হেলিকপ্টারে শিলং এবং গৌহাটি যাওয়ার উপায় এবং বিস্তারিত

প্রথমেই চলে যাবেন ঢাকা থেকে ৪ ঘন্টার দূরত্বে শেরপুর (Sherpur). মহাখালি থেকে শেরপুর যাওয়ার এভেইলেবল বাস পাওয়া যায়। সরাসরি নালিতাবাড়ীর বাসে চড়লেই সবচাইতে ভালো। ভাড়া ৩০০ টাকা। এই জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও। এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়। অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।

সারাদিনে মাত্র ৫-৬ জন মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা (Tura) জেলা (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভেটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয়ে ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী। তবে ফোনে একটু আগেভাগেই বুকিং দিতে হবে।

সংক্ষেপে রুট প্ল্যানঃ

ঢাকা-বাসে করে নালিবাবাড়ী-অটোতে করে নাকুগাও বর্ডার-বর্ডার ক্রস করে অটোতে করে বাসট্যান্ড-বাসে করে তুরা-হেলিকপ্টারে করে গোয়াহাটি/শিলং।

শিলং/গৌহাটি যাওয়ার হেলিকপ্টার বুকিং নাম্বার

  • মেঘালয় হেলিকপ্টার সার্ভিস, M.T.C. বাসট্যান্ড, পুলিশ বাজার, শিলং : 0364 222 3129 ; 08794944764
  • সেবা ট্রাভেলস : 0364 222 7222
  • টাওয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস : 0364 222 0075
  • মেঘালয় টুরিস্ট ইনফরমেশন সেন্টার : 0364 222 6220

ভাড়া

৩০০টাকা (বাসভাড়া) + ৫০টাকা (অটোভাড়া) + ১০০ রুপী + ১৯০০ রুপী

মোটঃ ৩৫০টাকা এবং ২৫০০রুপী। সাথে খাবার এবং অন্যান্য খরচের জন্য রিজার্ভ রাখলাম আরও ৫০০টাকা+ ৫০০ রুপী।

বিস্তারিত পাবেন এখানেঃ http://megtransport.gov.in/helicopter_service.html

Leave a Comment
Share