লাভা

কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা লাভা (Lava) গ্রামটি কালিম্পং থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০১৬ ফিট উচ্চতায় অবস্থিত। ভূটানের সঙ্গে বাণিজ্যের পুরনো পথের মধ্যে অবস্থিত গ্রামটি রয়েছে ২৩৫০ মিটার উচ্চতায়। এখানে একটি বৌদ্ধ মন্দির ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্য বিখ্যাত লাভা, নেওরাভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনাবিন্দুও। শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও লাভা যাওয়া যায়। উন্নত ও সুব্যাপ্ত কাঞ্চনজঙ্ঘার রুপোলি মুকুট লাভার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। মূল শহর ছাড়িয়ে জঙ্গলের নিরিবিলি পথে ঘুরে বেড়ালেও মন তরতাজা জয়ে উঠবে।

লাভার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে মনেস্ট্রী, নেওরা ভ্যালী, চ্যাঙ্গী ঝর্না ইত্যাদি। এছাড়া লাভার খুব কাছেই লোলেগাও হওয়ার কারনে খুব সহজেই ওখানকার দর্শনীয়স্থানগুলো দেখে আসতে পারবেন।

কখন যাবেন

আসলে বর্ষার সময়টা ছাড়া যেকোন সময় লাভা ভ্রমণ করা যায়। জুন থেকে সেপ্টেম্বর, এই চারটি বর্ষা মাস এড়িয়ে চলাটা বুদ্ধিমানের কাজ।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাসে শিলিগুড়ি। কলকাতা থেকে বাসে কিংবা ট্রেনে এনজেপি অথবা বিমানে বাগডোগরা পৌঁছে গাড়ি নিয়ে লাভা। শিলিগুড়ি এর জনসন টার্মিনাল থেকে জিপে করে যেতে হবে কালিম্পঙ। ভাড়া একশ বিশ রুপি। রিজার্ভ  জিপ ২৫০০ রুপিতে পাওয়া যাবে। কালিম্পং থেকে লাভা জীপে কিংবা বাসে যেতে পারবেন। অথবা শিলিগুড়ি থেকে সরাসরি জীপে করে লাভা যাওয়া যায়।

এছাড়া বুড়িমারী বর্ডার থেকে সরাসরি জীপ নিয়ে চলে যেতে পারেন লাভা কিংবা নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন কিংবা মালবাজার থেকে জীপ নিয়ে লাভা চলে যাওয়া যায়।

কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে নিউ মাল জাংশন নেমে ওখান থেকে জীপে করে লাভা যেতে পারবেন।

কোথায় থাকবেন

থাকার জন্য লাভায় আছে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাংলো সহ নানা বেসরকারি হোটেল।

লাভা বাজারে গ্রীন প্যালেস (Hotel Green Palace) হতে পারে আপনার থাকার জন্যে আদর্শ একটি স্থান। ডাবল বেড ১৪৫০ রুপী, ফোর বেডের রুম ১৬৫০ রুপী। যোগাযোগঃ (+91) 973 306 8292

লাভা বাজারে অবস্থিত লাভা ভিউ পয়েন্ট (Lava View Point) হোটেলে আছে ডিলাক্স রুম এবং ফোর বেডের রুম। ডিলাক্স রুমের ভাড়া পড়বে ১৫০০ রুপির মতো এবং ফোর বেডের রুমের ভাড়া পড়বে ১৮০০ রুপীর মতো। যোগাযোগঃ +91 9163596075 / 9874520005

হোটেল অর্কিড (Hotel Orchid) এ আছে ১২০০-২২০০ রুপী পর্যন্ত রুম। এছাড়া ৭ বেডের রুমের ভাড়া পড়বে ৩৫০০ রুপী। যোগাযোগঃ (033)3023 0400 | 98302 52843

এ ছাড়াও লাভাতে প্রচুর হোটেল রয়েছে।

Leave a Comment
Share
ট্যাগঃ indialavawest bengal