কোঠিগাঁও

দার্জিলিং জেলার মিরিকের কাছে, পোখরিয়াবং টি এস্টেটের মাঝে সবুজ প্রকৃতির কোলে কোঠিগাঁও (Kothi Gaon) একটি ছোট্ট পাহাড়ী গ্রাম। এই অঞ্চল মূলত দার্জিলিং এর চা বাগানগুলির মধ্যে বিস্তৃত। সবুজ গালিচা মোড়া পাহাড়ী ঢাল আর মাঝেমাঝে আঁকাবাঁকা পাহাড়ী পথ নিয়ে যায় কোঠিগাঁওয়ের পথে। চা বাগানকে নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন এই অঞ্চলের মানুষ। তবে বর্তমানে গ্রামীণ ট্যুরিজমের চাহিদা বেশ ভালো। এমন নিরিবিলি শান্ত প্রকৃতির কাছাকাছি থাকার প্রবণতা এখন বেশি। তাই বেশ কিছু হোমস্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। স্থানীয় মানুষের উষ্ণ আতিথিয়তা ও প্রকৃতির স্নিগ্ধ রূপ মিলেমিশে পাহাড়ী অবসরকে করে তুলবে মোহময়ী। ভিলেজ ট্যুরিজমের মজা নিতে, রোজকার খাবার ছেড়ে যারা একটু স্থানীয় খাবারের স্বাদ নিতে চান, সঙ্গে নেচার ওয়াক, বার্ড ওয়াচিং ইত্যাদি করে প্রকৃতির নীরবতায় হারিয়ে ফেলতে চান নিজেকে, তাদের জন্য এই পাহাড়ী গ্রাম এক দারুণ ডেস্টিনেশন হতে চলেছে একথা বলাই যায়। সঙ্গে এই হোমস্টের আধুনিক এবং অভিনব আর্কিটেকচার যা রাতের আলোয় জঙ্গলের নীরবতা ও নিকষ কালো প্রকৃতির মাঝে রহস্যময় হয়ে উঠে এক ভালোলাগার পরিবেশ তৈরী করে।

কোঠিগাঁও এর কাছাকাছি দর্শনীয়স্থান

কোঠিগাঁও থেকে কাছেপিঠে ঘুরে দেখতে পারেন মিরিক লেক, গোপালধারা চা বাগান, পোখরিয়াবং, জোরপোখরি, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ প্রভৃতি জায়গাগুলি। কোঠিগাঁও থেকে দার্জিলিং এর দূরত্ব ৩২ কিমি, তাই চাইলে দিনে-দিনে দার্জিলিং থেকেও ঘুরে আসা যায়।

কোঠিগাঁও যাওয়ার উপায়

নিউ জলপাইগুড়ি থেকে কোঠিগাঁও এর দূরত্ব ৭০ কিমি। গাড়ীতে যেতে সময় লাগে ৩-৩.৩০ ঘন্টা। ছোট গাড়ী ভাড়া আনুমানিক ৪,০০০/- এবং বড় গাড়ী ভাড়া আনুমানিক ৫,৫০০/-

থাকবার খোঁজ

কোঠিগাঁও ইকোস্টেতে থাকার খরচ-

  • ব্যালকনি সহ রুম- ৩০০০/- প্রতি রাত্রি।
  • ব্যালকনি ছাড়া রুম- ২,৫০০/- প্রতি রাত্রি।
  • এক্সট্রা চাইল্ড স্টেয়িং কস্ট ৫০০/-।

খাওয়ার খরচ

মিল চার্জ ৪০০/- জনপ্রতি প্রতিদিন। (ব্রেকফাস্ট, টি, এবং ননভেজ ডিনার)
লাঞ্চ চার্জ- ২৭০/- জনপ্রতি।

Leave a Comment
Share