ইন্দোনেশিয়া ট্যুর প্ল্যান

সাত রাত ও আট দিনের ভ্রমণ পরিকল্পনা ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য আদর্শ। এখানে পাঁচ দিনের পরিকল্পনা দেওয়া হলো।

প্রথম দিনঃ

ঢাকা থেকে জাকার্তায় সরাসরি ফ্লাইট নেই। কানেকটিং ফ্লাইট ধরে সিঙ্গাপুর বা মালয়েশিয়া দুই শহর হয়েই জাকার্তা আসা যায়। জাকার্তা পৌঁছে হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে নিন। আঞ্চল সি বিচ দেখতে বেরিয়ে পড়ুন। হোটেলে রাতযাপন।

দ্বিতীয় দিনঃ

সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু। প্রথমেই মার্দেকা স্কয়ারে অবস্থিত ১৩২ মিটার উঁচু ইন্দোনেশিয়ার জাতীয় মনুমেন্ট দেখে নিন। কেনাকাটা করতে চাইলে চলুন তামান আঙগ্রেক, আইটিসি মাঙ্গাডুয়া, সানায়ান সিটি বা পুরি ইন্দাহ-যেখানে খুশি।

তৃতীয় দিনঃ

জাকার্তা থেকে অনেক ফ্লাইট প্রতিদিন বালি আসে। হোটেলে চেক ইন করুন। দিনের বাকিটা সময় কুতা বিচে কাটান এবং বালি দ্বীপের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত উপভোগ করুন।

চতুর্থ দিনঃ

নাশতা সেরে ওয়ারিবাং ভিলেজে বালির বিখ্যাত ‘বারং নৃত্য’ উপভোগ করুন। আরো দেখবেন সেলুক ভিলেজ, মাস, বাটুয়ান ও উবুদ। এরপর এলিফ্যান্ট কেভ, তাম্পাক সিরিং, পূর্ণা তীর্থা এম্পুল মন্দিরের পবিত্র জলের ঝরনা দেখা শেষে সোজা চলুন কিনতামানি। বালি দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট আগুং আর জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট বাটুর আছে এখানে। বালির সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট আগুং।

পঞ্চম দিনঃ

নাশতা সেরেই বেরিয়ে পড়ুন। প্রথমেই মেংউ দর্শন। তামান আইউন রয়্যাল টেম্পল আছে এখানে। এরপর একে একে ব্রাতান লেক ও ক্যান্ডি ডিউ দানু বিনোদন সেন্টার, বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, ক্যান্ডি কুনিং মার্কেট। তানালথ টেম্পল পাথুরে পাহাড়ের ওপর একটি অনন্যসাধারণ মন্দির। এটি বালি দ্বীপের আরেক অতুলনীয় আকর্ষণ।

Leave a Comment
Share
ট্যাগঃ indonesiaplantourtravel