তুলিয়ান লেক ট্রেক

তুলিয়ান লেক (Tulian Lake) ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের কাছে অবস্থিত একটি লেক যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৮৪ মিটার উপরে অবস্থিত। পেহেলগাম থেকে ১৬ কিমি এবং বাইসারন থেকে ১১ কিমি দূরে এর অবস্থান। ১ দিনের ট্রেকিং এ গেলে আপনাকে ঘোড়া ভাড়া নিতে হবে। যেখানে আপনার নিজের প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা হাটতে হবে বাকি পথ ঘোড়ায়।

সব মিলিয়ে ৯-১০ ঘন্টা লেগে যাবে ট্রেক সম্পূর্ণ করতে। চাইলে ঘোড়া ছাড়াই পায়ে হেঁটে এই ট্রেকে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে ২/৩ দিন লেগে যাবে। আমি একা ছিলাম তাই ঘোড়া নিয়ে গিয়েছিলাম।

আমি আমার লাইফে কখনোই ভাবি নাই এমন কিছু আমার জন্যে অপেক্ষা করছে। কাশ্মীর আসার আগেও আমার এই লেক সম্পর্কে তিল পরিমাণ ধারণা ছিল না। এমনকি পেহেলগাম আসার আগে পর্যন্তও না। এখানে আসার পরই জানতে পারলাম তুলিয়ান লেক সম্পর্কে। তারপর শুরু হয়ে গেল আমার গুগল সার্চ। গুগলে ছবি দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। এদিক সেদিক চিন্তা না করেই ঘোড়া ভাড়া করে নিলাম। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর যখন দেখলাম ৩৬৮৪ মিটার উচ্চতা তখন আমার মাথায় হাত।

আমি নিজের দেশের সাধারণ ২০০০-২৫০০ ফুটের ট্রেকিং এই যাই নাই। আর এখন আমাকে ৩৬৮৪ মিটার যেতে হবে। তবে লেকের ছবি দেখতে দেখতে ঐসব মাথায় কিছুই রইল না। সকাল ৮টায় ঘুম থেকে উঠে চলে গেলেম ঘোড়ার পিকআপ পয়েন্টে, শুরু হরে গেল যাত্রা।

সোনমার্গ আর গুলমার্গ এ ঘোড়ায় চড়ার কারণে প্রথম ১ ঘন্টা কোন সমস্যায় হয় নি, তবে কোমর আর ব্যাক সাইটের অবস্থা ছিল করুন। কিন্তু তারপর শুরু হল আসল পরিক্ষা। খাড়া পাহাড়ের শুরু, ঘোড়া তার দক্ষতার সাথে উপরে নিয়ে চলছে কিন্তু কিছুদূরে যাবার পর ঘোড়াওয়ালা জানালো নামতে হবে, হেটে যেতে হবে। নেমে হাটা শুরু করলাম কিন্তু উচু পাহাড়ে ১০মিনিট হাটার পর বুঝতে পারলাম ট্রেকিং আসলে যতটা সহজ ভেবেছিলাম তার উল্টো ছিল।

যাইহোক প্রায় ১ঘন্টা উপরে উঠার পর আবার ঘোড়ার উপর উঠতে পারলাম। কিছুদূর যাবার পর সমতলের দেখা। সেখানে এক পরিবারের দেখা মিলল। কাশ্মীরি চায়ের জন্যে অনুরোধ জানালো আর আমাদের একটু বিশ্রামের দরকার ছিল তাই সেই সুযোগে খেয়ে নিলাম নুনওয়ালা কাশ্মীরি চা।

আবার ৩০ মিনিট যাবার পর জানানো হল আর ঘোড়ায় যাওয়া যাবে না। হেটেই যেতে হবে। আমার তো পাথরওয়ালা খাড়া পাহাড় দেখে মাথা নষ্ট হবার উপদ্রব।

এতো দূর চলে আসছি এক দেড় কিমি রাস্তার জন্যে ফিরে যাবার পাত্র তো আমি না। ধীরে ধীরে ঘোড়াওয়ালাকে ফলো করতে করতে উঠতে লাগলাম। নিচে থেকে দেখে মনে হচ্ছিল এই যে ১০-১৫মিনিট এর পথ, কিন্তু আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গিয়েছিল। আর পথে মনে হয় ১০-১৫ বার বসে পড়েছিলাম। কিন্তু এই লেকের দেখা যখন পেলাম সব ভুলে গেলাম।

এক কথায় স্বর্গ

ভ্রমণ সময়কালঃ ২১ সেপ্টেম্বর, ২০১৮
Leave a Comment
Share
ট্যাগঃ pahalgamTrekkingTulian Lake