ডেভিড স্কট ট্রেইল

প্রতি বছর অনেকেই শিলং (Shillong) যান, তাদের জন্যই এই লেই লেখা। ২০১৬ এর আগষ্ট। আমার গৌহাটি থাকার মেয়াদ শেষের দিকে। নিজের Wishlist থেকে শেষ জায়গাটায় (David Scott Trails) টিক করলাম। অনেকবার অনেকের মুখ থেকে শোনা। ইজি ক্যাটেগরির ৮ কিলোমিটার ট্রেকিং যেখানে সপরিবারে যাওয়া যায়। ছুটি পাবোনা জানি, তাই প্রতিবারের মতো এবারেও আমরা চারজন এক রবিবার সকালে বেরিয়ে পড়লাম গাড়ী নিয়ে।

এখানে বলে রাখি, ডেভিড স্কট ট্রেইলস এর দুটো প্রান্ত – MAWPHLANG এবং LadMawphlang, দুটোই শিলং থেকে Mawphlawng যাওয়ার রাস্তায় পড়ে। শুরুটা যেকোন একদিক দিয়ে করা যায়।

তো মেঘালয় ঢুকতেই, আকাশের মুখ ভার, সাথে ঝিরঝিরে বৃষ্টি, রাস্তাঘাট শুনশান, এর মধ্যে আবার পথভুলে চলে এলাম Mawphlawng sacred groove. সেখানকার গার্ড শেষে রাস্তা বুঝিয়ে দিয়ে দুঃসংবাদ দিলেন যে গতদুদিনের বৃষ্টিতে পাহাড়ী নদীগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। তাদের পেরিয়ে ট্রেক শেষ করা অসম্ভব। ফিরে যাওয়ার প্রশ্ন নেই, ঠিক করলাম যতোটা পারি এগিয়ে তারপর ফিরে আসব।

Mawphlawng এর দিকের trail টা Wellmarked না হলেও মুখ খুঁজে পেতে অসুবিধে হলো না। শুরু হলো এগিয়ে চলা। তার পরের ঘন্টা মিনিটের হিসেব আর মাথায় ছিল না। বৃষ্টি, নদীর গর্জন আর সবুজে মোড়া পাহাড়ী উপত্যকা। আর সেই ভয়ঙ্কর সুন্দরকে দুচোখ ভরে দেখতে দেখতে আমরা শুধু এগিয়ে গেছি। কখনো গোড়ালি জল, কোথাও আধহাঁটু, কোথাও হাত ধরাধরি করে খরস্রোতা নদী পেরোতে পেরোতে আমরা প্রাণ খুলে হেসেছি, আনন্দে চিৎকার করেছি, আর সেসব শোনার মত সেদিন সেই স্বর্গ উপত্যকায় আর কোন মানুষ ছিল না। এভাবেই ঊমিয়াম নদীর ওপরে থাকা কাঠের সেতু পেরোতে দাঁড়িয়ে পড়তে হলো। পাহাড়ের সারির মাঝ দিয়ে ঠিকরে আসা আলোর ছটায় গোটা জায়গা এক অদ্ভুত আলোআঁধারিতে ডুবে আছে। তাকে পেছনে ফেলে এগিয়ে শেষে এক দুর্দান্ত নদীর সামনে এলাম যাকে পেরোনোর সাহস আর হলো না। অতএব সেখান থেকেই ফেরা।

কিছু দরকারি তথ্য

  • Starting point এ সামান্য কিছু এন্ট্রি ফি লাগে, সেখানে ম্যাপ দিয়ে দেয়।
  • ভেতরে খাবারের কোন দোকান নেই। নিজেরা নিয়ে যান আর উচ্ছিষ্ট সাথে করে নিয়ে আসুন।
  • গাইড দরকার হয় না।
  • শীতকালই যাওয়ার জন্যে বেষ্ট।
Leave a Comment
Share