বালি ভ্রমণ – দারুচিনি দ্বীপ, আগুন পাহাড় আর নীল সাগরের ঘ্রান মাখানো কয়েকটি দিন ( পর্ব ২)

বালি থেকে দক্ষিনপুর্বে সুনীল সাগরের বুকে জড়াজড়ি করে ভেসে রয়েছে তিনটি দ্বীপ, নুসা লেম্বোগান, নুসা পেনিদা আর নুসা ছেনিংগান। প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদ, আর জীব বৈচিত্রে অতুলনীয় এই দ্বীপত্রয়ের মাঝে পপুলারিটির দিক দিয়ে এগিয়ে রয়েছে নুসা লেম্বোগান নামক সফেদ বালি আর প্রবালে ঘেরা এই দ্বিপটি। বালি থেকে ফাস্ট বোটে এই দ্বিপটিতে যেতে আধা ঘন্টা সময় লাগে তাই অধিকাংশ ট্যুরিস্টরাই বালি থেকে একটি প্যাকেজ ডে ট্রিপ নিয়ে সকালে গিয়ে বিকেলেই ফিরে আসে।

jungut batu beach ( infront of our hotel)

আগেই বলেছি আমাদের প্ল্যান হল ছোট্ট এই দ্বীপে রাত কাটানো তাই যাওয়ার আগেই অনলাইনে হোটেল বুকিং দিয়ে গিয়েছিলাম। বালির হোটেলেই ল্যাগেজ রেখে ( কারণ ফিরে এসেও আমাদের এই হোটেলেই বুকিং দেয়া আছে) শুধু একদিনের মত কাপড়চোপর একটি ব্যাগ প্যাকে নিয়ে বেড়িয়ে পরলাম আমরা আমাদের নেক্সট এ্যাডভেঞ্চার লেম্বোগানের পথে। এই প্যাকেজটিও আমরা দেশে থাকতেই অন লাইনে বুকিং দিয়েছিলাম রকি ফাস্ট নামক একটি এজেন্সির মাধ্যমে। তারা সকালে আমাদের হোটেলে এসে আমাদের তুলে নিয়ে সানুর বিচে নামিয়ে দিল। সেখান থেকে ওদের ফাস্ট বোটে করে শুরু হল আমাদের সাগর ভ্রমন। এখানে বলে রাখা ভাল, ফাস্ট বোটে সমুদ্র ভ্রমণ কিন্তু খুব একটা সুখকর নয়। উত্তাল সাগরের ঢেঊএর সাথে পাল্লা দিয়ে চলে বোটের দুলুনি আর তাতে অনেকেই ( আমার আর আমার কন্যার মত এপিক পাবলিক) অস্বস্তি বোধ করতে পারেন। ত্রিশ মিনিটের এই জার্নিটি মাতা কন্যাকে যথেস্ট নাস্তানাবুদ করে ছাড়ল। অবশেষে বোট আমাদের নিয়ে ফেলল লেম্বোগানের তীরে।

panaromic view of lembongan island

জেটি থেকে আবার আর একটি লোকাল ট্রান্সপোর্টে করে ওরা আমাদের পৌছে দিল আমাদের হোটেলে। আমাদের হোটেল টি একেবারেই সাগরের তীর ঘেসে। রুমের সামনেই কাঠের পাটাতনের উপর রঙ্গীন বাঁশে ঘেরা, রঙ বেরং এর ল্যাম্প আর গাছ গাছালি ছাওয়া নান্দনিকতায় পরিপুর্ন চমৎকার একটি খাবার জায়গা। এখানে বসে সাগরের রুপ দর্শন করতে করতে আনমনে তাজা ফলের রসে চুমুক দেয়ার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। কখনো কখনো উত্তাল সাগরের নোনা ঢেউ এর ছটা এসে লাগছে চোখে মুখে, এতটাই কাছে সমুদ্র! এর আগে মালয়েশিয়া বা থাইল্যান্ডে সাগর দেখেছি অনেকটা শান্ত, ধ্যানমগ্ন কিন্তু এখানে সাগর শান্ত নয় মোটেই। আর তাই হোটেলের সামনেই সাগরের তীর ঘেসে বাধ দিয়ে সাগরকে আটকানোর চেস্টা। কিন্তু জোয়ার আসলে সেই বাধকে থোড়াই কেয়ার করে ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদের শরির।

sitting and dining zone of our hotel.

