গোপালগঞ্জ

পদ্মবিল, করপাড়া

জলজ ফুলের রানী বলা হয় পদ্মকে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জ এর বিলের চিত্র। দূর থেকে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা! গোপালগঞ্জ জেলার চার পাশে রয়েছে অসংখ্য বিল। তার মধ্যে অন্যতম সদর উপজেলার বলাকইড় বিল। গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। ১৯৮৮ সালের পর থেকে বর্ষাকালে এ বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। আর এ কারণে এখন এ বিলটি পদ্মবিল (Poddo Beel) নামেই পরিচিত হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে চারিদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রং এর পদ্ম দেখলে মন ও জুড়িয়ে যায়। চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম। এমন অপরূপ দৃশ্য ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসছে শতশত মানুষ।

কিভাবে যাবেন

ঢাকার গুলিস্তান বাস টার্মিনাল থেকে মধুমতি অথবা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে গোপালগন্জ শহর চলে যান। সেখান থেকে টমটম করে করপাড়া বাজার। করপাড়া বাজার থেকে ইটের রাস্তা ধরে ৫ মিনিট হাঁটলেই পদ্মবিল।

কোথায় থাকবেন

গোপালগঞ্জ শহরে থাকার ভালো হোটেল গুলোর মধ্যে আছে –

১. পলাশ গেস্টহাউজ (মোসলেমউদ্দিন প্লাজা): ০১৭১১১২৬২৮৭, ০১৯২৪৮৭৮০০৮, ০৬৬৮৬১৪৬৫
২. হোটেল জিমি (আবাসিক): ১০৯ ডি, সি রোড, কালীবাড়ি সংলগ্ন, গোপালগঞ্জ, ফোন: ০২-৬৬৮-৫৭৯৭, ০১১৯১৬২০৫৫৭

লেখা কৃতজ্ঞতাঃ দীপ বিশ্বাস
Leave a Comment
Share
ট্যাগঃ billgopalganjkorparalotuspadma