আমাদের মালদ্বীপ ভ্রমণ এবং খরচের বিস্তারিত

সমুদ্র বরাবরই ভীষণ পছন্দের কিন্তু মালদ্বীপের (Maldives) এই নীল জলের মাধুর্যের যেন এক অন্য নেশা আছে। দু-তিন মাস ধরে অনেক রকম research করে আমরা যতটুকু জেনেছি সবটুকুই জানাতে কিছু ইনফো দিচ্ছি।

মালদ্বীপে দুই রকমের আইল্যান্ড হয় একটা প্রাইভেট আইল্যান্ড আর পাবলিক আইল্যান্ড। পাবলিক আইল্যান্ড (Public Island) বেশ কিছু restrictions থাকে যেমন ড্রিংকস, ড্রেস। এর কারণ হলো এটি একটি মুসলিম প্রধান দেশ। কিন্তু এখানের চার্জ অনেকটাই কম থাকে। আর প্রাইভেট আইল্যান্ডের (Private Island) চার্জ বেশি হলেও restrictions থাকে না। এরকম অনেক প্রাইভেট আইল্যান্ড আছে এবং প্রতিটি আইল্যান্ড একটি প্রপার্টির আন্ডারে থাকে।

কিছু প্রপার্টি অনেক দামি হয় আবার কিছু কম খরচে হয়। তবে আমরা চাইছিলাম একই প্রপাটিতে ওয়াটার ভিলা উইথ পুল ও বিচ ভিলা থাকে। কারণ এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ড রোমিং এখন বন্ধ আছে কোভিডের জন্য। তাই বেশকিছু আইল্যান্ড বাছার পর বুঝতে পারি এখানে টুর এন্ড ট্রাভেল গাইড হেল্প নিয়েই যেতে হবে তবেই কম প্যাকেজে ভালো ট্যুর হবে। আমরা কলকাতার অনেকের সাথে যোগাযোগ করি কিন্তু সবাই বেশি price বলছিল। তারপর ইনস্টাগ্রাম থেকে পুনের একটি একটি ট্রাভেল এজেন্সি পাই। আমরা সকলের থেকে রেট নিয়ে একটি প্রপার্টি সিলেক্ট করি Sunsiyam Olhuveli এবং পুনের ওই এজেন্সি DNDtrips আমাদের যা রেট দেয় সেটি সব থেকে পারফেক্ট হয়।

আমরা Go first এয়ারলাইনে ট্রাভেল করেছিলাম তবে আমরা নভেম্বর মাসে প্লেনের টিকিট কাটি। তবে এক্ষেত্রে বলে রাখতে চাই মালদ্বীপ যাবার টিকিট এক থেকে দেড় মাস আগে কাটলে আরেকটু সস্তায় পাওয়া যায় সেক্ষেত্রে অনেকগুলো এয়ারলাইনের অপশনস পাওয়া যায়। আর এক্ষেত্রে Go-First এভোয়েড করাই ভালো কারণ গো ফাস্ট যখন-তখন প্যাসেঞ্জার না হলে ফ্লাইট ক্যানসেল করে দেয় এবং এটা নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম , লেগ স্পেস এর প্রবলেমও আছে।

কলকাতা থেকে মুম্বাই হয়ে আমরা মালের উদ্দেশ্যে রওনা হই মুম্বাইতে তিন ঘন্টার লে ওভার ছিল।ভিসা মালদ্বীপ এর ক্ষেত্রে অন-অ্যারাইভাল পাওয়া যায়। মালে এয়ারপোর্ট থেকে বেরোবার পর বিভিন্ন resorter কাউন্টার এয়ারপোর্ট এই করা আছে আপনি আপনার কাউন্টারে গিয়ে যোগাযোগ করলেই ওরা আপনার লাগেজের দায়িত্ব নিয়ে নেবে এবং যদি আপনার স্পিড বোর্ড ট্রান্সফার থাকে সে ক্ষেত্রে ওরাই দায়িত্ব নিয়ে আপনার luggage সমেত স্পিডবোর্ড অব্দি আপনাকে পৌঁছে দেবে।

