অল্প খরচে ফুল সিজনে কক্সবাজার ভ্রমন এর বিস্তারিত

ঘোরাঘুরি আমার নেশা, ইনশাআল্লাহ চেষ্টা করি ঘুরে এসে সবার সাথে ভ্রমন কাহিনী গুলো শেয়ার করতে যেন এর মাধ্যমে সবাই উপকৃত হয়। আজ আপনাদের আমার এই ঈদের ছুটিতে পরিবার (আমি, আমার স্ত্রী ও ছেলেকে) নিয়ে কক্সবাজার ভ্রমন ৩ রাত ২ দিন এর ট্যুর এর বিস্তারিত শেয়ার করবো। কোথায় কেমন খরচ হলো সব সহ ইনশাআল্লাহ আমার এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা যারা কাপল ঘুরে আসতে চান অথবা বন্ধুরা মিলেও যেতে চান কেমন খরচ পড়বে তার বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।

সুগন্ধা বীচ

ভ্রমণকাল – এপ্রিল ২০২৪

আমরা ঢাকা থেকে যাএা শুরু করি ১৬ এপ্রিল রাতের ট্রেনে। সকালে হোটেলে পৌঁছে সুগন্ধা সমুদ্র সৈকতে কিছু সময় কাটিয়ে হোটেলে ফিরি। ওই দিন আমরা লাবনী সমুদ্র সৈকত, সুগন্ধা সমুদ্র সৈকতে সারাদিন ঘুরে সময় কাটাই।

২য় দিন সকালে আমরা কলাতলী সমুদ্র সৈকত ও হিমছড়ি ঘুরতে যাই। বিকেলে হিমছড়ি ঘুরে রাতের বাসে ঢাকার পথে রওনা হই। পরদিন ১৯ এপ্রিল সকাল ৭ টায় ঢাকা পৌঁছাই আমরা।

লাবনী বীচে আমি

কক্সবাজার ভ্রমণের খরচ এর বিস্তারিত

  • যাওয়া আসা ট্রেন এর টিকেট (শোভন চেয়ার সীট) এর খরচ জনপ্রতি ৭০৫ টাকা।
  • আসার বাস ভাড়া (ইউনিক পরিবহন নন এসি বাস) ১০০০ টাকা জনপ্রতি
  • রিসোর্ট এর রুম ভাড়া জনপ্রতি ৭৫০ টাকা (নন এসি কাপল রুম ১৫০০ টাকা), এই রিসোর্ট এ কাপল এসি রুম ভাড়া ২০০০ থেকে ২৫০০ ও ৩ বেড এর রুম ৯ জন থাকা যায় ভাড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকা। যেই রিসোর্ট এ থেকে ছিলাম Farcem inn and suites
  • ২ দিন এর ৬ বেলা খাবার জনপ্রতি খরচ ৯০০ টাকা।
  • হিমছড়ি যাওয়ার অটো ভাড়া যাওয়া আসা লোকাল অটোতে জনপ্রতি (৫০+৫০)=১০০ টাকা।
  • হিমছড়ি প্রবেশ টিকেট ৪০ টাকা।
  • এছাড়াও আমাদের কিছু যাতায়তের জন্যে লোকাল অটো ভাড়া খরচ হয় জনপ্রতি ২০০ টাকা।

জনপ্রতি মোট খরচ ৩৬৯৫ টাকা, ২ জন এর মোট খরচ ৭৩৯০ টাকা। আর যারা অফ সিজনে যাবেন হোটেল এর রুম সহ সব কিছু আরও কম দামে পাবেন ইনশাআল্লাহ।

Leave a Comment
Share
ট্যাগঃ Cox's Bazar