পেলিং, রাবাংলা এবং নামচি ট্যুর প্ল্যান

আরামদায়ক অথবা রিলাক্স ট্যুর করতে চাইলে ২ রাত পেলিং ও ২ রাত রাবাংলা থাকুন। নিচের প্ল্যানটা দেখে নিতে পারেনঃ

  • ১ম দিন: নিউ জলপাইগুড়ি থেকে পেলিং
  • ২ য় দিন: পেলিং সাইটসিন
  • ৩য় দিন: পেলিং এর বাকি থাকা সাইটসিন সেরে রাবাংলা ড্রপ
  • ৪র্থ দিন: নামচি সাইটসিন
  • ৫ম দিন: নিউ জলপাইগুড়ি ড্রপ
  • সময় কম থাকলে শেষ দুটো দিন এক করে নিতে পারেন।
রিম্বি অরেঞ্জ গার্ডেন

পেলিং এ থাকার জন্যে হোটেল আপার পেলিং এ নিলে ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা দুটোই ভালো দেখতে পাওয়া যায়। হোটেল সিম্ভ, হোটেল ভিউ পয়েন্ট অন্যতম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পেলিং সাইটসিন এর জন্যে এক দিন যথেষ্ট নয়, স্কাইওয়াক আর রবদেন্সে রুইন একটু বেশি সময় নিয়েই দেখতে হয়।

পেলিং ও তার আশপাশে ঘোরার জায়গা গুলো হল:

  • রিম্বি ফলস
  • রিম্বি অরেঞ্জ গার্ডেন ও রিভার
  • দারাপ ভিলেজ (বড় এলাচের চাষ হয়)
  • কাঞ্চনজঙ্ঘা ফলস
  • খেছিপেরি লেক ও মনাস্তেরি
  • দেন্তাম ভ্যালি
  • ছাঙ্গে ফলস
  • সিংশোর ব্রিজ (দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত ব্রিজ এশিয়াতে)
  • প্রেমিয়াংসে মনাস্তেরী
  • স্কাই ওয়াক
  • রবদেনসে রইন/পালেস ও বার্ড পার্ক

প্রেমিয়ানসে মনাস্ট্রি, রবদেন্সে রূইন আর skywalk পর এর দিন গেলে সময় নিয়ে দেখা যায়। এন্ট্রি পয়েন্ট থেকে রবদেন্সে রুইন্স পৌঁছাতে ১.৫ কিমি এর মত হাঁটতে হয়। তবে এটা মিস করবেন না, খুবই সুন্দর জায়গা। এই তিনটে জায়গা দেখে রভাংলা চলে যেতে পারেন ওই দিনে।

রাবাংলা বৌদ্ধ পার্ক

বিকেলের আলোতে রাবাংলা বুদ্ধ পার্ক অসাধারণ লাগে। বুদ্ধ পার্ক মার্কেট এরিয়া থেকে আরো ২ কিমি ওপরে। বুদ্ধ পার্কের গা ঘেঁষে বেশ কিছু হোটেল আছে, পার্কের ভিউ পাবেন হোটেলে বসে। আমরা ছিলাম বুদ্ধ পার্ক রেসিডেন্সি তে, এই হোটেলের আর একটি বাড়তি পাওনা হল হোটেল থেকে বুদ্ধ পার্ক সরাসরি যাওয়ার রাস্তা। রভাংলা মার্কেট থেকে সরাসরি গাড়ি বুক করে নিন পরের দিনের নামচি সাইটসিন এর জন্যে।

রাভাংলা ও নামচিতে ঘোরার জায়গা গুলো হলো:

  • চার ধাম
  • সাই বাবা মন্দির
  • বাইচুং স্টেডিয়াম (তৈরী হচ্ছে)
  • সন্দ্রুপসে
  • রক গার্ডেন
  • টেমি টি গার্ডেন (অর্গানিক)
  • রভাংলা বুদ্ধ পার্ক

নামচি সন্দ্রুপসেতে “রোপ ওয়ে” আছে, আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চড়লে ভালো লাগবে। এছাড়া নামচিতে চার ধাম প্রথমে যান, হাতে সময় নিয়ে দেখুন।

ডেন্থাম ভ্যালী

রাভাংলা থেকে শিলিগুড়ি/NJP ফেরার গাড়ি আগের দিন বুক করে নিন, খুব বেশি গাড়ির এন জে পি যাওয়ার পারমিট নেই, শিলিগুড়ি পর্যন্ত যায়।

  • হোটেল সিম্ভ: 09733011761
  • বুদ্ধ পার্ক রেসিডেন্সি: 7044662777
  • এন জে পি থেকে পেলিং ভাড়া: ₹৪২০০
  • পেলিং সাইটসিন: ₹২৫০০
  • পেলিং থেকে রভাংলা ড্রপ: ₹২০০০
  • নামচি সাইটসিন: ₹২৫০০
  • রাভাংলা থেকে এন জে পি ড্রপ: ₹৩৫০০

তবে একটা বিষয় মনে রাখতে হবে, সিজন অনুযায়ী ভাড়া পরিবর্তন হতে পারে।

Leave a Comment
Share