সান্তরিনি দ্বীপ

এজিয়ান সাগরে অবস্থিত গ্রিক দ্বীপগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমুদ্র সৈকত, উঁচুনিচু পাহাড়পর্বত আর নীল-সাদা বাড়িঘরের জন্য ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। সান্তরিনি দ্বীপটি খ্রিস্টপূর্ব ১৬ শতকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে বিধ্বস্ত হয়। তারপর থেকেই এটির সৈকত উঁচুনিচু আর এবড়োথেবড়ো রূপ ধারণ করে আছে। ফিরা আর ওইয়া শহরের সাগরপাড়ে আগ্নেয়গিরির জ্বালামুখে রয়েছে চমৎকার সব বাড়ি, যেখান থেকে সাগরকে এক অন্য দৃষ্টিতে অবলোকন করা যায়। এর পশ্চিমে রয়েছে লাভায় গঠিত মনোমুগ্ধকর কালো, লাল আর সাদা নুড়িপাথরের বেলাভূমি।

সান্তরিনি দ্বীপ (Santorini Island) এ ১৩ টি গ্রাম আছে যার প্রত্যেকটির আছে ঐতিহ্যপূর্ণ স্থাপত্য ও শৈলী। প্রকৃতপক্ষে, এই দ্বীপটির স্থাপত্য হল এক অনন্য ও পোসকাফো (গুহা ঘর) প্রকৃতির। পোসকাফো (গুহা ঘর) গুলি সান্তরিনি এর মধ্যে ঝোড়ো হাওয়া-বাতাস থেকে নিজেদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল।

সান্তরিনি দ্বীপে তিনশ ক্যাথলিক এবং অর্থডক্স গির্জা আছে। এই দ্বীপে আছে লাল বিচ, ব্ল্যাক বিচ এবং হোয়াইট বিচ।

কখন যাবেন

এপ্রিল থেকে জুন পর্যন্ত সান্তরিনি দ্বীপ ভ্রমণের সেরা সময়।

Leave a Comment
Share
ট্যাগঃ greecegreekislandsantorini