রাঙ্গামাটি

সাজেক ভ্যালি

সাজেক ভ্যালি (Saejk Valley) রাঙ্গামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিনে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। এটি রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি এর দীঘিনালা থেকে। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার এবং দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার।

খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হয়। পথে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৭২০ ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে। ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। এর হেড ম্যান লাল থাংগা লুসাই। রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক। সাজেক এর বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প। এখানে হেলিপ্যাড আছে।

সাজেক এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা ঝর্ণা নামে পরিচিত।

সাজেক এর শেষ গ্রাম কংলক পাড়া যেটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৮০০ ফুট উচুতে অবস্থিত এবং এটি সাজেকের সর্বোচ্চ উচ্চতাও। এটিও লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া। এর হেড ম্যান চৌমিংথাই লুসাই। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। এখানের বিজিবি ক্যাম্প এর পর আর কোন ক্যাম্প না থাকায় নিরাপত্তা জনিত কারণে কংলাক পাড়ায় মাঝে মাঝে যাওয়ার অনুমতি দেয় না। সাজেক ভ্যালি ভ্রমণ শেষে ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসতে পারেন।

সাজেক ভ্রমণের উপযুক্ত সময় কখন?

সারা বছরই সাজেক ভ্রমণ করা যায় শুধু মাত্র ভরা বর্ষায় পাহাড়ি রাস্তায় ভ্রমণ না করাই উত্তম। রাস্তায় ধ্বস থানমে পারে, পাহাড়ি ধ্বস হতে পারে। তাই বর্ষার পরে শীতের শুরুর দিক পর্যন্ত সাজেক ভ্যালি ভ্রমণের আদর্শ সময়। এই সময় মেঘও পাওয়া যায় প্রচুর। গরমটা এড়িয়ে প্ল্যান করাটাই উত্তম।

দীঘিনালা থেকে সাজেক যাওয়ার সেনাবাহিনীর এসকর্ট শুরু হয় কখন?

দীঘিনালা থেকে সেনাবাহিনীর এসকোর্ট শুরু হয় সকাল ১০টায় এবং আরেকটি শুরু হয় ৩টায়। একইভাবে সাজেক থেকে সকাল ১০টায় এবং বিকেল ৩টায় আর্মির এসকর্ট শুরু হবে। আপনাকে এই এসকর্ট এর সাথে যেতে আসতে হবে। সকালের এসকোর্ট ধরতে না পারলেও বিকেলের এসকর্টে যেতে পারবেন কিন্তু বিকেলের এসকর্ট মিস করলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

নিজস্ব গাড়ি নিয়ে সাজেক যেতে চাইলে সম্ভব? সেক্ষেত্রে অতিরিক্ত কোন ফরমালিটিস আছে কি?

না, আপনি চাইলে আপনার নিজস্ব গাড়ি নিয়ে সাজেক যেতে পারবেন। অতিরিক্ত কোন কিছু করতে হবে না এক্ষেত্রে। তবে মনে রাখবেন খাগড়াছড়ির পরে আর কোন ফিলিং স্টেশন পাবেন না।

সাজেক যাওয়ার উপায়

ঢাকা থেকে শ্যামলী, হানিফ ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এ ছাড়া সরাসরি দীঘিনালা যেতে চাইলে শান্তি পরিবহনের বাস যায়। ভাড়া ৫৮০ টাকা। এছাড়াও বিআরটিসি ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায়।

  • সেন্টমার্টিন পরিবহন, আরামবাগঃ ০১৭৬২৬৯১৩৪১, ০১৭৬২৬৯১৩৪০ খাগড়াছড়িঃ ০১৭৬২৬৯১৩৫৮
  • শ্যামলী পরিবহন – আরামবাগঃ ০২-৭১৯৪২৯১ কল্যাণপুরঃ ৯০০৩৩৩১ , ৮০৩৪২৭৫ আসাদগেটঃ ৮১২৪৮৮১ , ৯১২৪৫৪ দামপাড়া (চট্টগ্রাম) ০১৭১১৩৭১৪০৫, ০১৭১১৩৭৭২৪৯
  • শান্তি পরিবহন – আরামবাগ ( ঢাকা ) – ০১১৯০৯৯৪০০৭ অক্সিজেন(চট্টগ্রাম) ০১৮১৭৭১৫৫৫২

খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চান্দের গাড়ির ভাড়া এবং প্যাকেজ

খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এক গাড়িতে করে ১২-১৪ জন করে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে মাহিন্দ্রা বা চান্দের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারবেন। ভাড়ার তালিকা নিচে দেয়া হয়েছে।

খাগড়াছড়ি থেকে সাজেকস্থান সমূহ
চান্দের গাড়ির ভাড়ার ৫১০০ টাকা, মাহিন্দ্রা গাড়ির ভাড়া ৫৪০০ টাকাযাওয়া-আসা দিনে দিনে
চান্দের গাড়ির ভাড়া ৬৬০০ টাকা, মাহিন্দ্রা গাড়ির ভাড়া ৭৭০০ টাকাএক রাত্রী যাপন
চান্দের গাড়ির ভাড়া ৮১০০ টাকা, মাহিন্দা গাড়ির ভাড়া ৯৭০০ টাকাএক রাত্রী যাপন (আলুটিলা, রিছাং ঝর্ণা
ঝুলন্ত ব্রীজ ফুল প্যাকেজ)
চান্দের গাড়ির ভাড়া ৮৬০০ টাকা, মাহিন্দ্রা গাড়ির ভাড়া ১০৫০০ টাকাদুই রাত্রী যাপন
চান্দের গাড়ির ভাড়া ১০৫০০, মাহিন্দ্রা গাড়ির ভাড়া ১২৫০০ টাকাদুই রাত্রী যাপন (আলুটিলা, রিছাং ঝর্ণা
ঝুলন্ত ব্রীজ ফুল প্যাকেজ

খাগড়াছড়ি জীপ মালিক সমিতি, যোগাযোগ- ০১৬৪১৬৪৪২৪৪, ০৩৭১-৬১২৮৩

খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত সিএনজি ভাড়ার তালিকা

লোক কম হলে শহর থেকে সিএনজি নিয়েও যেতে পারবেন। যদিও সিএনজি নিয়ে যাওয়াটা খুব ঝুকিপূর্ণ। অভিজ্ঞ না হলে উল্টে যাবার সম্ভাবনা থাকে। অথবা খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা গিয়ে সাজেক যেতে পারবেন। বাসে দীঘিনালা জন প্রতি ৪৫ টাকা এবং মোটর সাইকেলে জন প্রতি ভাড়া ১০০ টাকা। দীঘিনালা থেকে ১০০০-১২০০ টাকায় মোটর সাইকেল রিজার্ভ নিয়েও সাজেক ঘুরে আসতে পারবেন। ফেরার সময় অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে বাঘাইহাট আর্মি ক্যাম্প পার হতে হবে। তা না হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। ক্যাম্পের ছবি তোলা নিষেধ এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

খাগড়াছড়ি থেকে সাজেকস্থান সমূহ
২,১০০/-শুধু যাওয়া
৩,০০০/-যাওয়া-আসা দিনে দিনে
৩,৯০০/-এক রাত্রী যাপন
৪,৯০০/-দুই রাত্রী যাপন
৪,৯০০/-এক রাত্রী যাপন (আলুটিলা, রিছাং ঝর্ণা
ঝুলন্ত ব্রীজ ফুল প্যাকেজ)
৫,৯০০/-দুই রাত্রী যাপন (আলুটিলা, রিছাং ঝর্ণা
ঝুলন্ত ব্রীজ ফুল প্যাকেজ)

খাগড়াছড়ি সিএনজি সমিতি, মােবাইলঃ ০১৮৪১০৪৮২০০, ০১৮৪১০৪৮২১১

রাঙ্গামাটি থেকে সাজেক যাওয়ার উপায়

রাঙামাটি থেকে সাজেক ভ্রমণ করার জন্য সড়ক ও নৌপথে আলাদা রুট আছে। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে বাঘাইছড়ির লঞ্চ ছাড়ে। যেতে ৫/৬ ঘন্টা সময় লাগে। ভাড়া জনপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা। এছাড়া রাঙামাটি বাস টার্মিনাল থেকে সকাল ৭ঃ৩০ মিনিটে বাস ছাড়ে। ২শ টাকা ভাড়া ও ৫/৬ ঘন্টা সময় লাগে। বাঘাইছড়ি থেকে মোটর সাইকেলে সাজেক যাওয়া যায়। আসা যাওয়া জনপ্রতি ৮শ থেকে ১ হাজার টাকা।

