আথিরাপল্লি জলপ্রপাত

ভারতের নায়াগ্রা নামে পরিচিত আথিরাপল্লি জলপ্রপাত। চারিদিকে সুবজের মধ্যে ৩৩০ ফুট উচ্চতা থেকে জলরাশি নেমে আসছে মাটিতে। মনমুগ্ধকর এই দৃশ্য আপনি দেখতে পাবেন কেরালা গেলেই। এখানকার থিসার জেলায় জলপ্রপাতটি অবস্থিত। কেরালা এর সবচেয়ে বড় জলপ্রপাত আথিরাপল্লি জলপ্রপাত যা তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটিকে ভারতের নায়াগ্রাও বলা হয়ে থাকে। আথিরাপল্লি এলাকাটি জঙ্গল সাফারির জন্য বিখ্যাত। এখানকার বিচিত্র ধরনের পশুপাখির বাস এলাকাটিকে অন্য রূপ এনে দিয়েছে।

আথিরাপল্লি জলপ্রপাতকে ঘিরে গড়ে ওঠা ভাঝাচল জীববৈচিত্রের স্নিগ্ধ স্থান। সবুজের সমারোহে স্থানটির সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয়, স্থানটির জীববৈচিত্রও অনেকটা বিস্তৃত করেছে। এই অঞ্চলে নানা ধরনের উদ্ভিদের সাথেই হতি, বাইসন, বাঘ, চিতা ও অন্যান্য জন্তুর বাস দেখতে পাওয়া যায়। এখানে গেলে দেখতে পাবেন ভাঝাচল জলপ্রপাত। এখানে চালাকুড়ি নদীর শাখা বেরিয়ে ভাঝাচুল জলপ্রপাতের সৃষ্টি করেছে। আথিরাপল্লি জলপ্রপাত বাদে এই জলপ্রপাতটিও স্থানীয়দের কাছে অন্যতম অফবিট ডেস্টিনেশন। আপনি ভারতের নায়গ্রা দেখে দক্ষিণের বেস্ট হানিমুন ডেস্টিনেশনে কয়েকটি দিন কাটিয়ে আসতেই পারেন। সামনে রয়েছে মালাক্কাপারাই চা বাগান, মুদিমালাই জাতীয় উদ্যান।

আথিরাপল্লি জলপ্রপাতের (Athirapally Waterfall, Kerala) নাম শুনলেই সকলের চোখে ভাসে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের ‘গুরু‘ সিনেমার সেই বিখ্যাত গান ‘বরসো রে মেঘা’ এর তালে তালে নাচ অথবা বাহুবলী (Bahubali) ছবির সেই ঝর্ণা। আথিরাপল্লী জলপ্রপাতের নিচে বহু ছবির শ্যুটিং হয়েছে। বলিউড ছাড়াও দক্ষিণী ছবির ক্ষেত্রে অন্যতম সেরা শ্যুটিং স্পট এটি। বলিউডের গুরু, দিল সে, খুশি, ইয়ারিয়া ছবির শ্যুটিং যেমন এখানে হয়েছে, তেমনই দক্ষিণী ছবি পুন্নাগাই মান্নান, পাইয়া, হ্যাপির মতো সিনেমার নানা দৃশ্যেও এর লোকেশন ব্যবহার করা হয়েছে।

কিভাবে যাবেন

আথিরাপল্লি জলপ্রপাত এ যেতে হলে আপনাকে ট্রেনে বা বিমানে পৌঁছাতে হবে কেরালার কোচিতে। এক রাত ট্রেনে জার্নি করে আপনি কোচি পৌঁছাতে পারেন অথবা প্লেনেও যেতে পারেন। সেখান থেকে আপনাকে গাড়িতে ৭১ কিমি যেতে হবে।

কোচি বা ত্রিশূর শহর থেকে ভাল পাকা রাস্তা ধরে আপনি ভাঝাচাল এবং আথিরাপল্লি পৌঁছে যেতে পারেন।

  • নিকটতম রেলওয়ে স্টেশন: চালাকুডি, প্রায় ৩০ কিমি দূরে।
  • নিকটতম বিমানবন্দর: কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, ত্রিশূর থেকে প্রায় ৫৮ কিমি দূরে।
Leave a Comment
Share