মালদ্বীপ ভ্রমণ গাইড

ভিসা প্রসেসিং

মালদ্বীপে on arrival visa, সুতরাং আগে থেকে ভিসা করার কোন ঝামেলা নেই। অন এরাইভাল ভিসা নিতে দরকার পড়বে শুধুমাত্র তিনটি জিনিসের।

  • নিজের পাসপোর্ট, ডলার এন্ডোর্সমেন্ট সহ। অবশ্যই মিনিমাম ৬ মাসের ভ্যালিডিটি থাকতে হবে।
  • হোটেল বুকিং এর কাগজপত্র
  • সবশেষে রিটার্ন টিকেট

এবার আসি, হোটেল বুকিং এর কাগজপত্র কিভাবে ম্যানেজ করবেন? booking.com এ গিয়ে সার্চ দিলেই হবে, যেই হোটেলে বা রিসোর্টে থাকতে চান ঐটাতে বুকিং দিয়ে বুকিং কনফার্মেশনের কাগজ প্রিন্ট করলেই খেলা শেষ! বাই চান্স, বুকিং করা গেল না, তখন দিনপ্রতি আপনি মিনিমাম ৫০ ডলার খরচ করতে পারবেন এইটার সিউরিটির জন্য ডলার দেখাইতে হবে ইমিগ্রেশনে। তবে এইটা ঝামেলার কাজ! বুকিং বেটার!

হোটেল বুকিং

মালদ্বীপে হোটেল বুকিং এর জন্যে আগদা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মালদ্বীপ এর প্রতিটা হোটেলেই এনভায়রনমেন্ট ট্যাক্স দিতে হয় তাদের সরকারকে। আর এই ট্যাক্সের পরিমান রিসোর্ট গুলোতে ৬ ডলার এবং সাধারণ হোটেল গুলোতে ৩ ডলারের মত থাকে। এই ট্যাক্স বুকিং খরচ থেকে আলাদা।

মালদ্বীপ ট্যুর প্ল্যান

প্রথম দিনঃ

হোটেলেই বিশ্রাম করুন। চলনসই হোটেলে রাতপ্রতি চার-ছয় হাজার টাকা খরচ হবে। মাফুশি বা হুলহুমালে দ্বীপে থাকতে গেলে খরচ আরেকটু বাড়বে। রাতপ্রতি ৮-১০ হাজার টাকা পড়বে।

দ্বিতীয় দিনঃ

দেখুন ন্যাশনাল মিউজিয়াম, মালে জামে মসজিদ, মুলি-আগি প্যালেস, ইসলামিক সেন্টার ইত্যাদি। সময় পেলে হুলহুমালে দ্বীপ, প্যারাডাইস আইল্যান্ডসহ আশপাশের দ্বীপ ঘুরে দেখতে পারেন। এখানে সি প্লেনে ভ্রমণের সুযোগ আছে।

তৃতীয় দিনঃ

এদিন সাবমেরিনে সমুদ্রের তলার বিচিত্র জীবজগৎ ঘুরে দেখুন। জলক্রীড়ায় অংশ নিন। সৈকতে সময় কাটান। পরদিন সকালের নাশতা সেরে সময় অনুযায়ী এয়ারপোর্টে আসুন।

খরচঃ

তিন রাতের মালদ্বীপ ভ্রমণে মোটামুটি মানের হোটেলে থাকা-খাওয়াসহ জনপ্রতি অন্তত ৭০-৮০ হাজার টাকা খরচ পড়বে।

কিভাবে যাবেন

ছোট ছোট শত শত দ্বীপ নিয়ে মালদ্বীপ। এক দ্বীপে এয়ারপোর্ট তো আরেক দ্বীপে হোটেল। ডিনার করতে চলুন আরেক দ্বীপে। এখানে বেড়ানো বলতে বিরামহীন বিশ্রামকেই বোঝায়। সাধারণত তিন রাতের জন্য মালদ্বীপ বেড়াতে যাওয়াটাই উত্তম। মালদ্বীপে ঢাকা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই হয় মিহিন লঙ্কায় কলম্বো হয়ে অথবা মালদিভানসে চেন্নাই হয়ে মালে পৌঁছতে হবে।

খাওয়া দাওয়া

রিসোর্ট বুকিং এর সময় খাবারগুলো সাথে ইনক্লুড করে নিবেন, এটা সাশ্রয়ী অনেকাংশে। রিসোর্টে সকালের বুফে এবং রাতের বুফে পাবেন এমন ভাবে বুকিং দেয়ার তঁরাই করবেন। দুপুরে আলাদা করে তেমন কোন অর্ডার না দিয়ে Resort এ যাওয়ার আগে সুপার মার্কেট থেকে খাবার পানীয় এবং কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন।

শ্রীলঙ্কা ও মালদ্বীপ একসঙ্গে ভ্রমণ করলে মোট পাঁচ দিন আদর্শ সময়। তিন দিন শ্রীলঙ্কায়, দুই দিন মালদ্বীপে। জনপ্রতি খরচ হবে আনুমানিক ৮৫-৯৫ হাজার টাকা।

Leave a Comment
Share
ট্যাগঃ expensemaldivesplantour