সিকিপ

মানুষ যখন নির্জনতার শান্তি খোঁজে ঠিক তখনই ব্যস্ত শহরকে পিছনে ফেলে ছোটে পাহাড়ের নেশায়৷ আর সেই চাহিদা পূরণের আদর্শ ঠিকানা সিকিপ যা শিলিগুড়ি থেকে ১৩২ কিলোমিটার দূরে অবস্থিত৷ সিকিম এর দক্ষিণে এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনার অশান্ত মনকে দেবে ক্ষণিকের শান্তির ঠাঁই৷

গ্রামের পাশেই একেবেঁকে চলেছে খরস্রোতা রংগিত নদী৷ রয়েছে ‘রিভার রাফ্টিং’ এর ব্যবস্থা৷ অলস সময় কাটাতে চাইলে ‘রাফ্টিং’ বাদ দিয়ে ক্যাম্প খাটিয়ে পাহাড়ি নদীতে মাছ ধরার সাধপূরণ করতে পারেন৷ চাইলে বেড়িয়ে আসতে পারেন কাছের টেমি টি গার্ডেনে৷ জনপ্রিয় জোরেথাং এর দূরত্বও সিকিপ থেকে এমন কিছু দূরে নয়৷ আর রংগিত নদীর উপরে সুন্দর ব্রিজটি দেখতে ভুলবেন না৷ চাইলে পাহাড়ি গ্রামটিও ঘুরে দেখে আসতে পারেন৷ ছোট-ছোট ঝরনা, বৌদ্ধ নিদর্শন, অর্কিডের সারি আপনার মনে ধরতে বাধ্য৷

কখন যাবেন

আপনার চিন্তায় যদি রাফটিং প্রধান গুরুত্ব পায় সেক্ষেত্রে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর সেরা সময়। এছাড়া সিকিপ (Sikip) বছরের যে কোন সময়েই ভ্রমণ করা যায়।

কিভাবে যাবেন

গ্যাংটক থেকে সিকিপ যেতে ৫ ঘণ্টা সময় লাগে৷ সেখান থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়৷ এছাড়া দার্জিলিং কিংবা শিলিগুড়ি থেকে যেতে চাইলে জোরেথাং হয়ে ঘুরে যেতে হয়৷

কোথায় থাকবেন

পর্যটকদের কাছে এখনও অনেকটাই অজানা সিকিমের দক্ষিণ প্রান্তের এই সৌন্দর্য৷ তাই সেভাবে হোটেল বা বাংলো গড়ে ওঠেনি৷ থাকতে হলে ক্যাম্প ও হোম স্টেই ভরসা৷

Leave a Comment
Share
ট্যাগঃ indiasikipSikkimsouth sikkim