Day 1

আমরা আমাদের Resort Sunsiyam Olluvelli তে পৌঁছতে পৌঁছতে হয়ে যায় বিকেল সাড়ে তিনটে, ততক্ষণে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিল। কিন্তু আমাদের যে রিসেপশন করেছিল তাকে আমরা রিকোয়েস্ট করি যে আমাদের খুব খিদে পেয়েছে, তাই সে আমাদের ফ্রিতে অন্য হোটেলে খাবার ব্যবস্থা করে দেয়। এক্ষেত্রে বলে রাখি মালদ্বীপের রিসোর্ট গুলিতে তিন রকমের প্যাকেজ চলে।

  • All Includive- আনলিমিটেড ড্রিঙ্ক + ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সাথে non-motorized স্পোর্টস ইকুইপমেন্টস ফ্রী
  • Full Board- ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার
  • Half Board – ব্রেকফাস্ট এবং ডিনার

যেহেতু আমরা কপোত কপোতী দুজনেই ড্রিঙ্ক করি না তাই আমাদের ফুল বোর্ড প্ল্যানে দিব্যি চলে গেছিল।প্রথমে আমরা রুমে ঢুকে দেখি আমাদের বিছানা অলরেডি ফুল দিয়ে ডেকোরেট করা এবং সাথে ওয়াইনের bottle আর fruit বাস্কেট রয়েছে। সেদিন চারিদিকের অসম্ভব সুন্দর সমুদ্র দেখে রেস্টের কথা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল। ছবি তোলা আমাদের সবারই একটা নেশার মতন কিন্তু এখানে যেন সেটা অন্য অন্যমাত্রা পেয়েছিল ওখানকার সমুদ্রের জলের রং আকাশের রং ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে।এখানে একটা কথা বলা খুব জরুরী এরা প্রত্যেকে খুব টাইম পাংচুয়াল আমরা সেদিন রুমে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং নির্দিষ্ট টাইমের 15 মিনিট পর ডিনার করতে গিয়ে আমরা দেখি সেখানে সব ধোয়ামোছা এবং আমাদের জানানো হয় যে স্যার ডিনার টাইম ইজ ওভার। আমরা রুমে ফিরে কেক বিস্কুট খেয়ে সে দিন রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম।

Day 2

ব্রেকফাস্টের সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অব্দি ছিল আমরা ব্রেকফাস্ট করে যাই কায়াকিং করতে, এক ঘন্টার রেট ছিল সিঙ্গেল 5$ ও ডাবল 10$

আমাদের রিসোর্টে তিনটি সুইমিং পুল ছিল এবং রিসোর্ট এর আশেপাশের সমুদ্র বেশ অগভীর এবং জল এতটাই স্বচ্ছ যে 6 থেকে 7 ফিট পর্যন্ত একদম ক্লিয়ার ভিউ ছিল এবং আশ্চর্যের বিষয় হলো গভীরতা অনুযায়ী সমুদ্রের জলের রং পরিবর্তন হত।

বিকেলে আমরা ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম ড্রিম আইল্যান্ডে এবং সেখানে আমাদের সাথে দেখা হল বিভিন্ন রংয়ের ম্যাকাও,কাকাতুয়া, আফ্রিকান পাখিদের সাথে তারা হাতে এলো, কাঁধে উঠলো ও কথাও বলল।

যেহেতু আমাদের হানিমুন প্যাকেজ ছিল তাই সেদিন রাত্তিরে আমাদের বিচের ধারে স্পেশাল হানিমুন ডিনার দিয়েছিল এবং প্রত্যেকটা খাবার ইন্ডিয়ান ছিল এবং উল্লেখযোগ্যভাবে টেস্টি ছিল।

Day 3

প্রথমেই বলি আমি সাঁতার কাটতে জানি না তাই মাঝ সমুদ্রের Snorkeling করার সৌভাগ্য আমার হয়নি সেদিন শুধু আমার বড় বাবাজি একাই Turtle Snorkeling করতে চলে যায় মাঝ সমুদ্রে। সেই সুযোগে আমি যাই স্পা করতে।স্পা এর মূল্য ছিল 205$ আমাদের প্যাকেজে অলরেডি 50$ স্পাতে ক্রেডিট করা ছিল তাই আমাকে 155$ পেমেন্ট করতে হয়। আর turtle snorkeling এর মূল্য ছিল 45$

বিকেলে আমরা যাই মাঝ সমুদ্রে ফিশিং করতে এবং দারুণ মজার সঙ্গে সবাই ট্রাই করার পর বিভিন্ন মাছ আমরা ধরি যদিও বলে রাখি আমার ভাগ্যে একটাও মাছ ওঠেনি আমার বর দুটো মাছ ধরে ছিল নাম ছিল বারাকুডা। পরেরদিন লাঞ্চে আমাদের সেই মাছ গ্রিল করে সুন্দর করে দেয়া হয় এবং সেটা খেতেও দারুন ছিল।

