স্বল্প খরচে মানালি ভ্রমণ করুন

  • ঢাকা – বেনাপোল বাস ভাড়া নন এসি ৫৫০ টাকা।
  • বর্ডার পাড় হয়ে অটো তে বনগাঁ স্টেশন ভাড়া ৩০ রুপি
  • ট্রেন এর টিকিট শিয়ালদা পর্যন্ত ১৫-২০ রুপি,
  • শিয়ালদা থেকে ফেয়ারলি প্লেস গিয়ে ফরেন কোটার টিকিট কাটবেন ভাড়া নন এসি স্লিপার ক্লাস ৬৫০-১০০০ রুপি ( শিয়ালদা থেকে ফেয়ারলি প্লেস এর ভাড়া ধরা হলো না এখানে)
  • ট্রেন এ দিল্লী স্টেশন নেমে পাশের মেট্রো ট্রেন এ কাশ্মীর গেট বাস টার্মিনাল ভাড়া ১৫-২০ রুপি
  • এবার দিল্লী – মানালি নন এসি HRTC বাস এর টিকিট করুন ভাড়া ৫৮৫ রুপি
  • হাতে সময় থাকলে কিছু সময় দিল্লী ঘুরে দেখতে পারেন। ব্যাগ রাখার জন্য কাশ্মীর গেট টার্মিনাল এর নিচ তলায় লকার আছে ভাড়া ৩০ রুপি বা রেস্ট নিতে চাইলে টার্মিনাল এ শুয়ে পরুন। অনেক পরিষ্কার ফ্লোর, এসি ভিতর এর দিকে দ্বিতীয় তলায়।
  • বাস মানালি মল রোড এর পাশে নামাবে। আশেপাশে অনেক হোটেল পাবেন। আমরা ৩ জন ছিলাম ৮৫০ রুপি দিয়ে অনেক ভালো হোটেল।
  • মানালিতে কম খরচ এ খাবার জন্য থালি বেষ্ট ১০০-১৫০ রুপি।
  • ট্যাক্সি ভাড়া ২২০০-২৫০০ রুপি, যদি সোলাং ভ্যালি এড করেন তাহলে আরো ৩০০ রুপি দিতে হবে। চাইলে প্রাড়াগ্লাডিং করতে পারেন ৩২০০ রুপি, ক্যাবেল কার ৬৫০ রুপি।
  • ট্যাক্সি ইউনিয়ন থেকে নিতে হবে, সিটি ভিজিট এর জন্য ১৫০০ নিবে। ইউনিয়ন ভুলেও নিবেন না, ৫ টা স্পট এর ভিতর ২ টা মল রোড এ। বাকিটা অটো তে ঘুরবেন।
Leave a Comment
Share
ট্যাগঃ expenseguidemanalitourplan