ইন্দোনেশিয়ার বালির সী বীচ নিয়ে রিভিউ

আমি চেষ্টা করবো ইন্দোনেশিয়ার বালি এর সী বীচ মোটামুটি ডিটেইল একটা আইডিয়া দিতে।

Beaches of Bali ♥

Kuta Beach

বালির বীচ গুলো সুন্দর। তবে সব বীচই যে সুন্দর হবে তেমনটা না! বালি নিয়ে বেশ কিছু পোস্টে এই কুটা বীচে যাওয়ার কথা বলা হয়েছে!!!! ( :/ ) বেসিক্যালি ওখানে গিয়ে অনেকটাই হতাশ ছিলাম আমি। পানি অতটা পরিষ্কার না, বীচের এনভায়রনমেন্টও আহামরি কিছু না। In my opinion, it’s not worth it…(Distance 10 minutes from the airport) অবশ্য এয়ারপোর্ট থেকে কাছে হয়ায় অনেকে প্রথম দিন কুটা বীচে যাওয়ার কথা বলেছেন।

Legian Beach

Kuta এরিয়া থেকে ৫ মিনিটের দূরত্ব। খারাপ না, ভালও না! তবে হোটেল এরিয়া থেকে কাছে হয়ায় মানুষজন বেশি যায় ওখানে।

Seminyak Beach

Kuta এরিয়া থেকে ১০ মিনিটের দূরত্ব। বেসিক্যালি এটা পার্টি বিচ। রাতের দিকে বীচ পার্টি হয়। ইউরোপিয়ান থাকবে অনেক। হাতে বিয়ার গ্লাস নিয়ে উচ্চস্বরে গান বাজনা শোনা আর সাগরের হাওয়া বাতাস খাওয়া, এই হচ্ছে এই বীচের মূলমন্ত্র! বালির নাইট লাইফ দেখার জন্যে এই বীচ পারফেক্ট চয়েস।

Padang Padang Beach 😍

এক কথায় অসাধারণ! পানি আকাশের মত নীল। বীচটা অনেক ছোট। কিন্তু অনেক গোঁছানো! বালিতে গেলে এই বীচে যাওয়া উচিত আর অবশ্যই পানিতে নামা উচিত! সাগর অনেক বেশি শান্ত! পারফেক্ট ফর স্যুইমিং!

Dreamland Beach ♥

এটাও অনেক বেশি সুন্দর! সাগরে ঢেউ আছে ভালই! বড় বড় ঢেউয়ের মাঝে সার্ফিংও করা যাবে। সার্ফারদের কাছে এই বীচ ভালই পরিচিত। আশেপাশে সার্ফিং স্কুলও আছে! চাইলে শিখেও নিতে পারেন।

আমার মতে বালিতে ঘুরতে গেলে অবশ্যই লাস্টের দুইটা বীচে যাওয়া উচিত। দূরত্ব একটু বেশি। তবে Uluwatu Temple এবং Tanah Lot এর ঠিক মাঝামাঝি হওয়ায় যাওয়ার পথে ঢু মেরে যেতে সমস্যা কি?

Trust me…you won’t regret! 😊

আর বিদেশে আমরা সবাই যাই অনেক কম সময় নিয়ে। ওখানে গিয়ে এত কিছু জেনে নেওয়ারও সময় থাকে না। আর ইউটিউবে সবকিছুকেই ওয়েস্টার্ণ কালচারে দেখা হয়। শুনতে অবাক লাগলেও রেটিংয়ে বালির অন্যতম দর্শনীয় স্থান Paddy Field…মানে একটা সাজানো গোছানো ধানক্ষেত!! ইউরোপিয়ানদের কাছে এটার মত আরো অনেক কিছুই আগ্রহের। ইউটিউব দেখে তাই পুরো আইডিয়াটা পাওয়া যায় না।

Leave a Comment
Share
ট্যাগঃ baliindonesiareviewsea beach