কক্সবাজার এক্সপ্রেস এর টিকেট মূল্য এবং সময়সূচীসহ বিস্তারিত

ট্রেনের নাম: Cox’sbazar Express কক্সবাজার এক্সপ্রেস

সময়সূচী

  • আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ৮১৪ ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাবে রাত ১০ঃ৩০ মিনিটে। কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ০৭ঃ২০ মিনিটে।
  • কক্সবাজার এক্সপ্রেস ৮১৩ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে দুপুর ১২ঃ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে রাত ০৯ঃ১০ মিনিটে।
  • ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী ৮১৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার রাত।
  • কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী ৮১৩ ট্রেনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

টিকিটের মূল্য

ঢাকা টু কক্সবাজারঃ

  • শোভন চেয়ার ভাড়া ৬৯৫ টাকা
  • স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া ১৩২৫ টাকা

ঢাকা থেকে চট্টগ্রামঃ

  • শোভন চেয়ার ভাড়া ৪৫০ টাকা
  • স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া ৮৯৫ টাকা

চট্টগ্রাম থেকে কক্সবাজারঃ

  • শোভন চেয়ার) ভাড়া ২৫০ টাকা।
  • স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া ৪৭০ টাকা

জানালার পাশের (Window Seat):

  • শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।
  • স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷
সিট:শোভন চেয়ার/S_Chair:

ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০ – ৩৩ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:

ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৮সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

  • কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
  • দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন।
  • এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
  • এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
  • এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১.
  • রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে।
  • রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]
  • রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]
  • এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮
Leave a Comment
Share