যাই হোক, রুমে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেড়িয়ে পরলাম দ্বীপ পরিভ্রমনে। যারা শুধুমাত্র ডে ট্রিপ নেন তারা এর সাথে আরো অনেক এ্যাক্টিভিটি এ্যাড করেন যেমন সি ওয়াক, ম্যানগ্রোভ ট্যুর, স্নোরকেলিং , সি উইডস ফার্ম ভিজিট ইত্যাদি। কিন্তু আমরা বরাবরই নিজেরা এক্সপ্লোর করতে পছন্দ করি বলে রকিফাস্টের কাছ থেকে শুধু যাওয়া আসার ই টিকিট কেটেছি। তাছাড়া এসব অধিকাংশ এ্যাডভেঞ্চার ই বেবি নিয়ে করতে পারবনা তাই নিজেরাই নিজেদের মত শুধু দেখব দ্বীপ টিকে মন ভরে। পেছনে খোলা এক ধরনের মিনি ভ্যান এই দ্বীপের পপুলার পরিবহন। এরকমই একটা ভাড়া করে ফেললাম সন্ধ্যা পর্যন্ত। প্রথমে গেলাম ইয়ালো ব্রীজ। দীর্ঘাকায় এই হলদে ব্রীজটি নুসা লেম্বোগান আর নুসা ছেনিঙ্গান আইল্যান্ডের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ওখানে কিছুক্ষন সময় কাটিয়ে প্রথমে গেলাম ড্রীম বীচে। কিছুটা সাদা বালি আর কিছুটা প্রবালে ছাওয়া চমৎকার এই বীচে মুগ্ধতামাখানো কিছু সময় কাটিয়ে গেলাম ডেভিলস টিয়ার। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল এই ডেভিলস টিয়ার। অন্য কথায় একে পাথরের কান্নাও বলা যেতে পারে। বাধাভাঙ্গা অদম্য ঢেউ এসে আছরে পরছে তিন দিক ঘেরা পাথুরে দেয়ালে আর পাথর বিদির্ণ করার নিস্ফল আস্ফালন যেন গুমরে কান্না হয়ে বেয়ে পরছে পাথরের গা বেয়ে। পাথর ঘেরা গহবর টি যেন ডেভিলের মত সব কিছু গ্রাস করার জন্য হা করে রয়েছে আর পাথর বেয়ে নেমে আসা পানির স্রোত যেন তার কান্না। তাই তো এর নাম ডেভিলস টিয়ারস।

devil’s tears

এখানেও কিছু সময় কাটিয়ে ক্যামেরার মেমোরিতে কিছু মুহুর্ত সংরক্ষন করে এবার চলে এলাম মাশরুম বীচে সুর্যাস্ত দেখব বলে। কিন্তু বিধি বাম, মেঘে ঢাকা লজ্জাবতী সুর্য্য পণ করেছে কিছুতেই সে তার প্রস্থান দৃশ্য আমাদের দেখাবেনা বলে। তাতে কি? শ্বেত শুভ্র বালিতে গা এলিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানেই পার করলাম আমরা। আমার কন্যা দু হাত ভরে কুড়িয়ে নিল রং বেরং এর প্রবাল। ওর মা ও কম যায় কিসে? মাতা কন্যার প্রবাল কুড়ানো সাঙ্গ হলে অবশেষে ফিরে এলাম হোটেলে। সাগর দেখেতো এবার অবাক আমরা। দুপুরের উত্তাল সাগর এখন শান্ত অনেকটাই। পানি এবার অনেক দূরে চলে গেছে, বুঝলাম ভাটার সময় চলছে। কিছুটা সময় ভাটার সাগরের রুপ অবলোকন করে সন্ধ্যার পর পদব্রজে বেরোলাম দ্বিপটি দেখব বলে। সেই সাথে উদ্দেশ্য ডিনারের জন্য একটি ভাল রেস্তোরা খুজে বের করা। এখানেও রাতে রেস্তোরাগুলো বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছে তবে ফিফি আইল্যান্ডের মত ফেস্টিভ মুড নেই এখানে। দুই একটি রেস্তোরায় লাইভ মিউজিক চলছে তবে নেই কোন উদ্দামতা শুধুই ঘোর লাগানো সুরের মুর্ছনা। খাদ্য সম্পর্কে চরম খুতখুতে এই আমার কোন খাবার ই পছন্দ হয়না। অবশেষে প্রায় দশ পনেরটা হোটেল রিজেক্ট করে অবশেষে একটিতে বসে প্রায় দেড় ঘন্টা পরে সার্ভ করা খাবার খেয়ে ( স্বাদ মোটেই ভাল ছিলনা ) ফিরে এলাম হোটেলে। এসে শুনি আবার সাগরের উত্তাল গর্জন। জোয়ারের সময় এসে পরেছে তবে! গভীর রাতে সেই উত্তাল সাগরের নেশা ধরানো মাতাল ধ্বণি শুনতে শুনতেই এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম আমরা।