চট্টগ্রাম থেকে সাজেক

চট্টগ্রাম থেকে সরাসরি খাগড়াছড়ি যেতে পারবেন। এক্ষেত্রে চট্টগ্রাম এর কদমতলী বাস স্ট্যান্ড থেকে BRTC এর এসি বাস ছেড়ে যায়। ভাড়া ৩০০-৩৫০ টাকা। ফোন – ০১৬৮২৩৮৫১২৫ আর চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহনের বাস এবং লোকাল বাস ছাড়ে, এক্ষেত্রে এসি ন-এসি দুই ধরনের বাসই পাবেন। শান্তি পরিবহনের নন-এসি বাসের ভাড়া ১৯০-২০০ টাকা এবং এসি বাসের ভাড়া ৩৫০ টাকা। খাগড়াছড়ি পৌছে চান্দের গাড়ি কিংবা সিএনজি করে সাজেক যেতে পারবেন।

কোথায় খাবেন এবং খাবার খরচ

সাজেকে খাওয়ার জন্যে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টের মধ্যে আছে – ফুডানকি রেস্টুরেন্ট, চিম্বাল রেস্টুরেন্ট, মারুতি দিদির রেস্টুরেন্ট, কাশবন রেস্টুরেন্ট, মনটানার রেস্টুরেন্ট। এদের খাবার ভাল, প্রতিবেলা ২০০ টাকায় ডাল, ভাত, সবজি দেশী মুরগী প্যাকেজ খাবার পাওয়া যায়। বারবিকিউ করতে চাইলে ২২০/২৫০ টাকা।

খাগড়াছড়ি শহরের কাছেই পানখাই পাড়ায় ঐতিহ্যবাহী সিস্টেম রেস্তোরার (System Restaurant) অবস্থান। এখানে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার খেতে পারবেন। যোগাযোগঃ ০৩৭১-৬২৬৩৪, ০১৫৫৬৭৭৩৪৯৩, ০১৭৩২৯০৬৩২২ খাওয়া দাওয়া শেষে টুপ করে বেরিয়ে আসুন কাছের নিউজিল্যান্ড পাড়া থেকে।

সাজেকে থাকার হোটেল/রিসোর্ট

সাজেক ভ্যালিতে থাকবার জন্যে বেসরকারি ভাবে প্রায় শখানেক রিসোর্ট গড়ে উঠেছে যাদের অনেকেরই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কটেজ এবং রুম। সেনাবাহিনীর ৩টি রিসোর্ট ছাড়াও বেশ কিছু রিসোর্টে রয়েছে ৩৬০ ডিগ্রী ভিউ, আধুনিক টয়লেট সুবিধা, বিশাল বড় ঝুল বারান্দাসহ অনেককিছু। এখানে রইলো তেমন কিছু আবাসিক হোটেল এবং রিসোর্টের খোঁজ।

সাজেক রিসোর্ট

সাজেক রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট। যার দ্বিতীয় তলায় চারটি কক্ষ আছে। খাবারের ব্যবস্থা আছে। যোগাযোগঃ ০১৮৫৯০২৫৬৯৪ / ০১৮৪৭০৭০৩৯৫

রুন্ময় রিসোর্ট

রুন্ময় রিসোর্ট সাজেকে অবস্থিত। এর নীচ তলায় তিনটি কক্ষ আছে। প্রতিটি কক্ষে ২ জন থাকতে পারবেন। অতিরিক্ত টাকা দিয়ে অতিরিক্ত বেড নিতে পারবেন। চারটি তাবু আছে, প্রতি তাবুতে চার জন থাকতে পারবেন। যোগাযোগঃ ০১৮৬২০১১৮৫২

মেঘপুঞ্জি রিসোর্ট

মেঘপুঞ্জি রিসোর্টে (Meghpunji Resort) সর্বমোট ৪টি কটেজ আছে এবং প্রতিটি কটেজ একটি থেকে আরেকটি আলাদা। এই কটেজগুলো এমনভাবে বানানো যাতে করে পর্যটকরা সম্পূর্ণ আলাদাভাবে সাজেকে সৌন্দর্য উপভোগ করতে পারে। প্রতিটি কটেজে আছে একটি কাপল বেড এবং এক্সট্রা ফ্লোরিংয়ের ব্যবস্থা, ফলে প্রতিটি কটেজেই চারজন সহজেই থাকা যায়। প্রতিটি কটেজে আছে অত্যাধুনিক টয়লেট, ২৪ ঘন্টা পানির সুবিধা, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর সুবিধা এবং আলাদা আলাদা বারান্দা। তারাশা এর ভাড়া পড়বে ৪৫০০ টাকা, এছাড়া পূর্বাশা, রোদেলা এবং মেঘলা কটেজগুলোর ভাড়া পড়বে ৪০০০ টাকা। মেঘপুঞ্জি রিসোর্ট এ বুকিং দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন – ০১৯১১৭২২০০৭

