সাউথ গোয়া ভ্রমণ

ভ্রমণ সময়কালঃ ১৬/০১/২০২২ থেকে ২০/০১/২০২২

দুই বছর ধরে অপেক্ষা করেও Phuket যেতে পারলাম না, ভেবেছিলাম হয়তো এই বছর যেতে পারবো, কিন্তু এবারও হলো না। তাই বিকল্প হিসেবে বেঁছে নিলাম Goa কে। পড়াশুনা করে North আর South এর মধ্যে শুধু South এই 4 রাত্রি 5 দিনের একটা plan তৈরী করলাম, North কে পুরোটাই বাদ দিলাম কারণ ভিড়। লোকজন একদমই পছন্দ না, আর পড়াশুনা করে যা বুঝলাম গোয়ার আসলে সৌন্দর্য South এই রয়েছে, কিন্তু যা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর south goa এবার আমাদের tour plan টা বলি।

প্রথম দিন

Dabolim airport এ পৌঁছলাম সকাল 11.30 নাগাদ, সেখান থেকে 1600 টাকা দিয়ে একটা taxi book করে দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম palolem beach, দূরত্ব 64km. রাস্তা খুবই সুন্দর, ফাঁকা ফাঁকা আর রাস্তার দুইপাশে শুধু নারকেল গাছের সারি। south goa র সব রাস্তাই এরকমই। এখানেই একটা beach resort এর delux sea view room book করে রেখেছিলাম দুইরাত্রির জন্য। Resort এ পৌঁছে এক নিমেষে journey র সমস্ত ক্লান্তি কেটে গেল সমুদ্রের নীল জলের সৌন্দর্য দেখে, এতো নীল জল দেখছিলাম সেই যখন আন্দামানে গেছিলাম। স্নান করে, খেয়ে resort এর balcony তে বসে একটু rest নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ঘুরতে। sunset অব্দি beach এই ঘোরাঘুরি করলাম। অন্ধকার হতে চারদিকে আলো জ্বলে উঠলো। দিনের এক এক সময় এক এক রকম সৌন্দর্য palolem beach এর। এরপর Market এ গেলাম, কিছু shopping করলাম। করোনার জন্য লোকজন কম আসায় গাড়ি ভাড়া আর জিনিসপত্রের দাম বেশ কিছুটা কম ছিল। রাত্রিবেলা আমাদের resort এই beach side টেবিলে candle light dinner করলাম।

দ্বিতীয় দিন

ঘুরতে এলে একমুহূর্ত সময়ও ঘুমিয়ে নষ্ট করতে ইচ্ছে করেনা রাত টুকু ছাড়া। পরদিন ভোর 6টায় ঘুম থেকে উঠে balcony তে বসলাম। 7.30 টায় breakfast এলো, perhead 200 টাকা দিয়ে complementary breakfast book করা ছিল। সবার কাছে শুনেছি south goa এ খাওয়াদাওয়া খুব costly কিন্তু quality আর quantity অনুযায়ী আমার costly মনে হয়নি। যাইহোক breakfast করে বেরিয়ে পড়লাম butterfly island আর honeymoon island এর উদেশ্যে, সাথে দেখাবে dolphin, monkey island আর tortoise rock. আগেরদিন রাতেই কথা বলে রেখেছিলাম, per head 750 করে। 1.30hr এর এই trip. south goa এলে কখনোই এই trip টা মিস করবে না, কেন বলছি কারণটা photo গুলো দেখলেই বুঝতে পারবেন।

Butterfly island

দুপুরে ফিরে এসে kayaking করলাম। 200 টাকায় 30min 2জনের। সমুদ্রে স্নানও করলাম, তারপর lunch করে একটু rest নিয়ে একটা 600 টাকা দিয়ে একটা auto ভাড়া করে ঘুরে এলাম galgibaga beach আর patnem beach, দূরত্ব 8km মতো। সন্ধ্যের দিকে আবার মার্কেটের দিকটা ঘুরলাম। রাতে আবার আমাদের resort এই dinner করলাম। এই resort এর খাবার খুব ভালো লাগায় আর অন্য কোথাও খাওয়ার কথা ভাবিনি।

