গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিসৌধ, টুঙ্গিপাড়া

মধুমতি নদীর তীরে পাটগাতির পরেই টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এই টুঙ্গিপাড়া। নির্জন নিরিবিলি উপজেলা শহর এখন। এখানে চারদিকে গাছগাছালি, ফল ও বিল। যেন ছবির মতো সাজানো এই টুঙ্গিপাড়া। এই টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের (Sheikh Mujibur Rahman) সমাধি।  বঙ্গবন্ধুর সমাধির পাশেই তাঁর বাড়ি। এখানে ঢুকতেই পাথরের গায়ে লেখা রয়েছে – “দাঁড়াও পথিক বর যথার্থ বাঙালি যদি তুমি হও। ক্ষণিক দাঁড়িয়ে যাও, এই সমাধিস্থলে। এখানে ঘুমিয়ে আছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা। এ দেশের মুক্তিদাতা, বাংলার নয়নের মণি”।

কিভাবে যাবেন

গোপালগঞ্জ (Gopalganj) হতে বাসে চড়ে টুঙ্গীপাড়া বাসস্ট্যান্ডে নেমে ভ্যান/রিকশা/ম্যাক্সিতে চড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এ আসতে পারেন।

কোথায় থাকবেন

টুঙ্গিপাড়ায় (Tungipara) থাকার জন্যে বেশকিছু হোটেল রয়েছে। তাদের মধ্যে কালীবাড়ি রোডে হোটেল জিমি এবং রেল রোডে হোটেল মমতাজ উল্লেখযোগ্য।

Leave a Comment
Share