টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে, যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতো মনে হয়। এখান থেকে পাহাড়ের বিশাল দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে চারপাশের অপূর্ব দৃশ্য দেখা যায়। বর্ষাকালে গেলে অধিকাংশ সময়েই মেঘের দেখা পাওয়া যাবে। ক্ষণে ক্ষণে মেঘ এসে আপয়াকে ভিজিয়ে দিয়ে যাবে। এছাড়া এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মুগ্ধকর। ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ জায়গা। পাহাড়, মেঘ এবং প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য ধারণ করা যায়।
বাংলাদেশের আবহাওয়া এর কারনে শীতকাল ভ্রমণের জন্যে সেরা সময়। তাই টাইটানিক ভিউ পয়েন্ট ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। এ সময় বান্দরবানের আবহাওয়া সুন্দর থাকে। কিন্তু এ সময় ভেজা তুলোর মতো মেঘের দেখা মিলবে না। এ সময় আকাশ নীল এবং পরিস্কার পাবেন। আর যারা মেঘের আলিঙ্গণ চান তাঁদের বর্ষায় যাওয়া উচিত। এ সময়টাতে নিশ্চিত ভাবে মেঘের দেখা মিলবে।
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল বা কল্যাণপুর থেকে সরাসরি বান্দরবানের বাস পাওয়া যায়। ভাড়া পড়বে ৭০০-৯০০ টাকা (নন-এসি), ১১০০-১৮০০ টাকা (এসি)। সময় লাগবে ৮-১০ ঘণ্টা।
বান্দরবান সদর থেকে চাঁন্দের গাড়ি বা জীপ ভাড়া করে থানচি রোড হয়ে টাইটানিক ভিউ পয়েন্ট যেতে হয়। ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা (গাড়ি ভাড়া, রুট ও পর্যটকদের সংখ্যার উপর নির্ভরশীল)। সময় লাগবে প্রায় ২-৩ ঘণ্টা। ভ্রমণপিপাসুরা চাইলে মোটরবাইক ভাড়া করে ভিউ পয়েন্টে পৌঁছাতে পারেন।
বান্দরবানে পর্যটকদের জন্য বিভিন্ন মানের হোটেল এবং রিসোর্ট রয়েছে। বিলাসবহুল রিসোর্ট থেকে বাজেট হোটেল পর্যন্ত নানা অপশন এখানে পাওয়া যায়। নিচে কিছু উল্লেখযোগ্য থাকার জায়গার বিস্তারিত তথ্য দেওয়া হলো:
হিলসাইড রিসোর্ট (Hillside Resort) এর অবস্থান বান্দরবান শহর থেকে প্রায় ৪ কিমি দূরে। শহরের বাইরে হওয়ায় নিরিবিলি পরিবেশ পাবেন, সেই সাথে পাবেন সবুজে ঘেরা পরিবেশ এবং প্রাইভেট কটেজ। পাহাড়ে উপরে এটির অবস্থান। পরিবার এবং কাপলদের ভ্রমণের জন্য আদর্শ। রুম ভাড়া ৩০০০-৬০০০ টাকার মধ্যে। যোগাযোগ: +৮৮০১৮১৯০৪০০৩৩
নীলগিরি রিসোর্ট (Nilgiri Resort) এর অবস্থান বান্দরবান শহর থেকে প্রায় ৪৭ কিমি দূরে। শহরের বাইরে হওয়ায় নিরিবিলি পরিবেশ পাবেন, সেই সাথে পাবেন সবুজে ঘেরা পরিবেশ এবং প্রাইভেট কটেজ। পাহাড়ে উপরে এটির অবস্থান। এখানে থাকলে পাবেন মেঘের মধ্যে থাকার অভিজ্ঞতা। পরিবার এবং কাপলদের ভ্রমণের জন্য আদর্শ। রুম ভাড়া ৫,০০০-১৫,০০০ টাকার মধ্যে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হওয়ায় আছে নিচ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা। আগাম বুকিং ছাড়া কখনই রুম পাবেন না।
চিম্বুক রিসোর্ট (Chimbuk Resort) এর অবস্থান বান্দরবান শহর থেকে দূরে চিম্বুক পাহাড়ের কাছে। শহরের বাইরে হওয়ায় নিরিবিলি পরিবেশ পাবেন, সেই সাথে পাবেন সবুজে ঘেরা পরিবেশ এবং প্রাইভেট কটেজ। পাহাড়ে উপরে এটির অবস্থান। এখানে থাকলেও মেঘের মধ্যে থাকার অভিজ্ঞতা পাবেন। রুম ভাড়া ৪,০০০-৮,০০০ টাকার মধ্যে। স্টুডেন্ট/বাজেট ট্রাভেলার এর জন্য আছে ক্যাম্পিং এর সু-ব্যবস্থা। বুকিং এর যোগাযোগঃ 01601-460004
হোটেল হিল ভিউ (Hotel Hill View) এর অবস্থানবান্দরবান শহরের প্রাণকেন্দ্রে। শহরের ভেতরে থাকা প্রয়োজন হলে এটি আদর্শ। ব্যস্ত শহরের কেন্দ্রে হওয়ায় যাতায়াত সহজ। পরিবার এবং দলীয় ভ্রমণের জন্য উপযুক্ত। আছে আধুনিক সুযোগ সুবিধা ও খরচেও সাশ্রয়ী। রুম ভাড়া ১৫০০-৩০০০ টাকার মধ্যে। যোগাযোগ: +৮৮০০১৮৩৯৯০০০১
হোটেল সাঙ্গু (Hotel Sangu) এর অবস্থান শহরের প্রধান বাজারের কাছে। শহরের ভেতরে থাকা প্রয়োজন হলে এটি আদর্শ। ব্যস্ত শহরের কেন্দ্রে হওয়ায় যাতায়াত সহজ। আছে গাইডের সুবিধাও। রুম ভাড়া ১০০০-২৫০০ টাকার মধ্যে।
হোটেল বান্দরবান পার্ক (Hotel Bandarban Park) এর অবস্থান শহরের মাঝখানে। শহরের ভেতরে থাকা প্রয়োজন হলে এটি আদর্শ। আছে রেস্তোরাঁ সুবিধাও। রুম ভাড়া ১০০০-৩০০০ টাকার মধ্যে।
পূর্বাণী হোটেলের (Purbani Hotel) অবস্থান শহরের প্রধান সড়কের পাশে। সাশ্রয়ী দামে আরামদায়ক পরিবেশ। রুম ভাড়া ৫০০-১৫০০ টাকার মধ্যে।
গ্রীন হিল হোটেলের (Hotel Green Hill) অবস্থান শহরের প্রান্তে। সাশ্রয়ী দামে আরামদায়ক পরিবেশ। হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা উল্লেখ করার মতো এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। রুম ভাড়া ৬০০-২০০০ টাকার মধ্যে।
Leave a Comment