Sunset View, Palolem Beach
তৃতীয় দিন

Palolem কে ছেড়ে 700 টাকা দিয়ে একটা অটো book করে চললাম Cola Beach, দূরত্ব 15km মতো। এখানে একরাত্রির জন্য একটা beach resort book করা ছিল। যাওয়ার পথে বেশ কিছুটা সময় কাটালাম Agonda beach এ। Palolem এর থেকে নিরিবিলি এই beach টাও সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম না।

Agonda Beach

Cola beach এ পৌঁছলাম 1টা নাগাদ, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা beach. সমুদ্রের ঠিক উল্টোদিকে রয়েছে সবুজ জলের একটা lagoon. Resort এ পৌঁছতে গেলে বেশ কিছু টা নিচে নামতে হয় সিঁড়ি বেয়ে আর উপর থেকেও cola beach এর view টা দারুন। Resort এ পৌঁছে lunch করে চললাম আবার kayaking করতে, একই rate এখানে। দারুন মজা হলো, তারপর sea beach টা পুরোটা হেটে ঘুরলাম। কিছু সুন্দর সুন্দর stone collect করলাম। sunset দেখলাম। এখানে palolem এর মতো nightlife নেই। রাত্রি বেলা balcony তে বসে বসে সমুদ্রকে উপভোগ করা ছাড়া আর কোনো কাজ নেই।

Cola Beach
চতুর্থ দিন

সকাল 11টা নাগাদ breakfast করে বেরিয়ে পড়লাম 2000 টাকা দিয়ে একটা গাড়ি book করে। প্রথমে গেলাম cabo De rama fort. Fort টা ঘুরে দেখার পর fort থেকে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নিচে নেমে পৌঁছে গেলাম peeble beach এ। বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম ঠিক 2km আগে cape goa resturant এ lunch করতে। মানে fort এ যেতে গেলে আপনাকে এই resturant এর পাশ দিয়েই যেতে হবে। Photo তোলার আদর্শ জায়গা এটা। Resturant এর পাশেই রয়েছে cabo de rama view point, কিন্তু প্রচন্ড রোদের তাপে ঘুরে ঘুরে lunch এ কিছু খেতেই ইচ্ছে করছিলো না। তাই drinks আর fruit salad খেয়ে একটু photoshoot করে আবার যাত্রা শুরু করলাম।

Cabo de rama view point

এরপর cavelossim, benaulium, betalbatim, betul এই 4টে beach ঘুরিয়ে driver দাদা আমাদের colva beach drop করে দিলো বিকেল 5টা নাগাদ। আমরা যে hotel টা এখানে book করেছিলাম সেটা ছিল beach থেকে 2min এর walking distance এ। Hotel ঢুকে fresh হয়ে আবার বেরোলাম colva beach এ sunset দেখতে। সন্ধ্যেবেলা sucorina Beach shack এ কিছু খাওয়াদাওয়া করে মার্কেটটা ঘুরে হোটেলে ফিরে গেলাম।

পঞ্চম দিন

সকালবেলা উঠে breakfast করে একটু ঘুরতে বেরোলাম আবার। করোনার জন্য লোকজন একদমই কম ছিল। এইদিন দুপুর 2টো তে flight ছিল আমাদের কলকাতা ফেরার। তাই হোটেলে ফিরে স্নান খাওয়া করে ready হয়ে এটা অটো book করে বেরিয়ে পড়লাম airport এর উদ্দেশ্যে।

South Goa তে গেলে অনেক sea beach দেখবেন কিন্তু বিশ্বাস করুন কখনো bore হবেন না। এক একটা beach এর সৌন্দর্য এক এক রকমের। এখনো অব্দি আমার দেখা সেরা beach হলো Palolem. সুযোগ পেলে আবার যাওয়ার ইচ্ছে আছে তবে cola আর agonda beach এর সৌন্দর্য ও কোনো অংশে কম নয় কিন্তু এই দুটো beach খাঁড়া হওয়ায় স্নান করা বা সমুদ্রে নামার জন্য আদর্শ নয়।

Leave a Comment
Share
ট্যাগঃ goasouth goa