রিশপ ভ্রমণ গাইড

রিশপ (Rishop) ঘুরতে গিয়ে ভালো লাগেনি এরকম লোকের সংখ্যা বিরল। রিশপ হলো হিমালয় এর বুকে 8500 ফুট উচ্চতায় একটি ছোটো গ্রাম। রিশপ যারা গেছেন তারা জানেন ওখানে পাহাড়ের মাঝে মেঘের সাথে লুকোচুরি নাম না জানা রং বেরংয়ের ফুলের সম্ভার আর কাঞ্চনজঙ্ঘা সহ নাথুলা রেঞ্জ ছুটির দিন গুলোকে এক নতুন রঙে রাঙিয়ে তোলে। শীতকালে এখানে মাঝে মাঝে তুষারপাত হয়। রিশপ কথাটার মানে নাকি “পাহাড়ের মাথায় একলা গাছে”। এটা কোথাও একটা পড়েছিলাম।

যে কোনো অফবিট জায়গাই পরিচিতি পেতে আরম্ভ করলে মানুষ আর হোটেলের ভিড়ে আস্তে আস্তে তার প্রাকৃতিক সৌন্দর্য হারাতে আরম্ভ করে। রিশপ সেদিক থেকেও এখনও অবধি ব্যতিক্রম। হোম স্টে অনেক থাকলেও রাস্তায় টুরিস্ট এর গিজগিজে ভিড় নেই। নেই রাস্তার ধারে মোমো বা চা এর দোকানও।

রিশপ যাওয়ার উপায়

নিউ জলপাইগুড়ি থেকে রিশপ যদি কালিম্পং হয়ে যান ১১০ কিলোমিটার আর যদি গরুবাথান হয়ে যান তাহলে ১২০ কিমি। তবে গরুবাথান এর রাস্তাটা বেশ ভালো। সেবক এ তিস্তার ধারে দাড়িয়ে এক কাপ চা এর পর করোনেশন ব্রিজ ক্রস করে বড়ো বড়ো গাছের মাঝখান দিয়ে রাস্তা টাই পরের কয়েকদিনের ছুটির আমেজ টা তৈরি করে দেয়। এছাড়াও আপনি শেয়ার গাড়ি করে কালিম্পং গিয়ে সেখান থেকে লাভার শেয়ার গাড়ি ধরতে পারেন অথবা কালিম্পং থেকে রিশপ এর গাড়ি বুক করতে পারেন। রিশপ এর সবথেকে কাছের রেল স্টেশন কিন্তু নিউ মাল জাংশন। এখান থেকে দূরত্বও কম, গাড়ি ভাড়াও কম লাগবে। রাস্তা ঐ গরুবাথান হয়েই। কোভিড পরবর্তী কালে গাড়িতে সর্বাধিক লোক সংখ্যার লিমিট সরকার ঠিক করে দিচ্ছে বিভিন্ন জায়গাতে। আগে থেকে সেগুলো জেনে নিতে হবে রাস্তায় বেরিয়ে অসুবিধের হাত থেকে বাঁচার জন্য।

রিশপ কিভাবে ঘুরবেন

রিশপ থেকে আপনি গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারেন লাভা, লোলেগাও, ঝান্ডি বা কোলাখাম। কোলাখাম এর একটু আগেই দেখে নিতে পারেন ছাঙ্গে ফলস। দারুন সুন্দর। যারা ছোটখাটো একটু ট্রেক মতন করতে চান, তারা টিফিনদাঁড়া ঘুরে আসতেই পারেন, মাত্র দেড় কিলোমিটার মতো সুন্দর রাস্তা ।টিফিনদাঁড়া থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দুটোই দেখার মতো। সান্দাকফুর পরে সব থেকে উঁচু ভিউ পয়েন্ট বলে থাকে এটাকে। চাইলে দুদিন হোম স্টেতেই কাটিয়ে দিতে পারেন দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা কে সাথে নিয়ে, পাখীর কলতান শুনে কিমবা পাইনের ফাঁকে ফাঁকে পায়ে পায়ে ঘুরে ফেলতে পারেন এই ছোট্ট গ্রাম টা কে আপনার ক্যামেরা কে সাথী করে। হোম স্টে থেকে গাড়িতে ঘোরানোর বন্দোবস্তও আছে।

কোথায় থাকবেন

রিশপের বেশিরভাগ হোম স্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ,অবশ্যই তিনি যদি দেখা দেন। না দেখতে পেলেও পাহাড়ের শোভা তো আছেই, আছে হরেক রকম জানা, না জানা ফুলের সম্ভার। হোম স্টে তে থাকা খাওয়ার খরচ ৮০০-১৫০০ টাকা জনপ্রতি প্রতিদিন।

হোম স্টে তে খাবার এ রেস্টুরেন্ট এর বিভিন্ন পদের বাহুল্য থাকবে না তবে সব খাবারই গরম আর ডিম বা চিকেনের ঝোলের সাথে কিছু অর্গানিক পদ্ধতিতে তৈরি লোকাল শাক সবজি র টেস্ট আপনাকে অন্য রকম ভালোলাগা দেবে। তবে সত্যি কথা, রিশপে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মোহিত করে রাখবে যে খাবারের বাহুল্য তা র কথা আপনার মাথাতেও আসবে না।

এবার তবে এখান থেকেই হোক হিমালয় দর্শন। মনে রাখার মতো স্মৃতি নিয়ে ফিরতে পারবেন। আর একটা জরুরি কথা, রিসর্ট অবধি গাড়ি চলে আসবে।

Leave a Comment
Share
ট্যাগঃ rishop