Day 4

আজকের দিনটায় আর অন্য কোন অ্যাক্টিভিটি করা হলো না। কারণ সেদিন আমাদের লাইফের একটা স্বপ্ন পূরণ হওয়ার ছিল আমরা সেদিন ওয়াটার ভিলা তে shift হলাম।

এই ওয়াটার ভিলা গুলি সমুদ্রের একদম উপরে থাকে। আমরা Water villa with pool নিয়েছিলাম এবং আমাদের ভিলা একদম শেষের দিকে ছিল তাই সামনের দিকে শুধু অনন্ত সমুদ্র দেখা যেত।

Day 5

সকালে আমরা ফ্লোটিং ব্রেকফাস্ট নি যেটা সাজিয়ে আমাদের সুইমিংপুলে ওরা ভাসিয়ে দিয়েছিল। ফ্লোটিং ব্রেকফাস্টের মূল্য 140$

তারপর আমরা চলে যাই জেট স্কী করতে কিন্তু স্লট ফুল থাকার দরুন আমরা সুযোগ পাই দুপুর দুটোর সময় তাই আমরা আবার কায়াকিং করি, তারপরে লাঞ্চ করে আমরা যাই জেট স্কী করতে। জেট স্কি – 10 মিনিট 60$(min)

বাজেট- এক্ষেত্রে বলে রাখি আমাদের টোটাল (3.5L), সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা চাইলে এর থেকে কম বা বেশি টাকাতেও ঘুরে আসতে পারেন।

  • Flight – Updown 50k ( Go First ) Round Off
  • Package – Airport to Airport Full Board 2.40L
  • Cash – আমরা কলকাতা থেকেই 700 USD cash করে নিয়ে গেছিলাম যা প্রায় পুরোটাই ওখানে খরচ হয়েছে ( স্পোর্টস এক্টিভিটিস,স্পা, স্নোরকেলিং,ফ্লোটিং ব্রেকফাস্ট,টিপস, কিছু জিনিসপত্র কেনা সব মিলিয়ে)

আমাদের প্রতিদিন রাতের প্রধান আকর্ষণ ছিল বিশালাকৃতির দুটো MantaRay, রিসোর্ট থেকে সমুদ্রে জোরালো আলো ফেলত এবং তাতে প্রচুর রঙিন মাছ বেবি সার্ক এবং এই Mantaray গুলো আমাদের পায়ের নিচে ঘুরে বেড়াতো এই দৃশ্য অভাবনীয় এবং অভূতপূর্ব ছিল।

কিছু প্রয়োজনীয় টিপস

  • আপনি যে ট্রাভেল এজেন্সির সাথেই যান প্রথমে তাদের কিছু advance করতে হয় এবং আপনি advance করার পর রিসর্টে মেল করে তার কনফার্মেশন আইডিটা নিতে পারেন যে আদৌ সে বুকিং রিসোর্টকে পাঠালো কিনা।
  • ওখানকার রোদ্দুরে সান ট্যান হয় না সান বার্ন হয় তাই এমন কিছু সানস্ক্রিন লোশন ইউজ করবেন যেটা ওখানে কাজ করবে। আমরা না বুঝে কলকাতা রোদ্দুরের সাথে তুলনা করে সানস্ক্রিন লোশন নিয়ে গেছিলাম তা কিছুই কাজে লাগেনি।
  • চেষ্টা করবেন ওখানে গিয়ে কার্ড ইউজ না করতে অনেক টাকা ট্যাক্স কাটে।
  • আমরা যখন গিয়েছিলাম February মাসে তখনো পর্যন্ত কোভিড প্রটোকল অনুযায়ী আমাদের এখান থেকে RT-PCR করিয়ে নিয়ে যেতে হয়েছিল, বর্তমানে কোন রকম RT-PCR অত্যাবশ্যক নয় তবে যাওয়ার আগে মালদ্বীপের ইমিগ্রেশন সাইটে আপনার health declaration দিয়ে QR CODE জেনারেট করা ম্যান্ডেটরি এবং আসার সময় ভারতের এয়ার সুবিধা Form Fillup করা অত্যাবশ্যকীয়।
Leave a Comment
Share
ট্যাগঃ maldivesmaldivestrip