শ্রীলংকা ট্যুর প্ল্যান

সাধারণত বাংলাদেশের পর্যটকরা শ্রীলংকা ও মালদ্বীপ একসঙ্গে ভ্রমণ করেন। কারণ কানেকটিং ফ্লাইটের কারণে প্লেনভাড়া বেঁচে যায়। বর্তমানে শ্রীলংকার মিহিন লঙ্কা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে শ্রীলংকার রাজধানী কলম্বো হয়ে মালদ্বীপের রাজধানী মালে যায়। ফলে মালের প্লেনের টিকিট কেটে একই খরচে শ্রীলঙ্কাটাও ঘুরে দেখে তারপর মালে যেতে পারেন। শ্রীলঙ্কা ভ্রমণে তিন দিন আদর্শ সময়।

প্রথম দিনঃ

ঢাকা থেকে বিমানে কলম্বোর বন্দরনায়েক বিমানবন্দরে নেমে সোজা ক্যান্ডি চলুন। কলম্বো থেকে ক্যান্ডির যাত্রাপথে পিন্নাওয়ালা থেমে দেখে নেবেন হাতিদের এতিমখানা। ক্যান্ডির শ্রী দালাদা মালিগাওয়া আশ্রম বৌদ্ধদের অন্যতম পবিত্র স্থান। মন্দিরের কাছেই পাত্তিরিপুয়া টাওয়ার। রাজার বাড়িও এই মন্দির চত্বরের মধ্যে। ক্যান্ডিতে এগুলো দেখতেই সারা দিন কেটে যাবে। আর শপিংয়ের জন্য ক্যান্ডির জেমস গ্যালারি খুবই বিখ্যাত।

দ্বিতীয় দিনঃ

ক্যান্ডি থেকে চলুন নুয়ারা এলিয়া। চারদিকে শুধু চা বাগান। পৃথিবীর অন্যতম সেরা চায়ের বেশ কয়েকটি জাত এই নুয়ারা এলিয়াতে উৎপন্ন হয়। ফিরে আসুন ক্যান্ডিতে।

তৃতীয় দিনঃ

সকালের নাশতা সেরে ফিরুন রাজধানী কলম্বোয়। পুরাতন পার্লামেন্ট ভবন, আবাসিক এলাকা, সিটি শপিং কমপ্লেক্স, স্থানীয় খোলাবাজার, বন্দর নায়েক আন্তর্জাতিক কনফারেন্স হল, দুর্গ, সিরামিক করপোরেশন শোরুম ঘুরে দেখুন।

কোথায় থাকবেনঃ

ক্যান্ডিতে উদাপেরাদেনিয়া, থাপোদারামা রোড, লিউয়েলা এলাকায় দুই বেডের রুম দুই থেকে তিন হাজার টাকায় পেয়ে যাবেন। কলম্বোয় গালে রোডে চলনসই হোটেলে তিন থেকে চার হাজার টাকায় দুই বেডের রুম পেয়ে যাবেন।

খরচঃ

তিন রাত থাকা-খাওয়া, ভ্রমণসহ জনপ্রতি অন্তত ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হবে।

Leave a Comment
Share
ট্যাগঃ expenseplansrilankatour