কক্সবাজার ভ্রমণের খুঁটিনাটি এবং কিছু প্রয়োজনীয় টিপস

বাংলাদেশের ভিতরে ভ্রমনের চিন্তা মাথায় এলেই সবার প্রথমে অবশ্যই কক্সবাজারের কথা আসবে মাথাতে। শুধু দেশীয় পর্যটক না, দেশের বাইরে থেকেও প্রতিবছর প্রচুর পর্যটক বিশ্বের সবচাইতে বৃহৎ এই সমুদ্র সৈকত দেখতে আসেন। শ্রাবণের মুখর বাদল দিন এসে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সাগর দেখেছেন? এ অন্য রকম সৌন্দর্য। ভিন্ন রকম মজা। এই আনন্দটুকু উপভোগ করতে এই চলে যেতে পারেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। কক্সবাজারকে বাংলার পর্যটন রাজধানী বললে মোটেও ভুল হবেনা। প্রতিবছর যে পরিমাণ পর্যটক কক্সবাজার (Cox’s Bazar) ভ্রমণ করেন, তা বাংলাদেশের মোট পর্যটকের ২ তৃতীয়াংশ।

কিভাবে যাবেন এবং কি পরিমান খরচ হবে

ঢাকা-কক্সবাজার পথে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে। নন-এসিতে জনপ্রতি টিকিটের মূল্য ৮০০ টাকা। এসি-ইকোনমি ক্লাসে ভ্রমণে খরচ জনপ্রতি ১৬০০ টাকা। আর এসি-বিজনেস ক্লাসে যেতে লাগবে জনপ্রতি ২০০০ টাকা। ১০ থেকে ১২ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যায়।

অথবা আপনি চাইলে বিমানে যেতে পারেন। ঢাকা থেকে ডমেস্টিক ফ্লাইটে কক্সবাজার যেতে পারবেন।

প্রয়োজনীয় কিছু টিপস

  • সমুদ্রে নামার আগে সতর্ক থাকবেন এবং অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন।
  • ভাটার সময়ে সমুদ্রে স্নান বিপজ্জনক ভাটার টানে মুহূর্তেই হারিয়ে যেতে পারে যে কেউ।
  • বিচ ফটোগ্রাফি: ছবি তোলার আগে লাল পোশাক পরা এসব বিচ ফটোগ্রাফারদের আইডি কার্ড যাচাই করে নিন। এদের প্রত্যেকের রয়েছে একটি করে আইডি কার্ড।
  • স্পিডবোট: বিচে বেশ কয়েকটি স্পিডবোট চলে। মেইন বিচ থেকে এগুলো চলাচল করে লাবণী পয়েন্ট পর্যন্ত।
  • বিচ বাইক এর ও মজা নিতে পারেন। তিন চাকার বেশ কয়েকটি বিচে চলার উপযোগী বাইক কক্সবাজার সাগর সৈকতে চলাচল করে।

কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ যা ভুল করেও মিস করা যাবে না

কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহের একটা লিস্ট শেয়ার করছি আপনাদের সাথে। এই সব জায়গা থেকে ঘুরে আসতে ভুলবেন না যেনঃ

হিমছড়ি
ইনানী সমুদ্র সৈকত
✿ মহেশখালী দ্বীপ
সোনাদিয়া দ্বীপ
কুতুবদিয়া
✿ টেকনাফ
সেন্টমার্টিন দ্বীপ
ছেড়াদ্বীপ

কি কি জিনিস এড়িয়ে চলবেন কক্সবাজারে

☠ এলকোহল পান করবেন না কক্সবাজারে।
☠ রাতের বেলা কক্সবাজার অনেক নির্জন থাকে। তাই রাতে চলে ফেরা না করে ভালো। Mugging, stealing and harassment হাত থেকে সাবধানে থাকুন।
☠ কক্সবাজারে একটি জনপ্রিয় জায়গা। একে সুন্দর করে রাখা আমাদের দায়িত্ব। তাই পরিবেশ দূষণ থেকে বিরত থাকুন।

Leave a Comment
Share
ট্যাগঃ Cox's BazarCoxsbazartipstravel