মার্দি হিমাল ট্রেক, নেপাল , নভেম্বর ২০১৯

নেপালের অন্যান্য পপুলার ট্রেক গুলোর তুলনায় খানিক অনামি, মার্দি হিমাল ট্রেক। অন্নপূর্ণা কনসারভেসন এরিয়ার অন্তর্গত এই Mardi Himal Trek টির অন্যতম আকর্ষণ মাউন্ট ফিশটেল (মোচ্চপুছড়ে), অন্নপূর্ণা সাউথ রেঞ্জ।

পোখরা থেকে বাসে/গাড়িতে কানডে পৌঁছে হাঁটা পথ শুরু হল আমাদের। অস্ট্রেলিয়ান ক্যাম্পে পারমিট চেক করিয়ে পোথানা হয়ে প্রথম দিনের আস্তানা হলো ২১০০ মিটার উচ্চতায় অবস্থিত পিতাম দেউড়ালী। আসার পথে পোথানা থেকে বাদিকে রাস্তা চলে গেছে টোলকা-লান্দ্রুক হয়ে এ.বি.সি এর দিকে, আমরা এলাম ডানদিক হয়ে দেউড়ালি।

রেস্ট ক্যাম্প থেকে বাদলডান্ডা পৌঁছানোর শ্যাওলা মাখা সবুজে রাস্তা..

সকালে ব্রেকফাস্ট করে পরের দিনের উদ্দেশ্য ফরেস্ট ক্যাম্প হয়ে ২৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত রেস্ট ক্যাম্প। মেঘ-কুয়াশার খেলাকে সঙ্গী করে, আপাদমস্তক শ্যাওলা মাখা , ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে দুপুর দুপুর পৌছালাম রেস্ট ক্যাম্প। নেপালে ট্রেক করার সুবিধা, বেশিরভাগ রুটেই আছে হোম-স্টে এবং তার সঙ্গে আছে নেপালী ৪৫০-৭০০ রুপীতে ডাল-সব্জী-ভাত (ভেজ মিল)। ডিম খাবার ইচ্ছা হলে দুটি ডিম-সেদ্ধ নেপালী ১৮০-২৩০ টাকায় মন ভরে খাওয়াও যেতে পারে। খুব ভালো লাগবে।

সবুজ বন, অন্নপূর্ণা রিজার্ভ ফরেস্ট, মার্দি হিমাল ট্রেক

যাইহোক, তিনদিনের ওকের জঙ্গল পেরিয়ে রেস্ট ক্যাম্প থেকে লো-ক্যাম্প হয়ে এলাম বাদলডান্ডা, প্রতিদিনের দুপুরের খাবার বলতে ড্রাই-ফুডে পেট পুজো করে , মেঘ-কুয়াশার সঙ্গে আজকের বোনাস হিসাবে হালকা বৃষ্টি নিয়ে বেশ খাড়াই পথে পৌছালাম ৩৫৫০ মিটার উচুতে অবস্থিত হাই ক্যাম্প। পরের দিন ভালো কিছু পাবো, তিনদিন এই আশা নিয়েই চললেও এখনো অবধি মুখ ভার করেই ছিল মহারাজরা। যদিও সেদিন রাত ১০টার দিকে রুম বাইরে বেড়াতে সম্পূর্ণ পরিষ্কার আকাশে চাঁদের আলোয় ধপধপে সাদারূপে বিশাল সুউচ্চ বিরাজমান অন্নপূর্ণা সাউথ রেঞ্জ ক্ষনিকের ভয় পাওয়ালেও পরের দিন ভালো ওয়েদার পাবার আশা দিচ্ছিলো।

মার্দি আপার ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের প্রথম রশ্মি অন্নপূর্ণা সাউথ ও হিউনচুলি শৃঙ্গে

হাই ক্যাম্প থেকে ভোর ৩.৫০ বেরোলাম মার্দি আপার ক্যাম্প উদ্দেশ্যে। সামনের ট্রেকারদের চলমান টর্চ ও হেডলাইট এর আলোর ওপর ভর করে অন্ধকারে ২ঘন্টার চড়াই পথে উঠে এলাম ৪২৫০ মিটার উচ্চতার মার্দি আপার ভিউ পয়েন্ট। চারপাশের দিগন্ত লাল করে সূর্যের প্রথম আলো পড়লো বাদিকে অন্নপূর্ণা সাউথ ও হিউনচুলি রেঞ্জে। সেইসঙ্গে ডানদিকে মহারাজার মতো দাঁড়িয়ে সমস্ত বেপারটাকে লক্ষ্য করলো মাউন্ট ফিশটেল। নেপালীরা ফিশটেল পর্বতকে দেবতা রূপে মনে তাই এখনো অবধি কোনো আরোহন হয়নি, তাই ওনার আশীর্বাদেই হয়তো আশাহত হতে হলো না লাস্ট দিনটায়। তারই কিছু কয়েকটা ছবি দিলাম।

দা হিউজ মাউন্ট মোচ্ছপুছড়ে, মার্দি আপার ভিউ পয়েন্ট থেকে

আমাদের পুরো রুট ছিল –

  • হাওড়া – রৌক্সল – বীরগঞ্জ
  • বীরগঞ্জ – পোখারা
  • পোখারা – কানডে – পিতাম দেউড়ালী
  • দেউড়ালী – রেস্ট ক্যাম্প ( ভায়া ফরেস্ট ক্যাম্প )
  • রেস্ট ক্যাম্প – হাই ক্যাম্প ( ভায়া লো-ক্যাম্প, বাদলডান্ডা)
  • হাই ক্যাম্প ( ৩৫০০মি) – মার্দি অপার ভিউ পয়েন্ট (৪২৫০ মি) – সিডিং ( ১৭০০ মি)
  • সিডিং – লুমরে – পোখারা
  • পোখারা – বীরগঞ্জ
  • বীরগঞ্জ – রৌক্সল
  • কলকাতা
Leave a Comment
Share
ট্যাগঃ Mardi Himal Trek