জয়নুল আবেদীন এর শিমুল বাগান
একদিনের ট্যুরে সুনামগঞ্জে (Sunamganj) যেসব জায়গা ঘুরে দেখতে পারবেন সেগুলো হলো –
যারা ঢাকা থেকে রাতের বাসে সুনামগঞ্জ যাবেন, তারা অবশ্যই রাত ১০ টা থেকে ১১ টার বাসে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে সকাল সকাল সুনামগঞ্জ পৌঁছে যাবেন। এই বাসগুলো সকাল ৭ টার ভিতর আপনাকে সুনামগঞ্জ শহরের বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে।ওখানে নাস্তা করে অটোতে ব্রিজ এর ওখানে চলে আসবেন, ভাড়া ১০ টা জনপ্রতি। ওখান থেকে সারাদিন এর জন্য বাইক রিজার্ভ করে নিবেন। এক বাইকে দুই জন বসা যাবে। সারাদিন এর জন্য বাইক এর ভাড়া পড়বে ১১০০-১২০০ টাকার মতো। আমরা সারাদিন ঘুরে ১১০০ টাকা দিয়েছিলাম। যদিও ১১০০ টাকা ঠিক করে ছিলাম পরে আরও ১০০ টাকা খুশি হয়ে দিয়ে ছিলাম ওনারা খুব আন্তরিক ভাবে আমাদের জায়গা গুলো ঘুরিয়ে দেখিয়েছেন তাই । আর অবশ্যই দরদাম করে নিবেন আর উপরে যে জায়গা গুলোর নাম লিখেছি সেই জায়গা গুলো ঘুরে দেখাতে হবে বলে বাইক রিজার্ভ করবেন।
বাইক রিজার্ভ নিয়ে প্রথমে আপনি চলে যাবেন যাদুকাটা নদী। ওখান থেকে নদী পার হয়ে বারেক টিলা ঘুরে দেখবেন। বারেক টিলা ঘুরে দেখে চলে যাবেন নিলাদ্রী লেক। ওখান থেকে চলে যাবেন লাকমা ছড়া। লাকমা ছড়া ঘুরে চলে যাবেন হাতির গাতা, টাংগুয়ার হাওর। এখানে কিছু সময় ঘুরে চলে আসবেন নিলাদ্রী লেক। অবশ্যই নিলাদ্রী লেক হয়ে আসবেন। আসার সময় নীলাদ্রি লেক থেকে কিছু দূর সামনে এগুলে বাজার পাবেন ওখান এ দুপুরের খাবার খেয়ে নিবেন৷ ওখান দই আর মিষ্টি পাবেন, না খেলে মিস করবেন। খেয়ে আসবেন অবশ্যই। খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে চলে আসবেন শিমুল বাগান। বিকেলটা এখানে কাটিয়ে চলে আসবেন সুনামগঞ্জ শহরে। রাত ১০ টা থেকে ১১ টার বাসে ঢাকা ফিরবেন। সকাল ৬ টা ৭ টার ভিতর ঢাকা থাকবেন ইনশাআল্লাহ।
২০০০ থেকে ২২০০ টাকা ভিতর হয়ে যাবে আপনাদের। আমাদের সুনামগঞ্জ ট্যুরের খরচের হিসাব নীচে দিলাম –
তবে যদি একটু কম খরচে ঘুরতে চান তাহলে ঢাকা থেকে লোকাল মোটামুটি ভালে মানের বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৩০০ থেকে ৪০০ টাকার মতো। আবার সুনামগঞ্জ এর জায়গাগুলো ভেঙে ভেঙে বাইকে ঘুরতে পারেন। এভাবে ঘুরলে আপনাদের ১৫০০-১৭০০ টাকার ভিতর হয়ে যাবে।
অবশ্যই খেয়াল রাখবেন যেখানেই ঘুরতে যান না কেন দয়া করে বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, চকলেটের প্যাকেট, টিস্যুর প্যাকেট এবং ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আশেপাশেই তাকিয়ে দেখবেন ডাস্টবিন আছে সেখানে ফেলবেন আর না থাকলে সাথে নিয়ে এসে ময়লা ফেলার জায়গায় ফেলবেন।
Leave a Comment