চর কুকরি মুকরি – চরফ্যাশন, ভোলা ভ্রমণ

কুকরি মুকরি নামটার মধ্যেই যেন কেমন একটা মজা লুকিয়ে আছে। গত ২২ শে নভেম্বর ২০১৮ নিঝুম দ্বীপ ঘুরে আসার পথে ভোলার চরফ্যাশন নেমে চর কুকরি মুকরি (Char Kukrimukri) ঘুরে আসলাম।

চর কুকরি মুকরি

হাতিয়ার তমরুদ্দিন ঘাট থেকে দুপুর সাড়ে বারোটায় ছেড়ে আসা ফারহান ৩ লঞ্চে করে ভোলার তজুমুদ্দিন ঘাটে নামলাম দুপুর আড়াইটায়। লঞ্চ ভাড়া ৮০ টাকা করে। তজুমুদ্দিন ঘাট থেকে অটোতে চাঁদপুর বাজার ভাড়া ১০ টাকা। চাঁদপুর বাজার থেকে হুন্ডায় কুঞ্জের হাট জনপ্রতি ৫০ টাকা। কুঞ্জের হাট থেকে বাসে ভোলা চরফ্যাশন ভাড়া ৬০ টাকা।

চর কুকরি মুকরি

চরফ্যাশনে বিকেলে বেলা এসে জ্যাকব টাওয়ার দেখলাম ও চরফ্যাশনে রাত কাটালাম । পরের দিন সকাল বেলা উঠে নাস্তা সেরে অটো ভাড়া করে গেলাম চরফ্যাশনের কচ্ছপিয়া ফিশারি ঘাট। ফিসারি ঘাট থেকে আমরা একটি স্পিড বোর্ড ভাড়া করেছিলাম আর সেই স্পিডবোট নিয়েই আমরা কুকরি মুকরি ঘুরতে যাই।

চর কুকরি মুকরি রেস্ট হাউজ

আপনি চাইলে চর কুকরি মুকরিতে রাত কাটাতে পারবেন। চরফ্যাশনের এম পি জনাব জ্যাকব সরকারি অর্থায়নে রেষ্ট হাউজ করেছেন, যায় প্রতিটি রুমের ভাড়া ২০০০ টাকা ও ৫০০০ টাকা। এই রেস্ট হাউজে আমাদের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ছিলেন দুই রাত।

Leave a Comment
Share