মাত্র ৯০০ টাকায় ঘুড়ে আসুন খৈয়াছড়া ঝর্ণা থেকে

খৈয়াছড়া ঝর্ণা

ঢাকার কমলাপুর / টিটিপাড়া থেকে ফেনী যাবার লাষ্ট বাসটা ধরবেন (স্টার লাইনের বাস হলে ভালো)। ১১:৪০ এ ছাড়ে। ভাড়া নিবে ২৭০ টাকা। ফেনীর মহীপালে আপনাকে ৪:৩০-৫ টায় নামায় দিবে। ওখনানে নেমে নাস্তা করুন (৫০ টাকা)। নাস্তা করে কিছুক্ষন ঘুরে দেখেন আশপাশ। ৬:০০-৬:২০ এর মধ্যে বাড়টাকিয়া যাবার লোকাল বাস পেয়ে যাবেন। ভাড়া ৫০ টাকা। ৭:৩০ এ বাড়টাকিয়া চলে যাবেন। ওখানে নেমে মেইনরোড ধরে ব্যাকওয়ার্ড এ ৫ মিনিট হাটলে খৈয়াছড়া যাবার রাস্তা পাবেন। ওখানে সিএনজি দাঁড়িয়ে থাকে। প্রতি জন ৩০ টাকায় আপনাকে খৈয়াছড়ার ঝিরিপথের মুখে নামিয়ে দেবে। নেমে ৪০ মিনিট হাটলে ৯ টার আগেই খৈয়াছড়ার প্রথম ধাপে পৌছে যাবেন। প্রথম ধাপ দেখে গোছল করে শেষ ধাপ পর্যন্ত হেসে খেলে সময় নিয়ে ঘুরে সিএনজি পার্কিং আসতে আপনাত সর্বচ্চো ১ টা বাজবে। সিএনজিতে ৩০ টাকায় বড়টাকিয়া চলে আসেন। ওখান থেকে ৫ টাকায় লেগুনাতে করে মিরসরাই চলে আসেন। মিরসরাই নেমে দুপুরের খাবার খেয়ে নিন (১০০ টাকা)। মিরসারাই থেকে হানিফ, ইউনিক, সোউদিয়া, শ্যামলী সব বাসের টিকেট পাবেন। ভাড়া ৩৫০ টাকা। ২:৫০ টার টিকেট করলে ৭ টার মধ্যে ঢাকায় থাকবেন আশা করি।

খরচঃ ২৭০+৫০+৫০+৩০+৩০+৫+১০০+৩৫০=৮৮৫ টাকা।

বি: দ্র: খাওয়ার খরচ আপনার নিজের উপর ডিপেন্ড করে। আর পাহাড়ে উঠার সময় রাস্তা অনেক পিচ্ছিল থাকে। ট্রেক স্যান্ডেল পরে যাওয়া ভালো।

Leave a Comment
Share