মালাক্কা

মালাক্কাকে মালয়েশিয়ার ইতিহাসের শহর বলা যায়। আসল নাম মেলাকা হলেও সবাই মাল্লাকা নামেই চিনে। মালাক্কাকে অনেকে মালয়েশিয়ার আন-অফিশিয়াল রাজধানীও বলে থাকেন। কুয়ালালামপুর থেকে বাসে গেলে ২ ঘণ্টার পথ।  এখানে যে নদী আছে, তা মালাক্কার প্রধান নদী। নদীর পাড় বাঁধানো, প্রশস্ত ওয়াকওয়ে, গাছপালা এত বেশি যে আপনার মনে হবে বাগানের মধ্য দিয়েই হাঁটছেন। রিভার ক্রুজ টিকিট কাউন্টার থেকে ১৫ রিঙ্গিতের বিনিময়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে যান ওয়াটার বাসে ওঠার জন্য। একটি ওয়াটার বাসে ৩০ জনের বেশি আসন থাকে না। তবে খুব বেশিক্ষন অপেক্ষা করতে হবে না। সঙ্গে সঙ্গে পরের বাসটি এসে হাজির হবে। মালাক্কা নদীটি মালাক্কা প্রণালি থেকে উত্পন্ন হয়ে চপলা-চঞ্চলা মেয়ের মতো পুরো মালাক্কা (Malacca) শহর ঘুরে বেড়িয়েছে। আর মালাক্কা শহরের অধিকর্তা তার যত্ন নিতে এতটুকু কাপর্ণ্য করেননি। নদীর দুই পাড় বাঁধাই আর সবুজায়ন চোখে পড়ার মতো। এ নদী দিয়ে ওয়াটার বাসে করে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। ঝঙ্কার স্ট্রিট ও হিরেন স্ট্রিটকে আলাদা করেছে মালাক্কা নদীটি।

এখানে আছে ১১০ মিটার উঁচু মালাক্কা পর্যবেক্ষণ টাওয়ার। এ টাওয়ারের বৈশিষ্ট্য হলো এটি ঘূর্ণায়মান। পুরো মালাক্কাকে একবার দেখে নিতে পারেন মাত্র ৭ মিনিটে। ওখান থেকে চলে যেতে পারেন নদীর পাড়ে যেখানে রয়েছে একটি বড় কাঠের জাহাজ, যেটি মালাক্কার ঐতিহ্যকে ধারণ করে। এক কথায় বলতে গেলে, মালাক্কা মালয়েশিয়ার সমৃদ্ধ ঐতিহ্যকে লালন করে চলছে প্রতিনিয়ত। এখানকার খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ, চলনে-বলনে সব কিছুতেই রয়েছে পূর্বপুরুষদের ঐতিহ্য। মালাক্কার আরেকটি বড় গুণ হচ্ছে পায়ে হেঁটে চলা দূরত্বের মধ্যে ১০-১৫টি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পট পেয়ে যাবেন। এর মধ্যে মালাক্কা সুলতানের বাড়ি, হেরিটেজ মিউজিয়াম, সেন্ট পল চার্চ, মালাক্কা ফেমোসা, মালাক্কা ডাচ স্কয়ার, মালাক্কা স্কাই টাওয়ার, স্থাপত্য মিউজিয়াম, মসজিদ ট্রানকুরাহ, মেকাও গ্যালারি, মালাক্কা ওয়ান্ডার ল্যান্ড থিম পার্ক, স্বাধীনতা চত্বর, বার্ড পার্ক আর মালাক্কা রিভার ক্রুজ প্রায় একসঙ্গেই বলা যায়।

স্থাপত্য মিউজিয়ামে জাহাজ, রেলগাড়ি, উড়োজাহাজসহ বিভিন্ন স্থাপত্য নকশার দেখা মেলে।

পর্যটকদের জন্য মালাক্কার সব চেয়ে আকর্ষনীয় ‘আফা মুসা পার্ক’ । বিনোদনের সব আয়োজন সহ পার্কটিতে আছে চিড়িয়াখানা এই চিড়িয়াখানাতে হিংস্র প্রাণী বাঘের সাথে সরাসরি সাক্ষাত করা যায়। বাঘ ছুয়া যায়,মনে হবে বাঘ যেন মানুষের বন্ধু। এই পার্কে থাকা বাঘ গুলোকে ছোট বেলা থেকে এমন ভাবে লালন-পালন করা হয়েছে যেন তারা মানুষের সাথে বন্ধু সুলভ আচরণ করে।

এখানে ঘুরে বেড়ানোর জন্যে আছে ‘বেচা’। বেচা হলো রিকশা বা অটো আকৃতির যান, যা কর্কশিটের তৈরি অনেক রকমের পুতুল বা পাখি দিয়ে সাজানো থাকে। আর সবার উপরে থাকে প্রজাপতি আকৃতির একটি ছাতা। শতভাগ বিনোদন দিতে যানগুলোয় বাজতে থাকে হিন্দি, ইংরেজি ও মালয় ভাষার রোমান্টিক সব গান। ফলে প্রেমিক যুগল থেকে শুরু করে দর্শনার্থীর কাছে বেচা বেশ জনপ্রিয়।

কোথায় খাবেন

খেতে চাইলে চলে যেতে পারেন ঝঙ্কার স্ট্রিটে। চারদিকে সুনসান নীরবতা, খুবই পরিপাটি। নাশতার জন্য বসে পড়ুন একটি স্ট্রিট স্টলে। ভাত, মুরগির মাংস, শাকসবজি, চিংড়ি আর শুঁটকি সবই পেয়ে যাবেন এখানে। এখানকার ফুড কোর্টজুড়ে সামুদ্রিক মাছের তৈরি বিভিন্ন খাবার এর আধিপত্য।

কীভাবে যাবেন

কুয়ালালামপুরের তাসিক বন্দর সালাতান (টিবিএস) বাসস্টেশন থেকে বাসে সরাসরি মালাক্কা। প্রতি ঘণ্টায় বাস আছে। ভাড়া ১০-১৫ রিঙ্গিত।

কোথায় থাকবেন

মালাক্কা শহরে অনেক হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। প্রতি রাতের জন্য ৫০ থেকে ৩০০ রিঙ্গিত গুনতে হবে। তবে সাশ্রয়ী ভাবে থাকতে চাইলে ঝঙ্কার স্ট্রিটে গেস্ট হাউজে থাকতে পারেন। প্রতি রাতের খরচ ৫০-১০০ রিঙ্গিত।

Leave a Comment
Share
ট্যাগঃ malaccamalaysia