হিমাচল প্রদেশের কৈলাশ ট্রেকিং প্ল্যান

ট্রেক রুটঃ কৈলাশ, কিন্নর, হিমাচল প্রদেশ

মুডঃ ব্যাকপেকিং, ট্রেকিং

ব্যাকপেকিং বাজেটঃ ১০,০০০ টাকা (আনুমানিক)

সময়ঃ ১০-১২ দিন

কিভাবে যাবেনঃ

  • হাওড়া ষ্টেশন থেকে ট্রেনে কালকা / দিল্লী
  • কালকা থেকে টয় ট্রেনে শিমলা / দিল্লী থেকে বাসে শিমলা
  • শিমলা থেকে গভমেন্ট বাসে রামপুর (রাতে রামপুরে থাকতে পারেন)
  • রামপুর থেকে গভমেন্ট বাসে রেকংপিউ (গভমেন্ট বাসের সার্ভিস ভালো)
  • রেকংপিউ থেকে তিন/চারদিনের প্রয়োজনীয় জিনিস, পোর্টার/গাইড লাগলে গাইড/পোর্টার নিয়ে বাসে তাংলিং ঝোলা নামতে হবে
  • সকাল সকাল শুরু করলে তাংলিং ঝোলা পার হয়ে ট্রেক করে প্রথম দিন আশিকি পার্ক পৌছানো সম্ভব অন্যথায় আশিকী পার্কের ৩ ঘন্টার হাঁটা রাস্তা আগে একটি ধাবা আছে সেখানো থাকার ব্যবস্থা আছে। এই ধাবার পর আরে কোন দোকান নেই, খাবারের ব্যবস্থা নেই। পরবর্তী আপনার খাবারের ব্যবস্থা, রান্না আপনাকে / আপনার গাইড পোর্টারকে করতে হবে। সেই প্রস্তুতি রেকংপিউ থেকে করে নিতে হবে। আশিকি পার্কে নিজেদের টেন্টে থাকতে পারবেন, ভাড়ায় টেন্টে থাকা যায় প্রতিদিন ৬০০ রুপি, অথবা আশিকি পার্কে বন বিভাগের কিচেনে থাকা যায় (বিনা খরচে)।
  • আশিকি পার্ক থেকে পরের দিন পাথরের গুহায় থাকতে হবে অথবা ঝর্নার পাশে টেন্ট করে।
  • গুহা থেকে খুব সকালে হাঁটা শুরু করতে হবে। গুহা থেকে ঘন্টা খানিক পর থেকে বোল্ডার শুরু হবে। এই বোল্ডার পেরিয়েই সামনে এগুতে হবে। তিন/চার ঘন্টা পর পার্বতী কুন্ড পাবেন। এখান থেকে পানি খেয়ে পরবর্তী ৫-৬ ঘন্টার জন্য প্রয়োজনীয় পানি নিয়ে ‍নিতে হয়। এরপর আর কোন পানির উৎস নেই।
  • পাবর্তী কুন্ড থেকে প্রায় তিন ঘন্টার বোল্ডারের পথ পেরোনোর পর কৈলাশের উপরে পৌঁছে যাবেন। দুপুর বারোটার পর উপরে উঠা কোনভাবেই ঠিক না। প্রচন্ড ঝড়ো বাতাস শুরু হয়।
  • উপরের উঠার সময় সব এনার্জি শেষ করা যাবে না। ঠিক একই পথে একই দিনে আপনাকে গুহা বা আশিকী পার্কে ফিরে আসতে হবে।
  • গুহা বা আশিকী পার্ক থেকে রেকং পিউ। রেকংপিউ থেকে সন্ধায় সরাসরি শিমলার বাসে শিমলা ফিরে আসতে পারবেন। শিমলা হয়ে কালকা বা দিল্লী হয়ে কলকাতা।
Leave a Comment
Share