজ রিসোর্ট (৯৯৩২৭৪৪৪০৩),
  • দামসাং গেস্ট হাউস (০৩৫৫২-২৮১২১২),
  • নীল পাহাড়ি (০৩৫৫২-২৮০৩০৮),
  • ইয়োস কিচেন অ্যান্ড হোমস্টে (৯৯৩২২৬৮৫৭২)
  • রাই নিবাস (৯০০২৫০৩২০০৩)
  • দাদুল গেস্ট হাউস (৮০১৬১-৮৮৫৫৮) ইত্যাদি।
Leave a Comment
Share