রাঙ্গামাটি

মুপ্পোছড়া ঝর্ণা

ধুপপানি ঝর্ণা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা নামক স্থানে অবস্থিত। অনিন্দ্য সুন্দর মুপ্পোছড়া। ঝর্ণার কলতান এবং জলকণা থেকে ধোয়া হয়ে আসা পানি আপনাকে বিমোহিত করবেই। মুপ্পোছড়ার পাশে বেশ উপরে একটা স্টেপ দিয়ে পানি এসে পড়ছে। একটু ঝুকিপূর্ণ কিন্তু ওখানে উঠতে পারলে সৌন্দর্য্য এর সংজ্ঞা আবার নতুন করে লিখতে চাইবেন। অদ্ভুত সুন্দর এই সৌন্দর্য্য।

যাওয়ার উপায়

ঢাকা থেকে কাপ্তাই গিয়ে সেখানের লঞ্চঘাট থেকে একটা ট্রলার ভাড়া করে ২ ঘন্টা ৩০ মিনিটে বিলাইছড়ি। কাপ্তাই থেকে বিলাইছড়ি দুইভাবে যাওয়া যায়। – ট্রলার রিজার্ভ করে অথবা লোকাল ট্রলারে করে। যদি ট্রলার রিজার্ভ করতে চান সেইক্ষেত্রে ভাড়া নিবে ১০০০-১৫০০ এর মধ্যে। অবশ্যই দামাদামি করে নিবেন। আর লোকাল ট্রলারে করে গেলে ৫৫ টাকা করে পড়বে প্রত্যেকজনের। আর লোকাল ট্রলার প্রথমটা ছাড়ে কাপ্তাইঘাট থেকে সকাল ৮.৩০ টায়। তারপর ১/১.৩০ পর পর ছেড়ে যায়। খাওয়া দাওয়া যাওয়ার পথে বিলাইছড়ি বাজারে করে নেবেন।

বিলাইছড়ি এর হাসপাতাল ঘাট থেকে আবার ট্রলার রিজার্ভ করতে হবে বাঙ্গালকাটা পর্যন্ত। ভাড়া নিবে ৬০০-৮০০ টাকা। যেতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। বাঙ্গালকাটায় নেমে আপনাকে গাইড ঠিক করতে হবে। গাইড ফি ৩০০-৫০০ টাকা।

তারপর প্রায় আড়াই-তিন ঘন্টার ট্রেকিং শেষে মুপ্পোছড়া ঝর্ণা। যাওয়ার আগে কিছু শুকনো খাবার সাথে করে নিয়ে যেতে ভুলবেন না।

ট্রলারের জন্যে যোগাযোগঃ মাঝির নাম সুজন – ০১৮৬১৭৯২৪৫২

বোট ভাড়াঃ ১০০০-১৫০০ নিবে (কাপ্তাই-বিলাইছড়ি) এবং ৬০০-৮০০ টাকা নিবে (বিলাইছড়ি-বাঙ্গালকাটা)

থাকার ব্যবস্থা

বিলাইছড়িতে থাকার ব্যবস্থা আছে। যদি ট্রলার রিজার্ভ করে যান তাহলে ট্রলারওয়ালাকে বলবেন হাসপাতাল ঘাটে ট্রলার থামাতে। ট্রলার থেকে নেমে নিরিবিলি বোর্ডিংয়ে উঠতে পারেন। ডাবল বেড ৫০০ টাকা, সিঙ্গেল বেড সম্ভবত ৩০০ টাকা। নিরিবিলি বোর্ডিংয়ের প্রোপাইটর হল সঞ্জয় তালুকদার এবং তার নাম্বারঃ ০১৫৫৩-১২৮৬৭৩ / ০১৮২৭-৭২২৯০৫

না থাকার ইচ্ছা থাকলে অবশ্যই কাপ্তাই থেকে সকাল ৬ টায় রওনা দিবেন।

কোথায় খাবেন

বিলাইছড়িতে খেতে চাইলে বকুলের দোকানে খেতে পারেন।

নোটঃ জাতীয় পরিচয়পত্র নিতে হবে। না থাকলে জন্ম নিবন্ধনের সনদ। তাও না থাকলে স্টুডেন্ট আইডি কার্ড, আর চাকুরীজীবী হলে সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড নিতে হবে। সেনাবাহিনীর ক্যাম্পে পরিচয়পত্র দেখতে চাইবে।

Leave a Comment
Share