কেওক্রাডং ট্যুর এর সকল খরচাপাতি

আমরা কেওক্রাডং (Keokradong) গিয়েছিলাম ১৬ জন এর গ্রুপ। তাই গ্রুপ খরচ গুলা ১৬ জন এ ভাগ হয়েছে –

★ ঢাকা থেকে বান্দরবন = ৬২০ টাকা

১ম দিন:(বান্দরবন থেকে রুমা থেকে বগালেক যাবার দিন)

  • বান্দরবনে সকালের নাস্তা = ৫০ টাকা (পরটা+ সবজি/ডাল)
  • বান্দরবন থেকে রুমাবাজার = ৪০০০/১৬ = ২৫০ টাকা ( চান্দেরগাড়ি) অথবা ১২০ টাকা (বাসে)
  • রুমাতে দুপুরের খাবার = ১০০ টাকা (ভাত+মাছ/মুরগি+২ ধরনের ভর্তা/ভাজি+ডাল)
  • রুমাবাজার থেকে কমলাবাজার = ২৫০০/১৬ = ১৫৭ টাকা (চান্দেরগাড়ি রিজার্ভ ) অথবা ২০০ টাকা (চান্দেরগাড়ি লোকাল)
  • বগালেকে রাতের খাবার = ১২০ টাকা (ভাত+ডিম+সবজি+ডাল)
  • বগালেকে থাকা = ১৫০ টাকা

২য় দিন:(বগালেক থেকে কেওক্রাডং যাবার দিন)

  • বগালেকে নাস্তা = ১২০ টাকা (খিচুরি+ডিম ভাজি+আলু ভর্তা+ডাল+পিয়াজের ভর্তা)
  • কেওক্রাডং এ দুপুরের খাবার = ১৩০ টাকা (ভাত+ডিম+ডাল+ভর্তা)
  • কেওক্রাডং এ রাতের খাবার = ১৩০ টাকা (ভাত+ডিম+ডাল+ভর্তা)
  • কেওক্রাডং থাকা = ২০০ টাকা

৩য় দিন: (কেওক্রাডং থেকে ফেরার পথে)

  • দার্জিলিং পাড়ায় হালকা নাস্তা=৪০ টাকা
  • কমলাবাজার থেকে রুমাবাজার = ২৫০০/১৬ = ১৫৭ টাকা (চান্দেরগাড়ি রিজার্ভ ) অথবা ২০০ টাকা (চান্দেরগাড়ি লোকাল)
  • রুমাতে দুপুরের খাবার = ১০০ টাকা (ভাত+মাছ/মুরগি+২ ধরনের ভর্তা/ভাজি+ডাল)
  • রুমাবাজার থেকে বান্দরবন = ৪০০০/১৬ = ২৫০ টাকা ( চান্দেরগাড়ি) অথবা ১২০ টাকা (বাসে)
  • বান্দরবনে রাতের খাবার = ২০০ টাকা (ভাত+ ডাল+মুরগি+ভর্তা আমরা এই বেলা ইচ্ছা করে বেশি খরচ করে তাজিংডং হোটেল এ খাই তাই খরচটা বেশি আসে)

★ বান্দরবন থেকে ঢাকা = ৬২০ টাকা

গাইড খরচ

প্রতিদিন ৬০০ টাকা করে আর গাইডের থাকা খাওয়া আপনাদের+কিছু ফর্ম কেনার টাকা।

প্রকৃতিকে তার নিজের মত সুন্দর থাকতে দিন। অপচনশীল কোন কিছু যেখানে সেখানে ফেলবেন না। ভ্রমণ হোক সুন্দর  ধন্যবাদ 🙂

Leave a Comment
Share
ট্যাগঃ expensekeokradongtour