টংলু

দার্জিলিংয়ের মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে বেশকিছু গ্রামের দেখা মিলে, এদেরই একটি হলো টংলু (Tonglu)। পাহাড়ের ১০,১৩০ ফুট উচ্চতায় এই ছোট্ট গ্রামটি অবস্থিত যা মানেভঞ্জন থেকে ১১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। যদিও টুমলিং গ্রাম হয়ে গেলে দূরত্ব বেড়ে ১৫ কিলোতে ঠেকবে। সান্দাকফু যাওয়ার পথে মূলত ট্রেকার্সরা এই গ্রামে রাতে থাকেন। ফের পরের দিন বেরিয়ে পড়ে সান্দাকফু এর উদ্দেশ্যে। ভারত ও নেপাল সীমান্তবর্তী এই নিরিবিলি গ্রাম টংলু থেকে কাছের গ্রাম ধোত্রের দূরত্ব ৬ কিলোমিটার এবং মেঘমা এর দূরত্ব ২ কিলোমিটার।

টংলু আসলে ট্রেকারদের জন্যে হলেও গরমে কয়েকটা দিন একটু ঠান্ডায় কাটিয়ে আসতে চাইলে আপনিও যেতে পারেন এখানে। তবে সঙ্গে বাচ্চা বা বয়স্ক ব্যক্তি থাকলে এড়িয়ে যাওয়াটাই মঙ্গল। সমতলে যখন গরমকাল তখনও টংলুতে সোয়েটার পরতে হয়। এতটাই ঠান্ডা। তাই অভ্যেস না থাকলে খুব বেশী শীতে এদিকে না যাওয়াটাই মঙ্গল। আকাশ যদি পরিষ্কার থাকে আর ভাগ্য যদি সহায় থাকে তবে আপনি কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে পারেন। অনবদ্য অভিজ্ঞতা নিয়ে ফিরবেন।

টংলু যাওয়ার উপায়

শিলিগুড়ি থেকে মিরিক হয়ে মানেভঞ্জনের দূরত্ব প্রায় ৭৫ কিমি। সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। দার্জিলিং থেকে ঘুম হয়ে মানেভঞ্জন পর্যন্ত দূরত্ব মোটামুটি ২৫ কিমি। শিলিগুড়ি/বাগডোগরা/এনজেপি স্টেশন থেকে সরাসরি মানেভঞ্জনের গাড়ির পাওয়া যায় খরচ ৩০০০-৪০০০ টাকা, ছোটগাড়ি ২৮০০-৩৫০০ টাকা। এছাড়াও দার্জিলিং থেকে শেয়ার ক্যাব বা বুকিং ক্যাব দুটোই পাবেন। শিলিগুড়ি থেকেও মানেভঞ্জন আসার শেয়ার গাড়ি পাওয়া যায়। সরাসরি শেয়ার পেলে ভাড়া ৫০০ রুপি এর মধ্যে।

মানেভাঞ্জন থেকে ল্যান্ডরোভার কিংবা জীপ করে মেঘমা পর্যন্ত চলে যাওয়াযাবে অনায়াসেই। সেখান থেকে ২ কিলোমিটার ট্রেক করে খুব সহজেই টংলু পৌছে যাওয়া যাবে। মানেভঞ্জন থেকে আগে থেকে ল্যান্ডরোভার বুকিং এর ব্যবস্থা নেই। এই মানেভাআঞ্জন পৌঁছেই আপনাকে বুক করতে হবে, ভাড়া ফিক্সড।

ল্যান্ডরোভার ভাড়া

যাতায়াত মিলে ২০০০ টাকা। প্রথম রাত্রি নাইট স্টে চার্জ ১০০০ টাকা। দ্বিতীয় রাত্রি থেকে ১৫০০ টাকা প্রতি রাত। অর্থাৎ আপনি যদি একরাত টংলু / তুমলিং একরাত থাকতে চান তাহলে মানেভঞ্জন থেকে মানেভিঞ্জন অবধি গাড়ি ভাড়া ২০০০ + ১০০০ = ৩০০০ টাকা।

যদি দুই রাত থাকেন তাহলে ২০০০ + ১০০০ + ১৫০০ = ৪৫০০ টাকা।

সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে এন্ট্রি ফি – দিন প্রতি জন প্রতি ১০০ রুপী।

থাকার জায়গা

টংলু ট্রেকার্স হাট

জিটিএ ট্রেকার্স হাটের বুকিং শুরু হয় ৩ মাস আগে থেকে। কলকাতার সল্টলেকের সিটি সেন্টারের উল্টো দিকে গোর্খা ভবন থেকে বুকিং করা যায়। এছাড়াও শিলিগুড়ি ও দার্জিলিঙের GTA অফিস থেকেও বুকিং করা যায়। যার নামে বুকিং হবে তাঁর ID প্রুফের জেরক্স ও অরিজিনাল নিয়ে যাওয়া অত্যাবশ্যক। ট্রেকার্স হাটে মোট ৪-৫টি ডরমেটরি আছে । এর মধ্যে দুটো ৪ বেডের আর বাকি গুলো ৬/৭ বেডের। কমন ওয়াশরুম । তবে ট্রেকার্স হাট থেকে যে ঝকঝকে ভিউ পাওয়া যায় তার কাছে সকল অসুবিধা তুচ্ছ হয়ে যায়। ট্রেকার্স হাটের ভাড়া জনপ্রতি ২০০ টাকা পার বেড।

হোম স্টে

টংলুতে থাকার জন্যে একটি হোমস্টে আছে, Raju Homestay. ভাড়া আনুমানিক ১২০০ রুপি, প্রতিদিন জনপ্রতি থাকা খাওয়া ইনক্লুডেড। ঘর এবং সুযোগ সুবিধা সাধারণ মানের হলেও আতিথেয়তা ভালো। এখানেও সব ডরমেটরি, কমন ওয়াশরুম । যোগাযোগের নাম্বার: +91 9635690583 / 9332946339

Leave a Comment
Share
ট্যাগঃ Darjeelingtonglu