দার্জিলিং টয় ট্রেন জয় রাইড এর ভাড়া এবং সময়সূচী

অনেকেই দার্জিলিং গিয়ে টয় ট্রেন চড়ার ইচ্ছা প্রকাশ করেন। এই জয় রাইড কিভাবে বুক করা যায়, তার বিবরণ দিচ্ছি।

যারা অনলাইনে টিকিট কাটেন, তারা irctc ওয়েবসাইট থেকে কাটতে পারবেন। From Station সিলেক্ট করুন দার্জিলিং (DJ) এবং Destination Station সিলেক্ট করুন দার্জিলিং (DJRZ). মনে রাখবেন, দুটো স্টেশন এক হলেও কোড আলাদা।

দু রকমের জয় রাইড আছে। একটা ডিজেল ইঞ্জিন, আর একটা স্টিম ইঞ্জিন।

দার্জিলিং টয় ট্রেনের ভাড়া

  • ডিজেল ইঞ্জিন ফার্স্ট ক্লাস: ৮০৫ রুপী
  • স্টিম ইঞ্জিন ফার্স্ট ক্লাস: ১৩১০ রুপী

ট্রেন আপনাকে দার্জিলিং (Darjeeling) থেকে ঘুম (Ghum) অবধি নিয়ে যাবে এবং আবার দার্জিলিং ফেরত। ভাড়ার মধ্যে বাতাসিয়া লুপ এবং ঘুম মোনাস্ট্রি এর এন্ট্রি ফি ধরা থাকে।

দার্জিলিং টয় ট্রেনের সময়সূচী

  • ডিজেল ইঞ্জিন দার্জিলিং থেকে: সকাল ৭ঃ৪০, দুপুর ১২ঃ৪৫ এবং বিকেল ৪ঃ২০
  • স্টিম ইঞ্জিন দার্জিলিং থেকে: সকাল ৯ঃ৩০, ৯ঃ৪০, ১০ঃ০০, দুপুর ১২ঃ১০, ১২ঃ২০ এবং বিকেলে ৪ঃ০৫

ভারতীয় রেল এর বুকিং কাউন্টার থেকেও বুক করা যায়। তবে ১৫ই মে ২০১৮ পর্যন্ত সমস্ত জয় রাইড ক্যান্সেল। ১৬ই মে ২০১৮ থেকে বুকিং খোলা আছে।

Leave a Comment
Share