মেঘ মাচাং রিসোর্ট

রিসোর্ট থেকে সাজেকের সেরা ভিউ এর জন্যে মেঘমাচাং রিসোর্ট (Megh Machang) পর্যটকদের কাছে সবার আগে থাকে। এখানে মোট পাঁচটি কটেজ আছে যার কিছু কাঠের এবং কিছু বাঁশের কটেজ এবং সবগুলো কটেজ থেকেই হিলভিউ পাওয়া যায়। প্রতিটি কটেজে এচাট বাথরুম হলেও তিনটি কটেজ এর ওয়াশরুমে হাই কমোড এবং বাকি দুইটি কটেজে এর ওয়াশরুমে লো কমোড দেওয়া আছে। উডেন কটেজগুলোর ভাড়া সাধারনত ৪০০০ টাকা এবং ছুটির দিনে এগুলোর ভাড়া ৪৫০০ টাকা। ব্যাম্বু কটেজগুলোর ভাড়া ৩৫০০ টাকা কিন্তু ছুটির দিনে ৪০০০ টাকা। এক রুমে সর্বোচ্চ চার থেকে পাঁচ জন থাকা যাবে। প্রতিটা কটেজে ফ্যান এর ব্যবস্থা আছে। সরাসরি বিদ্যুৎ এর ব্যবস্থা না থাকায় ২৪ ঘন্টায় কক্ষ গুলো সোলার পাওয়ার দ্বারা ব্যাকাপ দেওয়া থাকে। আর জেনারেটর দেওয়া হয় সন্ধ্যা ৭ টা রাট ১০ টা পর্যন্ত। বুকিং এর জন্যে যোগাযোগ করতে পারেন : ০১৮২২১৬৮৮৭৭

জুমঘর ইকো রিসোর্ট

জুমঘর ইকো রিসোর্টে (Jumghor Eco Resort) থাকবার জন্য ৬ টি কটেজ রয়েছে। এদের মধ্যে গোলঘর ৪ টি আর চারকোণা কটেজ ২টি। গোলঘরে থাকতে পারবেন ৪ জন করে এবং চারকোণা ঘর গুলোতে ৫ জন করে থাকতে পারবেন। এই রিসোর্টের প্রতি কটেজের ভাড়া মাত্র ৩০০০-৩৫০০ টাকা প্রতিরাত। কটেজের খোলা বারান্দায় দাড়িয়ে সাজেকের মেঘ দেখার সৌভাগ্য হবে যদি এই রিসোর্টে থাকলে। বুকিং এর জন্যে ফোন নাম্বার – ০১৮৮৪২০৮০৬০

ছায়ানীড় ইকো রিসোর্ট

ছায়ানীড় ইকো রিসোর্ট (Chayanir Eco Resort) থেকে আপনি সূর্যাস্ত এর মনোরম দৃশ্য এবং বিস্মৃত পাহাড়রাশির সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। এই পুরো কটেজে তিনটি কাপল কাম ডাবল কটেজ রয়েছে। প্রতি রুমে ৪ জন করে মোট ১২ জন এর থাকার ব্যাবস্থা রয়েছে। প্রতি রুমে একটি করে বেড থাকবে যেটাতে দুইজন এবং ফ্লোরিং বেড এ আরো দুইজন মোট ৪ জন থাকতে পারবেন। দুইটি রেগুলার রুম এবং একটি প্রিমিয়াম রুম। প্রিমিয়াম রুম এর স্পেস অন্য দুটি থেকে বড় এবং নান্দনিক পিরামিড ডিজাইনে করা। রেগুলার রুম – ৩০০০ টাকা প্রতিরাত এবং প্রিমিয়াম রুম ৩৫০০ টাকা প্রতিরাত। বুকিং এর জন্যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন – 01881164864

ইমানুয়েল রিসোর্ট

এটিতে ৮ টি রুম আছে। সবগুলো কমনবাথ। যোগাযোগ: ০১৮৬৫৩৪৯১৩০, ০১৮৬৯৪৯০৮৬৮ (মইয়া লুসাই) ( বিকাশ) এই রিসোর্টটা একদম সাধারণ একটা রিসোর্ট, বন্ধু বান্ধব বা যাদের থাকা নিয়ে কোন অভিযোগ নেই তারা এখানে থাকতে পারেন মেয়ে বা পরিবারের জন্য এটা আদর্শ রিসোর্ট নয়।

