নেত্রকোণা ট্যুর প্লান

নেত্রকোনা (Netrokona) ঢাকার খুব কাছেই যার অবস্থান। এখানে দেখবার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। ঢাকার আসে পাশে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতে চাইলে আপনার জন্যে নেত্রকোণা হতে পারে অন্যতম চয়েজ। যারা ঢাকা থেকে ডে ট্যুরে (Day Trip) নেত্রকোণা থেকে ঘুরে আসতে চান তাঁরা চাইলে আমার এই প্ল্যানটা দেখতে পারেন।

ডে ট্রিপে নেত্রকোণা ভ্রমণ পরিকল্পনা

ঢাকা থেকে রাত ১০.১৫ তে হাওড় এক্সপ্রেস ট্রেনে করে ঠাকুরাকোনা/বারহাট্টা স্টেশনে নেমে পড়ুন। ভোর ৪/৫টার মদ্ধ্যে নামিয়ে দিবে। সেখান থেকে কলমাকান্দা বাজার হয়ে পাঁচগাঁও বর্ডার পৌছাতে হবে। এক্ষেত্রে সময় লাগবে ১ ঘন্টা। এখানে পৌঁছে নাস্তা সেরে মেঘলয় পাহাড় এর উদ্দেশ্যে হাটা শুরু করুন। ঝিড়ি পথ ধরে প্রায় ২/৩ ঘন্টা সময় কাটানোর মতো একটা জায়গা।

তারপর চন্দ্রডিংগা পাহাড়, বটগাছ দেখা শেষ করে পাতলাবন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। তারপর লেংগুরা বাজার হয়ে যেতে হবে সাত শহীদের মাজার ও মমিনের টিলা। সব দেখা শেষ করতে করতে দুপুর প্রায় ১২ টার মতো বেজে যাবে। তারপর যাত্রা শুরু করতে হবে সুসং-দূর্গাপুর এর উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা। এরপর সোমেশ্বরী নদী পার হয়ে ওই পাড়ের বাজার থেকে অটো রিক্সা ভাড়া করতে হবে। একসাথে ৫/৬ জন বসা যাবে। তারা সর্বমোট ৪/৫টা স্পট দেখাবে। সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। এর মাঝে কোন একটা স্পটে লাঞ্চ করে ফেলবেন। বিকেল ৫ টার মধ্যে সব স্পট দেখা শেষ করে সুসং-দূর্গাপুর বাজারে চলে আসবেন। তারপর বাস/CNG তে করে ময়মনসিংহ শহরে ফিরতে পারবেন। CNG তে সময় লাগবে ২ ঘন্টা এবং বাসে আসলে সময় আরোও বেশী লাগবে। এরপর বাস/ট্রেনে করে ঢাকা ফিরতে পারবেন। ৩/৪ ঘন্টার মদ্ধ্যে ঢাকা পৌঁছাতে পারবেন।

খরচের হিসাব

  • ট্রেন: ঢাকা-মোহনগঞ্জ ২৭০ টাকা (শোভন চেয়ার)
  • ঠাকুরাকোনা স্টেশন > কলমাকান্দা > পাঁচগাঁও > পাতলাবন > লেংগুরা বাজার > সাত শহীদের মাজার > মমিনের টিলা > লেংগুরা বাজার > সুসং-দূর্গাপুর = CNG রিজার্ভ ২৫০০ টাকা (পার হেড ৫০০ টাকা)
  • দূর্গাপুর ঘাট > বিজয়পুর চিনামাটির লেক/পাহাড় > বিজিবি ক্যাম্প > কমলাবাগান > রানিখং মিশন > দূর্গাপুর ঘাট = রির্জাভ অটো ৬০০ টাকা (পার হেড ১২০ টাকা)
  • দূর্গাপুর বাজার টু ময়মনসিংহ = CNG ২০০ টাকা (পার হেড) / বাস ১২০ টাকা
  • এনা বাস কাউন্টার পর্যন্ত অটো ভাড়া = ১৫/২০ টাকা
  • ময়মনসিংহ টু ঢাকা (মহাখালী) = এনা বাস ৩২০ টাকা / ট্রেনে ১৫০ টাকা
  • সকালের খাবার= ১০০ টাকা
  • দুপুরের খাবার= ২০০ টাকা
  • স্নাক্স+খাবার পানি= ১০০ টাকা

সর্বমোট খরচ: ১৮০০+ টাকা

বিশেষ দ্রষ্টব্য: আমাদের টিম মেম্বার ছিল ৫ জন।
Leave a Comment
Share
ট্যাগঃ day tripnetrokona