বান্দরবান

সাইরু হিল রিসোর্ট

সাইরু হিল রিসোর্ট (Sairu Hill Resort) বান্দরবান শহর হতে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর আর মনোরম রিসোর্ট। সৌন্দর্যের দিক থেকে প্রথম সারিতে থাকা একটি রিসোর্ট হলেও বান্দরবানের সবচেয়ে এক্সপেন্সিভ রিসোর্টও এটি। নান্দনিক স্থাপত্যশৈলী, আধুনিক অবকাশ যাপনের সব ব্যবস্থা নিয়ে গড়ে উঠেছে বিলাসবহুল এই রিসোর্টটি। দেশের অন্য যেকোনো রিসোর্টের তুলনায় অবস্থান আর সৌন্দর্যের দিক দিয়ে এটি নিশ্চয় প্রথম সারির রিসোর্টের তালিকায় থাকবে। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একইসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয়। কোনও এক প্রেমপিয়াসী পাহাড়ি কন্যার নাম থেকেই নাকি এই রিসোর্ট এর নামকরণ। এই রিসোর্টে প্রতিটি মুহূর্ত করে তোলে অনন্য উপভোগ্য।

বান্দরবান-থানচি সড়ক ধরে চিম্বুক পাহাড়ের দিকে যেতে দেখা মিলবে এই চমৎকার রিসোর্টের। নীলগিরি রোডে ওয়াই জংশন আর্মি ক্যাম্পের পাশেই সাইরু হিল রিসোর্ট’র অবস্থান হওয়ায় নিরাপত্তা নিয়ে একদমই ভাবার অবকাশ নেই। প্রায় ১৮০০ ফুট উচ্চতায় নান্দনিক ডিজাইন এবং প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো পরিবেশে গড়ে তোলা এই রিসোর্ট এর চারপাশে সবুজ পাহাড়ের সারি, চোখের সামনে ভেসে থাকা মেঘের আনাগোনা এই সবকিছুই আপনার সময়কে উপভোগ্য করে তুলবে। অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টে আছে সকল ধরনের সুযোগ সুবিধা।

সাইরু রিসোর্টের অন্যতম সেরা আকর্ষন এদের সুইমিং পুল। একবার ভাবুন তো, আপনি সাঁতার কাটছেন এমন এক সুইমিংপুলে যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ হতে ১৮০০ ফুট উপরে। যেখানে সাটার কাটতে কাটতে আপনি খুব সহজেই দেখতে পাবেন দিগন্তজুড়ে খোলা পাহাড়ের ভাজে শ্বেতশুভ্র মেঘের আনাগোনা।

সাইরু হিল রিসোর্ট এর রুম ভাড়া

সাইরু হিল রিসোর্টের রুম ভাড়া

কখন যাবেন

শরৎকাল হলো সাইরু ভ্রমণের জন্যে সবচেয়ে ভালো সময়। কিন্তু যারা মেঘ ভালোবাসেন তাদের জন্যে বর্ষাকাল হতে পারে সেরা সময়।

সাইরু রিসোর্ট যাওয়ার উপায়

ঢাকা থেকে সবচেয়ে সহজে বাসে যেতে পারেন সরাসরি বান্দরবান। ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়ার সবথেকে সহজ উপায় হলো বাস। শ্যামলী, হানিফ, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বাসে আপনার খরচ পড়বে ৬২০-৬৫০ টাকা এবং এসি ইকোনমি ক্লাসে ভাড়া পড়বে ৯৫০ টাকা। এছাড়া শ্যামলী, সেন্ট মার্টিন, দেশ পরিবহন, হানিফ পরিবহনের এসি বিজনেস ক্লাসে ভাড়া পড়বে ১৪০০/১৫০০ টাকা।

ঢাকা থেকে বান্দরবানের বাসে সরাসরি বান্দরবান বাসস্ট্যান্ড। বান্দরবান থেকে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে সাইরু হিল রিসোর্ট। তাই বাসস্ট্যান্ড থেকে চান্দের গাড়ি কিংবা সিএনজি করে যাওয়া যেতে পারে।

যোগাযোগ

ই-মেইলঃ sairuhillresort@gmail.com
ওয়েবসাইটঃ sairuresort.com
হটলাইন নাম্বারঃ +8801887-057777

Leave a Comment
Share
ট্যাগঃ Bandarbanresortsairu