ভ্রমণে নতুন ট্রাভেলাররা যে ভুলগুলো করে থাকেন

ভ্রমণে যেতে সবাই পছন্দ করেন। কেউ একা আবার কেউ দলবল নিয়ে। তবে সকলের জীবনে একটা ভ্রমণ থাকে যেটা হয় তার প্রথম ভ্রমণ। আর প্রথম ভ্রমণ মানেই সেই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। নতুনকে দেখা ও জানার আনন্দ সাথে বাঁধনহারা উত্তেজনা। নাগরিক জীবন থেকে বেড়িয়ে যিনি প্রথমবার পা ফেলছেন তার জন্য ব্যপারটা তো আরও রোমাঞ্চকর। বিভিন্ন দেশে ট্যুরিজম একটি জনপ্রিয় ব্যবসা। একে ঘিরে বিভিন্ন ধরনের প্রতারনা চক্র গড়ে ওঠে, তাই নতুন ভ্রমণকারীদের একটু বেশিই চোখ কান খোলা রাখা জরুরি। আর অযাচিত বিপত্তি এড়াতে সবকিছু জেনেশুনে ভ্রমণ পরিকল্পনা করা উচিৎ। আসুন জেনে নিই অনভিজ্ঞ ট্রাভেলারদের ভ্রমণের ভুলগুলো সাধারণত কেমন হতে পারে।

তাড়াহুড়ো করা

ভ্রমণে সবসময় সবকিছু একবারে দেখে ফেলার একটা তাড়না মনে কাজ করে। যদি আর আসা না হয় কিংবা মাত্র তো কয়েকদিনের জন্য এসেছি, এমন একটা চঞ্চলতা আচ্ছন্ন করে রাখে। এতে কোন জায়গাই আর শান্তিমত দেখা হয়ে উঠে না। ফলে অনেক সময় ভ্রমণ শেষে রিল্যাক্স হওয়ার বিপরীতে আমরা আরও স্ট্রেসড হয়ে যাই। অনেকে আবার ভ্রমণের ধকল সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। তাই ভ্রমনে কোন তাড়াহুড়া নয়, আপনার সময় অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করুন।

বিভ্রান্ত হওয়া

নতুন কোলো এলাকায় গেলে আমরা সহজেই বিভিন্ন রকম তথ্য দ্বারা বিভ্রান্ত হই। প্রায়শই দেখা যায় একই জায়গায় ভ্রমণের একেক রকম তথ্য দেওয়া থাকে। কারো কাছে পাহাড়ে ভ্রমণ করা কোনো ব্যাপার নয়, আবার কারো কাছে আবার খুবই কঠিন কাজ। কেউ অনেক স্বস্তায় ভ্রমণ করেছেন তাই সবাইকে বলেন যে ঐখানের খরচ কম। আবার কেউবা পরিবার নিয়ে একই জায়গায় গিয়ে বলছেন তার খরচ হয়েছে অনেক বেশি। তাই আগে থেকে সব কিছু খোঁজ খবর নিয়ে যাওয়াই ভালো।

পোশাক নির্বাচন

প্রথমবার ভ্রমণের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পোশাক নির্বাচনেও ভুল করি। দেখা গেলো এমন পোশাক নিয়ে গেলাম যেটা ওখানে কেউ পড়ছে না। তখন অস্বস্তিতে পড়তে হয়, নিজেকে একেবারে আলাদা লাগে। তাই ভ্রমণের জন্য সচেতনভাবে বাছাই করুন আপনার পোষাক।

অতিরিক্ত জিনিস বহন করা

না বুঝেই অনেক বেশি পোশাক, প্রসাধনী ও কম দরকারি জিনিস নিয়ে ফেলি কারণ তখন সব কিছুই দরকারি মনে হতে থাকে। মনে হয়, এটা তো ওখানে পাব না কিংবা যদি দাম বেশি থাকে! লোশন, টুথপেস্ট বড় টিউব না নিয়ে ছোট কৌটায় নিলে অনেক কম জায়গা লাগে ব্যাগে, এমন অনেক ব্যাগ গোছানোর কৌশল আছে যা আপনার ব্যাগকে ছোট ও সহজে বহনযোগ্য করবে। না জানার কারণে আমরা অনেকেই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ব্যাগ বড় করে ফেলি।

আবহাওয়া

দেশে দেশে আবহাওয়ার বৈচিত্রতা লক্ষ্য করা যায়, এর কারণ মূলত ভৌগলিক অবস্থান ও জলবায়ু। যেমন- আমাদের বিপরীত মেরুর দেশগুলোতে আবহাওয়াও হয় বিপরীত। আমাদের এখানে যখন গ্রীষ্ম সেখানে তখন হয়ত তুষারপাত হচ্ছে, আবার পাশাপাশি দেশেও আবহাওয়ার পার্থক্য হয়। যেমন- আমাদের দেশের শীত আর ইন্ডিয়ার দার্জিলিং এ একই সময়ে একই রকম শীত পড়ে না। ইন্ডিয়ায় শীত অনেক বেশী। তাই ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আবহাওয়ার ব্যাপার মাথায় রাখা জরুরী।

প্রয়োজনীয় জিনিসের কথা ভুলে যাওয়া

প্রয়োজনীয় কোনো জিনিস নিতে ভুলে যাওয়া কিংবা ভ্রমণকৃত জায়গায় কোনো জিনিস ফেলে আসা এটা নতুন ট্রাভেলারদের জন্য একটা সাধারণ ঘটনা। প্রয়োজনীয় কি কি জিনিস আপনার সাথে নিতে হবে তার একটা লিস্ট করে ফেলুন এবার ভ্রমণে যাবার সময় ও ফিরে আসার সময় লিস্ট চেক করে জিনিসগুলো ব্যাগবন্দী করুন। দেখবেন আর কোন জিনিসের কথা ভুলে যাবেন না।

বেশি খরচ করে ফেলা

প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে বাজেট নিয়ন্ত্রন করা একটু কঠিন। কারণ বেশীরভাগ জায়গাতেই হোটেল ভাড়া ও যাতায়াত ভাড়া দরদাম করে ঠিক করতে হয়। অভিজ্ঞতা না থাকলে বা যার সাথে দরদাম করছেন সে যদি বুঝে ফেলে আপনি নতুন এসেছেন তখন অনেক ক্ষেত্রেই ঠকতে হয়। খাবারেও অনেক খরচ হয়ে যায় কারণ কম খরচে ভালো খাবারের হোটেলের খোঁজ থাকে না আমাদের বেশিরভাগের কাছেই।

প্রথমবার ভ্রমণে এইধরনের ভুল হওয়া খুবই স্বাভাবিক তবে সবচেয়ে ভালো হয় আপনি যে জায়গাতে যাবার প্ল্যান করছেন সে জায়গায় আগে গিয়েছেন এমন কেউ কিংবা অভিজ্ঞ কারো কাছ থেকে আগেই তথ্য সংগ্রহ করা। আজকাল ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় যা আপনার ভ্রমণকে সহজ করে তুলবে অনায়াসেই। সুতরাং ভ্রমণে থাকুক শুধুই আনন্দ, দুশ্চিন্তা কিংবা দোটানা নয়।

Leave a Comment
Share