বিমানের টিকিট কাটার কিছু সহজ ও কার্যকরি উপায়

  • টিকিট কাটুন যতটা সম্ভব আগে। তবে সবসময় এই সূত্র খাটে না। সাধারণত ৫৮ থেকে ৫৪ দিন আগে টিকিটের দাম সবথেকে কম হয়।
  • টিকিট সস্তায় কোথায় দিচ্ছে তার জানার কিছু ভালো সাইট হলো skyscanner, wego ইত্যাদি।
  • Skyscanner, yatra প্রভৃতি সাইটে আপনার বাজেট অনুসারে সবচেয়ে সস্তায় কতদূর যেতে পারবেন সেটা জানা যায়। এটা ট্রাই করে দেখতে পারেন।
  • কোনো কোনো চীন বা আরবের সাইট অবিশ্বাস্য কম দামে মাঝে মাঝে টিকিট দেয়। এগুলো ভালো করে যাচাই করে কাটুন।
  • Make My Trip এর মতো সাইট গুলি খুব বিশ্বাসী। বিভিন্ন সময়ে অনেক ছাড় দেয়। এগুলির সুবিধা নিলে বিমান যাত্রা অনেক কমে হয়ে যায়।
  • বিভিন্ন জায়গায় এক ট্রিপেই যেতে হলে মাল্টি জার্নি টিকিট কাটুন। এর দুটি সুবিধা। এক, সিঙ্গেল PNR হওয়ার জন্য বারবার চেক ইন চেক আউট করার ঝামেলা থাকে না এবং ট্রানজিট ভিসা অধিকাংশ ক্ষেত্রেই লাগে না। দুই, টিকিট অনেক সস্তা পড়ে। অসুবিধা একটাই। কোনো একটা জার্নি আলাদা করে ক্যানসেল করা যায় না। পুরো টিকিটই ক্যানসেল হয়ে যায় সিঙ্গেল PNR এর জন্য।
  • বিমান টিকিট আর হোটেল একসাথে করলে কিছুটা কম পড়ে। তবে খুব একটা লাভজনক হয় বলে আমার মনে হয় না।
  • ফ্লাইট টিকিট বুকিংয়ের সময়ে কতটা ওজন ক্যারি করতে পারবেন সেটা ভালো করে দেখে নেবেন। এয়ার এশিয়া এর মতো সস্তার বিমান সংস্থা যেমন ৭ কেজির মতো হ্যান্ড লাগেজ ক্যারি করতে দেয়। এর বেশি হলে আলাদা করে ওজন কিনতে হয়। এর চার্জ ভালো করে দেখে বিমান ভাড়ার সাথে যুক্ত করে হিসেব করবেন।
  • কোনো থার্ড পার্টি থেকে টিকিট কাটার পরে ওই বিমান সংস্থার অফিসিয়াল সাইট এ গিয়ে অবশ্যই PNR মিলিয়ে দেখে নেবেন।
  • আপনার যাওয়ার তারিখ যত ফ্লেক্সিবল হবে ততো বেশি সস্তায় টিকিট পাওয়ার চান্স বাড়বে।
  • টিকিটের দাম যদি একাধিকবার চেক করেন তাহলে গুগল ক্রোমের incognito মোডে গিয়ে সার্চ করবেন। না হলে কুকিজ এর সাহায্যে আপনার চাহিদা জেনে ইচ্ছাকৃত ভাবে দাম বাড়িয়ে টিকিটের দাম শো করতে থাকে যাতে আপনি তাড়াতাড়ি টিকিট কেটে নেন।
Leave a Comment
Share
ট্যাগঃ airticketflighttips