শ্রীমঙ্গল

আনারস বাগান

চা বাগান ঘেরা শ্রীমঙ্গল যেন প্রকৃতির এক সবুজ ক্যানভাস। তবে এই সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সোনালী রঙের আনারসের বাগান। সুমিষ্ট গন্ধ আর অতুলনীয় স্বাদের জন্য শ্রীমঙ্গলের আনারস সারা দেশে বিখ্যাত। তাই ভ্রমণ প্রেমীদের জন্য শ্রীমঙ্গলের আনারস বাগান হতে পারে এক নতুন গন্তব্য।

আনারসের ইতিহাস

আনারসের আদি উৎপত্তিস্থল ব্রাজিল কিংবা প্যারাগুয়ে। তবে বাংলাদেশে এর আগমন ঘটে টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে, অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। এরপর এটি সিলেটের বিয়ানিবাজারের জলঢুপে বিস্তার লাভ করে এবং জলঢুপি আনারস নামে পরিচিতি পায়। একসময় সিলেট অঞ্চলের প্রতিটি বাড়ির আশেপাশে আনারসের চাষ করা হতো।

যেখানে আনারস বাগান এর দেখা মিলবে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চায়ের পরেই সারা দেশে রয়েছে সুস্বাদু আনারসের খ্যাতি। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সারা বছরই কম-বেশি আনারস পৌঁছায়। শ্রীমঙ্গল শহর থেকে অল্প দূরেই মোহাজেরাবাদ, বিষামণি, হোসেনাবাদ, বালিশিরা, ডলুছড়া, সাতগাঁও পাহাড়, নন্দরানী ও মাইজদীর পাহাড়ি এলাকায় গেলে দেখা মিলবে আনারসের বাগানের। শ্রীমঙ্গলে বেশিরভাগ বাগানে হানি কুইন, জায়ান্ট কিউ এবং এমবি-২ জাতের আনারসের চাষ বেশি হয়ে থাকে। অনুকূল আবহাওয়া, উপযোগী মাটির জন্য এখানকার আনারস স্বাদে অতুলনীয়। শহর থেকে গাড়ি বা মোটরসাইকেলে করে সহজেই এসব এলাকায় যাওয়া যায়।

আনারসের রাজ্যে হারিয়ে যাওয়া

শ্রীমঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পথে চোখে পড়বে সারি সারি আনারস বাগান। মনে হবে যেন একদল পিপীলিকা ডানা মেলে পাহাড়ের উপরে উঠছে। যতদূর চোখ যায়, শুধু টিলার পর টিলা জুড়ে আনারসের সমারোহ। এই দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায়।

আনারস বাগান ভ্রমণের সেরা সময়

শ্রীমঙ্গলে সারা বছরই আনারস পাওয়া গেলেও, গ্রীষ্মকালে এর ফলন বেশি হয়। তাই গ্রীষ্মকাল আনারস বাগান ভ্রমণের জন্য সেরা সময়।

শ্রীমঙ্গল যাওয়ার উপায়

ঢাকা থেকে রেল কিংবা সড়ক পথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকা।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, প্রতিদিন দুপুর ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস, শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় কালনী এক্সপ্রেস, বুধবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অথবা কুলাউড়া নামা যায়।

ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া শোভন ২শ’ টাকা। শোভন চেয়ার ২৪০ টাকা, প্রথম চেয়ার ৩২০ টাকা, প্রথম শ্রেণি বার্থ ৪৮০ টাকা, স্নিগ্ধা ৪৬০ টাকা, এসি সিট ৫৫২ টাকা, এসি বার্থ ৮২৮ টাকা।

এছাড়া চট্টগ্রাম থেকেও সরাসরি ট্রেনে যাওয়া যায় মৌলভী বাজারের শ্রীমঙ্গল কিংবা কুলাউড়া। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেন স্টেশন দুটিতে নামা যায়।

শ্রীমঙ্গল থেকে থেকে শনিবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ৫৮ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস এবং রোববার ছাড়া প্রতিদিন রাত ১১টা ২৪ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, সৌদিয়া পরিবহনের নন এসি বাস শ্রীমঙ্গল হয়ে মৌলভী বাজার। ভাড়া নন এসি বাসে সাড়ে ৩শ’ থেকে ৩৮০ টাকা।

শ্রীমঙ্গল থেকে সিএনজি, বাস, অটোরিকশায়, ট্যাক্সি করে আনারস বাগান যাওয়া যায়।

শ্রীমঙ্গলে কোথায় থাকবেন

শ্রীমঙ্গলে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে। আপনার বাজেট অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন।

কিছু টিপস:

  1. আনারস বাগানে হাঁটার জন্য আরামদায়ক জুতো পরুন।
  2. সাথে পর্যাপ্ত জল নিন।
  3. আনারস বাগান পরিদর্শনের আগে স্থানীয়দের কাছ থেকে অনুমতি নিন।
  4. পরিবেশ পরিচ্ছন্ন রাখুন।

শ্রীমঙ্গলের আনারস বাগান ভ্রমণ আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। প্রকৃতির অপার সৌন্দর্য আর সুমিষ্ট আনারসের স্বাদ – সব মিলিয়ে আপনার ভ্রমণ স্মৃতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

Leave a Comment
Share