jungut batu beach

পরদিন সকালে দরজা খুলতেই আবার সেই সাগরের চীরচেনা রুপ। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আবার বেরোলাম আশেপাশেই ঘুরতে। তিনজন মিলে সাগর জলে পা ভিজিয়ে হুটোপুটি করে এবং সকালের স্নিগ্ধ আলোয় কিছু ফটোসুট করে হোটেলে ফিরলাম। লাঞ্চ করে এবার অপেক্ষা ফেরার। রকি ফাস্ট আবার আমাদের হোটেল থেকে নিয়ে গিয়ে তুল্ল সেই ফাস্ট বোটে। গতকালের এক্সপেরিএন্সের কথা মনে ছিল তাই কন্যাকে আগে থেকেই ঔষধ খাইয়ে রেডি রেখেছি। যথারীতি উথাল পাথাল ঢেউ এর সাথে পাল্লা দিয়ে আমাদের নিয়ে ফিরতি পথের যাত্রা শুরু করল আমাদের বোট। আমরাও এবার এই ছোট্ট মায়ায় ভরা দ্বীপ টিকে শেষবারের মত বিদায় জানিয়ে সাগর পারি দেয়ার প্রস্ততি নিলাম। মাতা কন্যা ঔষধের ইফেক্টে এবার আর কাউকেই বিরক্ত না করে ঘুমের কোলে নিজেদের সমর্পন করলাম। প্রায় ত্রিশ মিনিটের নির্ঝঞ্ঝাট যাত্রা শেষে আবার তরি এনে ফেলল আমাদের সানুর বীচে এবং সেখান থেকে গাড়িতে করে হোটেল। এভাবেই সমাপ্ত হল আমাদের এ্যাডভেঞ্চার নুসা লেম্বোগান আইল্যান্ড।

dream beach

দুইদিন ধরে দ্বীপ দেখলাম এবার একটু অন্য স্বাদ নেবার পালা। আমরা বরাবরই চেস্টা করি আমাদের ট্যুর টিকে বৈচিত্র্যমন্ডিত করতে। সেই সাথে ছবি তুলতেও পছন্দ করি আমরা অনেক। আর তাই দ্বীপ থেকে দুপুরে ফিরে বিকেল টা রেখেছি থ্রি ডি আর্ট মিউজিয়ামের জন্য। কন্যাও এঞ্জয় করে এটা খুব। তাই দুপুরে হোটেলে লাঞ্চ সেরে বিকেলে আবার আমরা মাস্কেটিয়ারস ত্রয় চললাম সেই ডিএমজি আর্ট মিউজিয়ামে।

DMZ 3D art museum
3D art museum

মজার মজার সব ছবি তুলে সন্ধ্যায় ম্যাগডোনাল্ডস এ খেয়ে ছয় কিলোমিটার রাস্তা দেড় ঘন্টায় পারি দিয়ে অবশেষে ফিরলাম হোটেলে। অবাক হচ্ছেন যাত্রার ডিউরেশন শুনে? বালির এই রুপটির সাথে এবার ভালভাবে পরিচিত হয়ে আমরাও অবাক কম হইনি! ঈদের সাতদিনের দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে এই বালিতে। দেশ বিদেশ থেকে সবাই এই ছুটিতে বালি সুন্দরির সান্নিধ্য পেতে ব্যাকুল। এদের মাঝে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও আছেন । শুনলাম উনিও এখন ফুল ফ্যামিলি সহ অবস্থান করছেন বালিতে। আর তাই ছোট্ট এই দ্বীপ টি পর্যটক দের ভার আর সহ্য করতে না পেরে জন্ম দিয়েছে তীব্র যানজটের । গাড়ি দুই মিনিট এগোয় তো দশ মিনিট দাঁড়িয়ে থাকে এমনি প্যাথেটিক অবস্থা। বুঝলাম বাকি দিনগুলোতে যথেস্ট ভোগাবে বালি সুন্দরি আমাদের। অবশেষে হোটেলে ফিরে “ঢাকা এর চেয়ে অনেক ভাল, বালিতে মানুষ থাকে? এত জ্যাম জীবনেও দেখিনি “ ইত্যাদি অত্যন্ত সময়োপযোগী ও বিদ্বেষপুর্ণ আলোচনা (!!) এবং শাপ শাপান্ত করতে করতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম আমরা । আগামীকাল যে যেতে হবে বেশ দূরে বোটানিক্যাল গার্ডেন, উলুন দানু টেম্পল আর ফেরার পথে তানাহ লট। রাস্তায় যে ট্র্যাফিক দেখলাম আজ, আল্লাহ জানে আগামীকাল কপালে কি আছে আমাদের!!! ??? ( চলবে)

আগের পর্বঃ বালি ভ্রমণ – দারুচিনি দ্বীপ, আগুন পাহাড় আর নীল সাগরের ঘ্রান মাখানো কয়েকটি দিন ( পর্ব ১)

পরের পর্বঃ বালি ভ্রমণ – দারুচিনি দ্বীপ, আগুন পাহাড় আর নীল সাগরের ঘ্রান মাখানো কয়েকটি দিন ( পর্ব ৩)

Leave a Comment
Share