ধামোর চা বাগান
ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল উপজেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা।
হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দুইজেলা।আসলে ভ্রমণ স্থান বলতে আমারা শুধু সিলেট চট্রগাম, খুলনার স্থানগুলো বেছে নেই।দেশের আনাচে কানাচে যে কত নান্দনিক স্থান রয়েছে তা কল্পনাতীত।
ঠাকুরগাঁ জেলের রাণীশৈংকল উপজেলায় অবস্থিত বহুল আলোচিত রাজা টংকনাথের বাড়ি।ভাঙ্গা এই রাজবাড়িটি অনেক সুন্দর বাড়ির পিছনে রয়েছে বিশাল আমবাগান যা আপনার মন তুষ্ট করতে যথেষ্ট।
পঞ্চগড় জেলার আটোয়ারীতে রয়েছে সমতল ভূমির চা বাগান। তেমন প্রচার নেই বিধায় লোকজন যাতায়ত কম করে, তবে গ্যারান্টি দিতে পারি যারা সিলেট চা বাগান দেখেছেন তারা এটি দেখে নিরাশ হবেন না।এখান থেকে ইচ্ছা করলে একটি চাগাছ এনে আপনার বাড়িতে রোপন করতে পারবেন।
ঢাকা থেকে রাণীশৈংকল অনেক পরিবহনের বাস যায়। রানীশৈংকল নেমে যে কোন অটোরিক্সাকে বললে রাজবাড়ী নিয়ে যাবে। সেখান থেকে আবার রাণীশৈংকল বাজারে এসে বাস বা অটোতে করে আটোয়ারী বাজার। আটোয়ারী বাজার থেকে অটোরির্জাভ করে ধামোর চা বাগান। পরে আটোযারী বাজার থেকে বাসে ঢাকা।
একদিনে খুব সুন্দর একটা ট্যুর দিতে পারবেন আশা করি।
Leave a Comment