সারা রিসোর্ট

এটি রুইলুই পাড়ায় অবস্থিত। এর মালিক রুইলুই পাড়ার কারবারী মনা দাদা। এখানে ৪ টি রুম আছে। তিনটি এটাচ বাথ। একটি কমন বাথ। প্রতি রুমে একটি খাট আছে। ২ জন থাকা যাবে। রুম গুলো একটু ছোট। টিনের তৈরী। সোলার আছে। যোগাযোগ: ০১৫৫৪৫৩৪৫০৭

আলো রিসোর্ট

আলো রিসোর্ট সাজেক এ থাকার জন্যে প্রথম গড়ে ওঠা রিসোর্ট। রুইলুই পাড়ায় গড়ে তোলা আলো রিসোর্ট থেকে আপনি কোন প্রকার ভিউ পাবেন না ঠিক তবে কম খরচে থাকার জন্য এটি হতে পারে বাজেট ট্রাভেলারদের জন্যে সেরা অপশন। এই রিসোর্টে রুম রয়েছে ৬টি যাদের মধ্যে ডাবল রুম ৪টি এবং সিঙ্গেল রুম ২টি। এসব রুমে ভাড়া পড়বে ১৫০০ থেকে ১৮০০ টাকা প্রতিরাত। বুকিং এর জন্যে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে – ০১৮২০৭৪৭৬৫৫, বিকাশঃ ০১৮৬৩৯০০৬০৯

আদিবাসি ঘর

সাজেকে একদম কম খরচে থাকতে চাইলে আদিবাসি ঘরের কোন বিকল্প নেই। এসব ঘর গুলোতে জন প্রতি ১৫০ থেকে ৩০০ টাকায় থাকা যায়। তবে পরিবার বা কাপলদের থাকার জন্য এই ঘর আদর্শ নয়। তাই নিজ বন্ধু বান্ধবরা মিলে যদি কম খরচে ঘুরতে চায় তাহলে আদিবাসি ঘরে থাকা যেতে পারে। এতে করে তাদের জীবন যাত্রা সম্পর্কেও কিছুটা ধারনা পাওয়া যাবে।

খাগড়াছড়ি থাকবার হোটেল/রিসোর্ট

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সহ বিভিন্ন মানের থাকার হোটেল আছে। দীঘিনালায় কয়েকটি হোটেল থাকলেও দীঘিনালা গেস্ট হাউজের মান কিছুটা ভালো।

  • পর্যটন মোটেল – এটি শহরে ঢুকতেই চেঙ্গী নদী পার হলেই পরবে। মোটেলের সব কক্ষই ২ বিছানার। মোটেলের অভ্যন্তরে মাটিতে বাংলাদেশের মানচিত্র বানানো আছে। তবে পুরো খাগড়াছড়ি জেলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোল্টেজ ওঠানামা করায় এসি রুমগুলো নন-এসি হিসেবে ভাড়া দেয়া হচ্ছে। যোগাযোগঃ ০৩৭১-৬২০৮৪৮৫
  • হোটেল ইকো ছড়ি ইন – খাগড়াপুর ক্যান্টর্মেন্ট এর পাশে পাহাড়ী পরিবেশে অবস্থিত। এটি রিসোর্ট টাইপের হোটেল। যোগাযোগঃ ০৩৭১-৬২৬২৫, ৩৭৪৩২২৫
  • দীঘিনালা গেস্ট হাউজ – এটি দীঘিনালা শহরের বাস স্ট্যান্ডের উল্টো পাশে অবস্থিত। এটি দীঘিনালার আবাসিক হোটেল গুলোর মধ্যে একটু মানসম্মত। নূর মোহাম্মদ(ম্যানেজার) – ০১৮২৭৪৬৮৩৭৭
  • হোটেল শৈল সুবর্ন – ০৩৭১-৬১৪৩৬, ০১১৯০৭৭৬৮১২
  • হোটেল জেরিন – ০৩৭১-৬১০৭১
  • হোটেল লবিয়ত – ০৩৭১-৬১২২০, ০১৫৫৬৫৭৫৭৪৬, ০১১৯৯২৪৪৭৩০
  • হোটেল শিল্পী – ০৩৭১-৬১৭৯৫
Leave a Comment
Share