দুবাই মিরাকল গার্ডেন

আধুনিক স্থাপত্যের জন্য দুবাই শহরে বড় বড় স্থাপনা দেখতে দেখতে ক্লান্ত পর্যটকদের জন্য যেন চোখের প্রশান্তি দুবাই মিরাকল গার্ডেন যার আয়তন ৭২ হাজার বর্গমিটার। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসেবে গীনেস বুকে নাম উঠেছে এই বাগানটির। ফুলের স্বর্গরাজ্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই মিরাকল গার্ডেন’ বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান। এর অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে। প্রায় ৪৫ মিলিয়ন ফুল রয়েছে এই বাগানটিতে এবং এই ফুলগুলো আবার বিভিন্ন আকৃতিতে সাজানো। যেমন ময়ূর, গাড়ি, পাখি, ঈগলু, পিরামিড, ছাতা, হার্ট শেপ, স্টার শেপ, বল, ফুলের দেয়াল, ফুলের গেট ইত্যাদি। বিশাল এই বাগানের এরিয়ার মধ্যে রয়েছে ওপেন পার্কিং সিস্টেম, ভিআইপি পার্কিং সিস্টেম, সিটিং এরিয়া, ধর্মকর্মের আলাদা জায়গা, টয়লেট ব্লকস, হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা থেকে শুরু করে যাবতীয় সবকিছু।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি দুবাই মিরাকল গার্ডেন (Dubai Miracle Garden) এর উদ্বোধন হয়।

সময়সূচী

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

টিকেট মূল্য

৪০ দিরহাম। বিকলাঙ্গ ও শিশুদের ফ্রি।

বিস্তারিত দুবাই মিরাকল ফ্লাওয়ার গার্ডেন এর ওয়েবসাইটে দেখে নিন।

কিভাবে যাবেন

লাল লাইনের দুবাই মেট্রোতে উঠে পড়ুন এবং MOE (Mall of the Emirates metro station) নেমে যান। এটাই দুবাই মিরাকল গার্ডেন থেকে কাছের মেট্রো স্টেশন। এবার এখান থেকে ১০৫ নম্বর বাস নিয়ে নিন। এই বাস আপনাকে সরাসরি দুবাই মিরাকল গার্ডেনে নিয়ে যাবে, ভাড়া পড়বে ৫ দিরহাম এবং ২০-৩০ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।

ফেরার সময় ট্যাক্সি নিয়ে নিন। ৩৫ দিরহামে পৌঁছে যাবেন MOE. এখান থেকে মেট্রোতে উঠে আপনার গন্তব্যে।

Leave a Comment
Share